Amazon Prime Day Sale 2024: নতুন লঞ্চ সহ এই ফোনগুলি অফারে কেনা যাবে অ্যামাজন প্রাইম ডে সেলে

আগামী ১৬ই জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অ্যামাজনে চলবে অ্যামাজন প্রাইম ডে সেল। এই সময় প্রাইম সদস্যরা ফ্যাশন থেকে স্মার্টফোনের মতো বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন…

আগামী ১৬ই জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অ্যামাজনে চলবে অ্যামাজন প্রাইম ডে সেল। এই সময় প্রাইম সদস্যরা ফ্যাশন থেকে স্মার্টফোনের মতো বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন দুর্দান্ত ছাড়ে। ই-কমার্স সংস্থাটি সেল শুরু হওয়ার আগেই কিছু লেটেস্ট স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করেছে, এর মধ্যে এমন কিছু স্মার্টফোনও আছে যেগুলি আসন্ন সেলেই লঞ্চ হবে।

আর এই তালিকার মধ্যে স্যামসাং, মোটোরোলা, ওয়ানপ্লাস, শাওমি, আইকো, অনার, রিয়েলমি এবং লাভার মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের লেটেস্ট মডেল পাওয়া যাবে অবিশ্বাস্য ছাড়ে। এছাড়াও, এগুলির সাথে থাকবে ২৪ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার, ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং নিশ্চিত ডেলিভারি সহ আরো অনেক কিছু। তাই যারা এই সময় স্মার্টফোন পরিবর্তন করতে চান বা নতুন স্মার্টফোন কিনতে চান, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না। আসুন আসন্ন সেলে উপলব্ধ ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।

অ্যামাজন সেলে উপলব্ধ স্মার্টফোনের তালিকা

  • স্যামসাং গ্যালাক্সি এম৩৫

এই স্মার্টফোনে আছে একটি অসাধারণ ক্যামেরা, অত্যাশ্চর্য ডিসপ্লে এবং নিয়মিত ওএস আপডেটের নিশ্চয়তা সহ স্যামসাং সফটওয়্যার। বলা বাহুল্য, এই সেগমেন্টের সেরা স্মার্টফোন এটি, আর প্রাইম ডে সেল চলাকালীন ক্রেতারা কিছু দুর্দান্ত ডিল ও ডিসকাউন্ট সহ এটি কিনতে পারবেন।

  • আইকো জেড ৯ লাইট ৫জি

এই ডিভাইসে আছে শক্তিশালী হার্ডওয়্যার এবং লেটেস্ট ৫জি প্রযুক্তির সংমিশ্রণ, যা এই ডিভাইসটিকে একটি মসৃণ অভিজ্ঞতা প্রদান করে। আর যারা উন্নত কর্মক্ষমতা সম্পন্ন স্মার্টফোন খুঁজছেন এই ডিভাইসটি তাদের জন্য উপযুক্ত হতে পারে।

  • মোটোরোলা রেজার ৫০ আলট্রা

মোটোরোলার এই ফ্লিপ ফোনটি মসৃন ডিজাইন, কার্যকারিতা এবং এর ডিসপ্লের জন্য বেশ জনপ্রিয়। আর, এআই-এর মতন ফিচার বিশিষ্ট এই ডিভাইসটির সাহায্যে ব্যবহারকারীর দৈনন্দিন কাজ অনেক সহজ হয়ে যাবে। জানিয়ে রাখি, এই ডিভাইসটির প্রারম্ভিক মূল্য ৮৯,৯৯৯ টাকা, এছাড়াও এর সাথে পাওয়া যাবে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়। উল্লেখ্য, ১০ জুলাই থেকে এই ডিভাইসটি রিজার্ভ করা যাচ্ছে।

  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪লাইট ৫ জি (আল্ট্রা অরেঞ্জ)

আসন্ন প্রাইম ডে সেলে এই ডিভাইসটির একটি অসাধারণ কমলা রং-এর ভ্যারিয়েন্ট উপলব্ধ হবে। যাতে আছে ফার্স্ট চার্জিং ফিচার এবং অ্যামোলেড ডিসপ্লে সহ একাধিক সুবিধা। এছাড়াও, এটি দুর্দান্ত কর্মক্ষমতাও অফার করে।

  • রেডমি ১৩ ৫জি

এন্ট্রি লেভেলের এই ৫জি স্মার্টফোনটির ডিজাইন অসাধারণ। এছাড়াও এটি অতুলনীয় কর্মক্ষমতাও প্রদান করে। গত ৯ জুলাই লঞ্চ হওয়া এই ডিভাইসটির অর্কিড পিঙ্ক ভ্যারিয়েন্টটি এখন পাওয়া যাবে আসন্ন প্রাইম ডে সেলে।

  • অনার ২০০ সিরিজ

উন্নত ক্যামেরা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক সফটওয়্যার সমন্বিত এই সিরিজের ডিভাইসগুলি ফটোগ্রাফারদের জন্য বেশ উপযুক্ত। উল্লেখ্য, এই সিরিজের ডিভাইসগুলি প্রাইম ডে সেলে পাওয়া যাবে।

  • লাভা ব্লেজ এক্স

অত্যাশ্চর্য ডিজাইন, নির্ভরযোগ্য কর্মক্ষমতা এবং উজ্জ্বল ডিসপ্লে সমন্বিত স্মার্টফোন হল লাভা ব্লেজ এক্স। যেটি সেলে কিছুটা কম দামে কেনা যাবে।

  • রিয়েলমি জিটি ৬টি (মিরাক্যাল পার্পেল)

উজ্জ্বল ডিসপ্লে এবং উন্নত কর্মক্ষমতার জন্য বিশেষ পরিচিত এই ডিভাইসটি সেলে নতুন একটি বেগুনি রঙের ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।

এছাড়াও, অ্যামাজন প্রাইম ডে সেলে ওয়ানপ্লাস ১২আর ৫জি ফ্ল্যাগ শিপ স্মার্টফোনের একটি নতুন ভ্যারিয়েন্টও লঞ্চ হবে।