Amazon Mobile Savings Days: ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফারের সাথে কিনে নিন Redmi Note 10, Samsung Galaxy M31

জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon -এর অফিসিয়াল ওয়েবসাইটে আজ থেকে শুরু হল Mobile Savings Days সেল। সেলটি আজ অর্থাৎ ১৬ই অগাস্ট থেকে ১৯শে অগাস্ট পর্যন্ত লাইভ থাকবে। তবে সেলের সময় সীমিত হলেও, অফারের কমতি নেই। ৪ দিন ব্যাপী Amazon Mobile Savings Days সেলে ‘টপ-সেলিং’ স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজের ওপর ৪০% পর্যন্ত বাম্পার ডিসকাউন্ট দেওয়া হবে। সাথে থাকছে, নো-কস্ট ইএমআই, স্ট্যান্ডার্ড ইএমআই, এক্সচেঞ্জ বোনাস, ডিসকাউন্ট কুপনের মতো বেশ কিছু লাভদায়ক অফার। এই সেলে Citi ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড এবং Induslnd ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এই দুটি ব্যাঙ্ক বাদে আরো কয়েকটি বাছাই করা ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রেও ডিসকাউন্ট পাওয়া যাবে। সেল শুরুর প্রথম দিনে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেরা ডিলসের সাথে উপলব্ধ কয়েকটি স্মার্টফোনের প্রসঙ্গে জানাবো।

Amazon Mobile Savings Days সেলে সেরা অফারের সাথে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

OnePlus 9 5G: এই স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। তবে অ্যামাজন মোবাইল সেভিং সেলে ফোনটি ডিসকাউন্ট কুপনের সাথে ৪,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। সাথে দেওয়া হবে ১৩,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আর থাকছে নো-কস্ট ইএমআই -এর সুবিধা। আবার, স্ট্যান্ডার্ড ইএমআই -এর অধীনে ফোনটি কিনলে প্রতি মাসে ২,৩৫৪ টাকা কিস্তি শোধ করতে হবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে ৩,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Mi 11X 5G: এমআই ১১এক্স ৫জি স্মার্টফোনের প্রকৃত মূল্য ৩৩,৯৯৯ টাকা হলেও, সেল চলাকালীন এটিকে ৪,০০০ টাকার ছাড়ের সাথে ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। ক্রেতারা যদি তাদের পুরোনো হ্যান্ডসেট বদলে এই নয়া স্মার্টফোনকে কিনতে চান তাহলে ১৮,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন। সুদ ছাড়া কিস্তিতে পেমেন্ট করার জন্য থাকছে নো-কস্ট ইএমআই -এর সুবিধা। SBI ক্রেডিট কার্ড হোল্ডারদের ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy M31: ১৫,৯৯৯ টাকা দামের স্যামসাং গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে এখন সেলে ৫,০০০ টাকার ডিসকাউন্টের সাথে ১৪,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকে কিনলে ১৩,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হবে। সাথে নো-কস্ট ইএমআই এবং মাসিক ৭০৬ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই -এর সুবিধা উপলব্ধ থাকছে। আবার, Citi ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে ক্রেতারা ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Redmi Note 10: অ্যামাজন সেলে, রেডমি নোট ১০ স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২,৫০০ টাকা ডিসকাউন্টের সাথে ১৩,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। ফোনটির ওপর ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার হওয়া হচ্ছে। থাকছে নো-কস্ট ইএমআই -এর সুবিধা। আর স্ট্যান্ডার্ড ইএমআই -এর অধীনে পেমেন্ট করলে প্রতি মাসে ৬৩৫ টাকা কিস্তি শোধ হবে। HSBC ব্যাঙ্কের ক্যাশব্যাক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ফ্ল্যাট ৫% ডিসকাউন্ট দেওয়া হবে।

Realme X7: ২১,৯৯৯ টাকা দামের রিয়েলমি এক্স৭ স্মার্টফোনকে সীমিত সময়ের জন্য ২,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ১৯,৯৯৯ টাকায় কিনতে পারা যাবে। এটি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। পুরোনো হ্যান্ডসেটের পরিবর্তে এটিকে কিনলে ১৩,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে ক্রেতাদের। আবার মাসিক ৯৪১ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই -এর সুবিধাও পেয়ে যাবেন আপনারা। শুধু তাই নয়, Citi ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলবে ১০% (প্রায় ১,০০০ টাকা) ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন