Sale: পুজোয় iPhone বা এই প্রোডাক্টগুলি ব্যাপক সস্তায় কিনুন Amazon, Flipkart থেকে

এই পুজোয় গ্রাহকদেরকে চুটিয়ে কেনাকাটার সুযোগ করে দিতে গতকাল অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে Amazon Great Indian Festival Sale (অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল) এবং Flipkart Big Billion Days Sale (ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল)। আর দুটি প্ল্যাটফর্মই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, টিভিসহ একাধিক প্রোডাক্টে আকর্ষণীয় ডিল, ডিসকাউন্ট এবং অফার প্রদান করছে। ফলে গ্রাহকরা এখন অতিশয় সস্তায় নিজেদের পছন্দের জিনিসগুলিকে ঘরে আনতে পারবেন। এদিকে সম্প্রতি Apple (অ্যাপল)-এর বহুপ্রতীক্ষিত iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ হওয়ায়, পুরোনো আইফোনগুলি ইদানীংকালে বিভিন্ন জায়গায় অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে যারা হালফিল iPhone 13 (আইফোন ১৩) কেনার প্ল্যান করছেন, তাদের জন্য উক্ত ফেস্টিভ সেলদুটি ব্যাপক ফায়দাজনক হতে পারে। তবে iPhone 13 ছাড়াও দুটি সেলেই বিভিন্ন নামজাদা ব্র্যান্ডের আরও অনেক প্রিমিয়াম এবং নজরকাড়া ডিভাইস ব্যাপক সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। এই প্রতিবেদনে আমরা এমনই কয়েকটি ইলেকট্রনিক গ্যাজেটের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি Amazon Great Indian Festival এবং Flipkart Big Billion Days Sale চলাকালীন অত্যন্ত কম দামে কেনা যাবে।

Amazon Great Indian Festival এবং Flipkart Big Billion Days-এ ব্যাপক সস্তা এই ১০টি প্রোডাক্ট

১. iPhone 13 (আইফোন ১৩): মাসের শুরুতে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হওয়ার পর দেখা গিয়েছে যে, এর অনেক ফিচারই আইফোন ১৩-এর অনুরূপ। ফলে এই মুহূর্তে অনেকেই আইফোন ১৩ মডেলটি কেনার দিকে ঝুঁকেছেন। ভিডিওগ্রাফি নিয়ে যারা নিত্যদিন চর্চা করেন, তাদের জন্য এই ডিভাইসটি এককথায় আদর্শ। এছাড়াও, এই ৫জি (5G) স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে দৈনন্দিন যাবতীয় কাজেরও নির্বিঘ্নে সমাধা করা যেতে পারে। সেল চলাকালীন ফ্লিপকার্ট থেকে স্মার্টফোনটির ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে হলে খরচ পড়বে ৫৭,৯৯০ টাকা।

২. Xbox Series S (এক্সবক্স সিরিজ এস): যদি কেউ প্রথমবার গেমিং কনসোল কেনার পরিকল্পনা করে থাকেন, তবে তাদের জন্য এক্সবক্স এস সিরিজ এককথায় আদর্শ। এটিতে ফিফা (Fifa) এবং ফোরজা (Forza) খুব সহজেই রান করানো যায়। সেক্ষেত্রে সকল অপেশাদার গেমারদের জানিয়ে রাখি, হালফিলে মাইক্রোসফট (Microsoft)-এর এক্সবক্স সিরিজ এস খুব কম দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। বিগ বিলিয়ন ডেজ সেলে এটি কিনতে হলে গ্রাহকদের ২৫,৯৯০ টাকা ব্যয় করতে হবে।

৩. Google Pixel 6a (গুগল পিক্সেল ৬এ): যারা ইদানীংকালে একটি ভ্যালু-ফর-মানি অ্যান্ড্রয়েড (Android) ফোনের সন্ধান করছেন, তারা পিক্সেল ৬এ কেনার কথা ভেবে দেখতে পারেন। ডিভাইসটি দুর্দান্ত ক্যামেরা, ক্লিয়ার ইউজার ইন্টারফেস, এবং একগুচ্ছ লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিচারসহ আসে। বর্তমানে ফ্লিপকার্টে ফোনটি ৩৪,১৯৯ টাকার বিক্রি হচ্ছে। তবে গ্রাহকরা অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় পেতে সক্ষম হবেন।

৪. OnePlus Buds Pro (ওয়ানপ্লাস বাডস প্রো): সম্প্রতি বাজারে প্রিমিয়াম টিডব্লুএস (TWS) ইয়ারবাডসের চাহিদা ব্যাপক পরিমাণে বেড়েছে। সেক্ষেত্রে যদি কেউ হালফিলে এই ধরনের ডিভাইস অনেকটাই সস্তায় পকেটস্থ করতে চান, তাহলে তারা ওয়ানপ্লাস বাডস প্রো কেনার কথা ভাবতে পারেন। অ্যামাজন থেকে এই মুহূর্তে এটি কিনতে হলে ক্রেতাদের ৯,৯৯০ টাকার পরিবর্তে ৬,৪৯০ টাকা খসাতে হবে। আইপি৫৫ (IP55) রেটিংপ্রাপ্ত প্রো ইয়ারবাডস অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC), কিউআই (Qi) ওয়্যারলেস চার্জিং সহ আরও একাধিক কার্যকর ফিচার অফার করে।

৫. Realme Buds Air 3 (রিয়েলমি বাডস এয়ার ৩): যারা ৫,০০০ টাকার কমে কোনো ওয়্যারলেস ইয়ারফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য রিয়েলমি বাডস এয়ার ৩ এককথায় আদর্শ। ডিভাইসটি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) সাপোর্ট করে এবং গ্রাহকরা রিয়েলমি লিঙ্ক (Realme Link) অ্যাপকে কাজে লাগিয়ে এটির সেটিংস পরিবর্তন করতে পারবেন। রিয়েলমি বাডস এয়ার ৩ বর্তমানে ফ্লিপকার্টে ৩,১৯৯ টাকায় উপলব্ধ।

৬. Echo Dot (3rd Gen, Black) + Wipro 9W LED Smart Color Bulb combo (কালো রঙের তৃতীয় প্রজন্মের ইকো ডট + উইপ্রো ৯ডব্লু এলইডি স্মার্ট কালার বাল্ব কম্বো): আসন্ন পুজোর মরশুম উপলক্ষে যারা নিজেদের বাড়িকে স্মার্ট হোম টেকনোলজির সাহায্যে আপগ্রেড করতে চাইছেন, তাদের জন্য এই অ্যালেক্সা (Alexa) স্মার্ট স্পিকার এককথায় আদর্শ। এই স্পিকার মারফত ব্যবহারকারীরা তাদের ভয়েস কম্যান্ড দিয়ে মিউজিক প্লে করার পাশাপাশি একাধিক স্মার্ট হোম প্রোডাক্টও কন্ট্রোল করতে পারবেন। বর্তমানে অ্যামাজন গ্রাহকদের জন্য এই স্পিকারের সাথে উইপ্রো ৯ডব্লু এলইডি স্মার্ট কালার বাল্বের একটি কম্বো নিয়ে এসেছে, যেটি কিনতে হলে খরচ পড়বে ১,৫৯৯ টাকা।

৭. Kindle 10th Gen (দশম প্রজন্মের কিন্ডল): সেল চলাকালীন বইপ্রেমীরা অতি সস্তায় এই ডিভাইসটি কেনার সুযোগ পাবেন। যারা জানেন না তাদেরকে বলে রাখি, অ্যামাজন কিন্ডল ব্যবহার করে খুব সহজে ডিজিটাল ফরম্যাটে থাকা বই, ম্যাগাজিন, সংবাদপত্র সহ যেকোনো ধরনের লিখিত নথি পড়া যায়। সেক্ষেত্রে দুর্দান্ত ব্যাটারি লাইফসহ আসা এই ডিভাইসটিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীরা অ্যামাজন কিন্ডল (Amazon Kindle) অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনামূল্যে বই ডাউনলোড করতে পারবেন। বর্তমানে অ্যামাজনে এটি ৬,৪৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

৮. Xiaomi Pad 5 (শাওমি প্যাড ৫): যারা হালফিলে কোনো লেটেস্ট অ্যান্ড্রয়েড ট্যাবলেট কেনার প্ল্যান করছেন, তাদের জন্য শাওমি প্যাড ৫ এই মুহূর্তে অন্যতম সেরা একটি বিকল্প। ডলবি ভিশন (Dolby Vision) এবং ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্টসহ আসা এই ডিভাইসটিতে ১০.৯৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। বর্তমানে অ্যামাজনে এর বেস ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

৯. Dyson V8 (ডাইসন ভি৮): আসন্ন পুজোর মরশুমে বাড়িঘর পরিষ্কার করার জন্য ডাইসন ভি৮ কর্ড-ফ্রি ভ্যাকুয়াম একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। উল্লেখ্য যে, চলতি সময়ে ডাইসনকে হোম অ্যাপ্লায়েন্সের দুনিয়ার অ্যাপল বলে মনে করা হয়। সেক্ষেত্রে ক্রেতারা নির্দ্বিধায় এই ডিভাইসটি কেনার কথা ভেবে দেখতে পারেন। একবার ফুল চার্জে এটি প্রায় ৪০ মিনিটের ব্যাকআপ অফার করে, যা খুব ভালো না হলেও কাজ চালানোর জন্য যথেষ্ট। ডাইসন ভি৮-এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারটি হল, এটির ম্যাক্স ক্লিনিং মোড (Max cleaning mode) জেদি দাগকে এক নিমেষেই সাফ করে দিতে পারে; তবে এটি ম্যাক্স মোডে মাত্র ৭ মিনিটের জন্য চলে। সেল চলাকালীন অ্যামাজন থেকে এই ইলেকট্রনিক গ্যাজেটটি কিনতে হলে খরচ পড়বে ২৯,৯০০ টাকা।

১০. Samsung Galaxy S22 5G (স্যামসাং গ্যালাক্সি এস২২ ৫জি): হালফিলে যারা কোনো প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন কেনার প্ল্যান করছেন, তারা বর্তমানে অ্যামাজন থেকে ৫২,৯৯৯ টাকায় স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি কিনে ফেলতে পারেন। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1) প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ বিদ্যমান।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

55 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

56 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

4 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago