2022 Yamaha FZ25, FZS25: ইয়ামাহার 250 সিসি বাইকের আপডেটেড ভার্সন ভারতে লঞ্চ হল

আজ ইয়ামাহা (Yamaha) তাদের FZ25 ও FZS25 এর আপডেটেড ভার্সন ভারতের বাজারে লঞ্চ করেছে 2022 আপডেটের অঙ্গ হিসেবে ২৫০ সিসির এই মোটরসাইকেল নতুন রঙে সেজে হাজির হয়েছে৷ নয়া রঙগুলির মধ্যে রয়েছে ম্যাট কপার এবং ম্যাট ব্ল্যাক৷ এই ডুয়েল টোন কালার অপশন বাইকের স্টাইলকে আরও স্পোর্টি করে তুলেছে৷ ইয়ামাহার বিশ্বাস, নতুন রঙগুলি গ্রাহকদের আকর্ষিত করতে সক্ষম হবে৷

2022 Yamaha FZ25 এর দাম ১,৩৮,৮০০ টাকা রাখা হয়েছে ৷ অন্য দিকে, 2022 Yamaha FZS25 এর দাম ধার্য করা হয়েছে ১,৪৩,৩০০ টাকা৷ FZ25 রেসিং ব্লু ও মেটালিক ব্ল্যাক এবং FZS25 নতুন ম্যাট ব্ল্যাক এবং ম্যাট কপার পেইন্ট অপশনে উপলব্ধ হবে৷ নান্দনিকতার পরিপূরক হিসেবে এতে কপার কালারের অ্যালয় রিম দেওয়া হয়েছে৷ আবার স্ট্যান্ডার্ড মডেলটি মোটো জিপি-অনুপ্রাণিত গ্রাফিক্সে মিলবে৷

নতুন কালার অপশন ছাড়া 2022 Yamaha FZ25 ও FZS25-এ আলাদা কিছু যোগ করা হয়নি৷ ইয়ামাহার কোয়ার্টার লিটার নেকেড স্ট্রিটফাইটার বাইক রেঞ্জটির ডিজাইন, ইঞ্জিন স্পেসিফিকেশন, হার্ডওয়্যার, এবং ফিচারগুলো সম্পূর্ণরূপে অপরিবর্তিত৷ 2022 Yamaha FZ25 ও FZS25 আগের মতোই দৌড়বে ২৪৯ সিসি এয়ার কুল্ড ইঞ্জিনে, এর থেকে ২০,৫ বিএইচপি এবং ২০.১ এনএম টর্ক পাওয়া যায়৷ এতে পাঁচটি গিয়ার রয়েছে৷

এছাড়া 2022 Yamaha FZ25 ও FZS25-এর ফিচারগুলির মধ্যে রয়েছে ডিস্ক ব্রেক (দু’দিকেই), ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি লাইট, নেগেটিভ এলসিডি কনসোল, এবং সাইড স্ট্যান্ড এবং ইঞ্জিন কাট অফ সুইচ৷ আবার টপ-স্পেকস S ভ্যারিয়েন্ট অর্থাৎ FZS25-এ ব্যবহারকারীরা লম্বা ভাইজর, হ্যান্ডেল গ্রিপের উপরে ব্রাশ গার্ড,  এবং গোল্ডেন অ্যালয় হুইলের সুবিধা পান৷