Samsung Galaxy M32 সহ এম সিরিজের এই পাঁচটি ফোন সবচেয়ে কম দামে কেনার সুযোগ, পাবেন ৩১ শতাংশ পর্যন্ত ছাড়

কোনো সন্দেহ নেই Samsung এখন ভারতের প্রথমসারির স্মার্টফোন বিক্রেতা সংস্থাগুলির একটি। স্মার্ট ফিচার, উন্নত ক্যামেরা, অ্যাডভান্স প্রসেসর এবং একাধিক স্টোরেজ অপশনের কারণে সংস্থাটির স্মার্টফোনগুলি ক্রেতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে। সেক্ষেত্রে, আপনিও যদি স্যামসাং স্মার্টফোনের ফ্যান হন এবং একটি নতুন স্যামসাং হ্যান্ডসেট কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটি বিরাট সুখবর! ই-কমার্স সাইট Amazon-এ এখন চলছে Great Freedom Festival সেল। এই সেলে স্যামসাংয়ের স্মার্টফোনগুলিকে ৪০% পর্যন্ত ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। আজ আমরা স্যামসাংয়ের এম সিরিজের ৫টি সেরা হ্যান্ডসেটের প্রসঙ্গে আলোচনা করবো। এগুলি কেনার সময় ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আর প্রাইম মেম্বাররা এম সিরিজের প্রত্যেকটি স্মার্টফোনের ক্ষেত্রেই ৬ মাসের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পলিসির সুবিধা পেয়ে যাবেন। আসুন স্যামসাংয়ের এম সিরিজের ৫টি স্মার্টফোনের দাম ও এদের বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Amazon Great Freedom Festival সেলে Samsung Galaxy M Series স্মার্টফোনের ওপর অফার

Samsung Galaxy M32: ১৩,৯৯৯ টাকা (১৮% ডিসকাউন্টের পর)

অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এম সিরিজের এই স্মার্টফোনের ওপর একাধিক লোভনীয় অফার দেওয়া হচ্ছে। সাথে ৬ মাসের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পলিসির সুবিধাও পাওয়া যাবে। এই স্মার্টফোনের প্রাথমিক ভ্যারিয়েন্টে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। থাকছে, কোয়াড-রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল) সেটআপ এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে, ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy M51: ১৯,৯৯৯ টাকা (৩১% ডিসকাউন্টের পর)

৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনে, ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন আছে। ফটোগ্রাফির জন্য ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy M42 5G: ২২,৯৯৯ টাকা (২৩% ডিসকাউন্টের পর)

এম সিরিজের এই ৫জি স্মার্টফোনে, ৬.৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে প্যানেল, ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বর্তমান। এছাড়া, ফটোগ্রাফির জন্য মিড-রেঞ্জের এই হ্যান্ডসেটে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেলের। আর সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর পাওয়া যাবে। রিয়ার এবং ফ্রন্ট উভয় ক্যামেরাই হাই-কোয়ালিটির ভিডিও রেকর্ডিংয়ের জন্য আদর্শ।

Samsung Galaxy M31: ১৪,৯৯৯ টাকা (২৫% ডিসকাউন্টের পর)

বাজেট সেগমেন্টের এই স্মার্টফোনে, ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৩৪০x১,০৮০ পিক্সেল) সুপার অ্যামোলেড ফুল এইচডি টাচস্ক্রিন আছে। এই ডিসপ্লে ১৬ মিলিয়ন কালার সাপোর্ট করে। এতে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ডিফল্ট রূপে পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে ফোনে, কোয়াড-রিয়ার ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল) সেটআপ এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। আর ডিভাইসকে দীর্ঘক্ষণ সক্রিয় রাখতে ৬,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy M21: ১৪,৪৯৯ টাকা (১৫% ডিসকাউন্টের পর)

স্যামসাং গ্যালাক্সি এম২১ স্মার্টফোনে, গরিলা গ্লাস প্রটেকশন সহ ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড টাচস্ক্রিন রয়েছে। এটিতে ডিফল্ট রূপে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকলেও, আপনারা এর স্টোরেজ ক্যাপাসিটিকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন। যাদের শখ ছবি তোলা, তাদের জন্যও ফোনটি আদর্শ। এতে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল সেন্সর সমেত ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এছাড়া, ২০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন