Samsung ফোনে লোভনীয় অফার, ৪ হাজার টাকা ডিসকাউন্ট, ১৪ তারিখ পর্যন্ত অফার

ফ্লিপকার্টে শুরু হয়েছে মোবাইল বোনাঞ্জা সেল। ১৪ নভেম্বর পর্যন্ত চলা এই সেলে Samsung Galaxy F13 ফোনটি অনেকটাই সস্তায় বিক্রি হবে। এই ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ১৪,৯৯৯ টাকা। তবে Flipkart Mobile Bonanza সেলে হ্যান্ডসেটটি ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে মিলবে ৭৫০ টাকা পর্যন্ত ছাড়। আবার এক্সচেঞ্জ অফারে দেওয়া হবে ১০,৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ফলে আপনি যদি বাজেটের মধ্যে কোনো নতুন ফোন খোঁজ করে থাকেন, তাহলে এই অফারটি কাজে লাগাতে পারেন।

Samsung Galaxy F13 এর ফিচার ও স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে এআরএম মালি জি৫২ জিপিইউ সহ এক্সিনস ৮৫০ প্রসেসর।‌ এটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ বেসড ওয়ান ইউআই কাস্টম স্কিন উপলব্ধ।

স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডিসপ্লে, যার ডিজাইন ওয়াটার ড্রপ নচ। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর পিছনে তিনটি ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

পাওয়ার ব্যাকআপের কথা বললে Samsung Galaxy F13 ফোনে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। স্যামসাংয়ের এই ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।