অ্যামাজন থেকে ১ কোটি টাকার আইফোন চুরি করে ধৃত দুই কর্মচারী

Amazon India – ভারতের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম। বাড়ি বসে জিনিস কেনার জন্য অনেকেই এই মাধ্যমটিকে ভরসা করেন। মার্কিনি ই-কমার্স সংস্থার এই ভারতীয় শাখাটির,…

Amazon India – ভারতের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম। বাড়ি বসে জিনিস কেনার জন্য অনেকেই এই মাধ্যমটিকে ভরসা করেন। মার্কিনি ই-কমার্স সংস্থার এই ভারতীয় শাখাটির, এদেশে প্রায় ১৫০ মিলিয়নের কাছাকাছি মাসিক ইউজারবেসও রয়েছে। কিন্তু সংস্থার কর্মচারীরা ঠিক কতটা বিশ্বাসযোগ্য – সেই নিয়ে এবার প্রশ্ন উঠছে! সম্প্রতি কোম্পানির হরিয়ানার গুদাম (warehouse) থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার হয়েছে দুই কর্মচারী। অভিযুক্তরা প্রায় ৭৮টি স্মার্টফোন চুরি করেছে বলে অভিযোগ রয়েছে, যার দাম এক কোটি টাকা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে আনসার উল হক ও নবাব সিং নামের ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে গুরগাঁও পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি হওয়া মোবাইলের মধ্যে ৩৮টি ফোন উদ্ধার হয়েছে, যার মধ্যে সবকটিই আইফোন মডেল বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত আগস্ট মাসে, গুদামের রুটিন ইনস্পেকশনের সময় দেখা যায় ৭৮টি স্মার্টফোনের বাক্সে কোনো ডিভাইস নেই। এরপর আনসার ও নবাব চাকরি ছেড়ে দেয় এবং সন্দেহের তীর যাতে তাদের দিকে না ঘোরে, সেজন্য বহুরকম চেষ্টা চালায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। গত সপ্তাহে তারা পুলিশের জালে ধরা পড়ে।

আসলে, করোনার জেরে কোম্পানির ওয়্যারহাউসে সিকিউরিটি চেকিং ব্যবস্থা শিথিল করে দেওয়া হয়। ফলে, ডিউটি শেষ করে যখন কর্মীরা গুদাম থেকে বাড়ি যাওয়ার জন্য বেরোন, ওই সময় তাদের চেক করা হয়নি। আর এই সুযোগটিকে কাজে লাগিয়েই প্রায় এক কোটি টাকার স্মার্টফোন চুরি করে ওই দুই কর্মচারী। গুরগাঁও পুলিশের পিআরও সুভাষ বোকেন জানিয়েছেন, ধৃতেরা চোরাই ফোনগুলি তাদের বাড়িতে লুকিয়ে রেখেছিল এবং সেগুলি বিক্রি করার বিভিন্ন চেষ্টা করেছিল। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্তরা এই ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের নামও প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, শিগগিরই ওই কর্মচারীদেরও গ্রেপ্তার করা হবে এবং বাকি ৪০টি ফোন উদ্ধার করা হবে।