Vivo S10 (V2121A) কে লঞ্চের আগেই দেখা গেল TENAA সার্টিফিকেশন সাইটে, বিশেষত্ব জেনে নিন

Vivo তাদের সেলফি সেন্ট্রিক S10 সিরিজের স্মার্টফোন আগামী ১৫ জুলাই চীনে লঞ্চ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। Vivo S9 সিরিজের সাক্সেসর হিসেবে Vivo S10 লাইনআপের অধীনে Vivo S10 ও Vivo S10 Pro নামে দু’টি হ্যান্ডসেট আসছে। তবে এই সিরিজ লঞ্চের আগেই V2121A মডেল নম্বরের একটি Vivo স্মার্টফোন TENAA অথরিটির সাইটে প্রতীয়মান হল। এটি Vivo S10 সিরিজের কোনও স্মার্টফোনের মডেল নম্বর বলে এখন জল্পনা চলছে।

TENAA-র শংসাপত্র পাওয়া Vivo V2121A স্মার্টফোনে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লে, ৫জি কানেক্টিভিটি, ৩,৯৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ফোনটির পরিমাপ ১৫৮.২০x৭৩.৬৭x৭.২৯ মিমি। ডিভাইসটি ভিভো এস ১০ নাকি ভিভো এস ১০ প্রো, তা নিয়ে এখনও সংশয় বর্তমান। তবে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই TENAA-র লিস্টিং সম্পূর্ণ স্পেসিফিকেশনের সাথে আপডেট হবে বলে আশা করা যায়। যাই হোক, টিপস্টারদের থেকে ভিভো এস ১০ সিরিজ নিয়ে কী কী টিপস পাওয়া গেছে, সেই নিয়ে এবার আলোচনা করা যাক।

Vivo S10 সিরিজ স্পেসিফিকেশন

ভিভো এস১০ সিরিজের স্মার্টফোনে ৬.৪৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখা যেতে পারে। ডিসপ্লের মধ্যেকার নচে ৪৪ মেগাপিক্সেল মেইন + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ থাকতে পারে।

ভিভো এস১০ সিরিজের হ্যান্ডসেটের পিছনে পাওয়া যেতে পারে তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি ইংরেজি এল আকৃতিতে বসানো থাকবে। উপরের প্রাইমারি সেন্সর এবং নীচের সেকেন্ডারি সেন্সরের মাঝে এলইডি ফ্ল্যাশ থাকবে। প্রাইমারি ক্যামেরা হতে পারে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। তবে বেস ভ্যারিয়েন্টে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যেতে পারে।

ভিভো এস১০ সিরিজের দু’টি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ১১০০ প্রসেসরের ব্যবহার করা হবে। সেইসঙ্গে এই ফোনে থাকবে ৮ জিবি / ১২ জিবি র‌্যাম এবং অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম (প্রয়োজনে ইন্টারনেল স্টোরেজের ফাকা জায়গা র‌্যাম হিসেবে ব্যবহার করবে)। ফোনে অ্যান্ড্রয়েড ১১ এবং অরিজিনওএস কাস্টম স্কিন প্রিইনস্টল করা হবে।

Vivo S10 সিরিজের হ্যান্ডসেটে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, এটি নিয়ার ফিল্ড কমিউনিকেশনস (এনএফসি) ফিচার সহ আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন