Amazon-এর চাকরির অফার পেয়েছেন? সাবধান! প্রতারিত হয়েছেন শতাধিক মানুষ

সময়ের সাথে পাল্লা দিয়ে সাইবার ক্রাইম বা অনলাইন জালিয়াতির ঘটনাও বেশ বেড়েই চলেছে। ভুয়ো কল/মেসেজ, ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন, হোয়াটসঅ্যাপ (WhatsApp) স্ক্যামের মত নানা অযাচিত ফাঁদে পড়ে কার্যত নাজেহাল হচ্ছেন স্মার্টফোন তথা ইন্টারনেট ইউজাররা। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনার কাছে যদি Amazon কোম্পানির সাথে সম্পর্কিত কোনো চাকরির অফার আসে, তাহলে সেটি নিয়ে এগিয়ে যাওয়ার আগে একটু সতর্ক হন। আসলে এখন প্রতারকরা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য নানা রকম ফন্দি-ফিকির বের করছে, আর জালিয়াতির এমনই একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন চাকরির টোপ যেখানে Amazon-এর মত বড় তথা জনপ্রিয় কোম্পানির নাম নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম PTI-এর রিপোর্ট অনুযায়ী, Amazon-এর নামযুক্ত ভুয়ো চাকরির কারণে এক তরুণী ৩ লাখ টাকারও বেশি খুইয়েছেন; শুধু তাই নয়, গত পাঁচ মাসে এই Amazon জব স্ক্যাম থেকে ১০০ জনেরও বেশি লোক প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে।

অনলাইন ওয়েবসাইটে চাকরির আবেদন করার সময় সতর্ক হন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এক ২০ বছর বয়সী তরুণী প্রতারণায় ৩.১৫ লক্ষ টাকা হারানোর পরে দিল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ওই তরুণী একটি আন্তর্জাতিক নম্বর থেকে একটি মেসেজ পেয়েছিলেন যেখানে প্রতারক অ্যামাজন এক্সিকিউটিভের নাম করে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়। এখন প্রশ্ন হচ্ছে যে, কীভাবে এত বড় কোম্পানির নামে রমরমিয়ে চলছে প্রতারণা?

জানা গিয়েছে যে, এই ধরণের প্রতারণার জন্য স্ক্যামাররা naukri.com এবং Shine.com-এর মত চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে ভিক্টিমদের যোগাযোগের বিশদ সংগ্রহ করেছিল। একইসাথে এই স্ক্যামাররা কিছু সফ্টওয়্যার ডেভেলপারদের সহায়তায় অ্যামাজনের একটি জাল ওয়েবসাইট তৈরি করে এবং কিছু মানুষকে চাকরির অফার পাঠায়। এমনকি জিনিসটিকে বাস্তব দেখাতে ভিক্টিমদের কিছু কাজ করতেও বলা হয়; পরবর্তী সময়ে এইসব মানুষদের প্রতারকরা একটি ভার্চুয়াল ওয়ালেট তৈরি করতে বলে, যার মাধ্যমে তাদের টাকা হাতিয়ে নেওয়া হয় এবং তা বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করা হয়। স্বস্তির বিষয় এটাই, এই ঘটনায় দিল্লি পুলিশের দল চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে যে স্ক্যামাররা এতে মোট ৩.৫ কোটি লেনদেন করেছে।

অনলাইন চাকরি কেলেঙ্কারি থেকে কীভাবে নিরাপদ থাকবেন?

অনলাইন চাকরি সংক্রান্ত কেলেঙ্কারি থেকে বাঁচতে প্রথমে এই পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল রাখবেন যে, অ্যামাজনের মত বড় প্রযুক্তি কোম্পানিগুলি কখনই অপ্রফেশনাল পদ্ধতিতে (কল বা হোয়াটসঅ্যাপ বা এসএমএসে) কোনো মেসেজ পাঠাবেনা বা আপনাকে অস্বাভাবিক কোনো জিনিস করতে বলবেনা। এছাড়াও নিয়োগের যে একটি দীর্ঘ প্রক্রিয়া আছে সেটাও মাথায় রাখা দরকার। এক্ষেত্রে কোনো চাকরির অফার সম্পর্কে সন্দিহান হলে সেটি সম্পর্কে ইন্টারনেট বা লিঙ্কড্ ইন (LinkedIn)-এর মাধ্যমে চেক করুন।