ভারতকে দূষণমুক্ত করতে দেশীয় সংস্থার সাথে জোট বাঁধল Amazon

ভারতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বসানোর ক্ষেত্রে অন্যতম পারদর্শী সংস্থা ম্যাজেন্টা মোবিলিটি (Magenta Mobility)-র সাথে হাত মেলাল বিশ্বের বৃহত্তম ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)-এর ভারতীয় শাখা। গাঁটছড়া বাঁধার লক্ষ্য, অ্যামাজনের অনলাইন ডেলিভারিতে দূষণহীন বৈদ্যুতিক গাড়ির আনাগোনা বৃদ্ধি। যাতে এ দেশে বায়ুদূষণের মাত্র কমিয়ে আনা যায়। ই-কমার্স সংস্থাটি জানিয়েছে এদেশে পণ্য গ্রাহকের গন্তব্যে পৌঁছে দিতে তারা ইলেকট্রিক টু, থ্রি, ও ফোর হুইলার ব্যবহার করবে।

ডেলিভারির ক্ষেত্রে ব্যাটারি চালিত যানবাহনের ব্যবহার বাড়াতে ইতিমধ্যেই Sun Mobility ও Mahindra Electric-এর সাথে জোট বেঁধেছে অ্যামাজন। ২০২০ সালেই তারা ঘোষণা করেছিল ২০২৫-এর মধ্যে ডেলিভারির জন্য নিজেদের ঝুলিতে ১০,০০০ ইভি যোগ করবে। প্যারিস চুক্তির ১০ বছর আগে অর্থাৎ ২০৪০-এর মধ্যে  কার্বন নির্গমনের মাত্রা শূন্যে নামানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে অ্যামাজন। আবার অ্যামাজন গ্লোবাল কমিটি ২০৩০-এর মধ্যে ১,০০,০০০ বৈদ্যুতিক গাড়ি ডেলিভারির জন্য ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে।

ম্যাজেন্টার সাথে এই জোট পরিবেশ দূষণ রোধে অ্যামাজনকে নিজের লক্ষ্য পূরণ করতে সহায়তা করবে বলে মনে করছে তারা। এই প্রসঙ্গে ম্যাজেন্টার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর ম্যাক্সসন লেবিস বলেন, “অ্যামাজন ইন্ডিয়ার বৈদ্যুতিক গাড়ির ব্যবহারের প্রথম পদক্ষেপ ম্যাজেন্টার সাথে জোট। হায়দ্রাবাদে লঞ্চের পর অ্যামাজনের সাথে আমাদের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে। যা বেঙ্গালুরুতে শুরু হয়েছিল। অ্যামাজনের ডেলিভারির জন্য বৈদ্যুতিক গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়াতে এবং ই-কমার্স শিল্পকে পরিবেশ বান্ধব করে তুলতে উৎসাহিত করবে এই জোট।”

অন্য দিকে, অ্যামাজন ইন্ডিয়ার ডিরেক্টর অভিনব সিং বলেন, “অ্যামাজন ইন্ডিয়াতে আমরা এমন একটি যোগান শৃঙ্খল তৈরি করব যা পরিবেশের উপর কুপ্রভাব কমিয়ে আনবে। ২০২৫-এর মধ্যে আমাদের লক্ষ্য ১০,০০০ ইভি যোগ করা। ম্যাজেন্টা মোবিলিটির সাথে আমাদের জোট গ্রাহকদের পরিবেশবান্ধব উপায়ে পণ্য সরবরাহ করতে সাহায্য করবে। এই উদ্যোগ বৈদ্যুতিক পরিবহন চালনা করতে এবং হায়দ্রাবাদে আরো দীর্ঘস্থায়ী প্রক্রিয়া চালানোর জন্য একটি বৈদ্যুতিক ইকোসিস্টেম তৈরি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।”