রিমোট টিপে হবে অন-অফ কিংবা স্পিড পরিবর্তন! ৩,০০০ টাকারও কমে উপলব্ধ এই সিলিং ফ্যানগুলি কিনবেন?

“উফ, কি গরম!” – বর্তমানে আশেপাশে যেদিকেই তাকানো যাক না কেন, সকলের মুখে এই একই কথা শোনা যাচ্ছে। চলতি সময়ে গ্রীষ্মের ভয়াবহ দাবদাহে চাঁদিফাটা রোদ্দুরে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। যাদের বাড়িতে এয়ার কন্ডিশনার বা এসি রয়েছে, তারা ঠান্ডার আমেজ উপভোগ করতে পারলেও যাদের নেই তাদের তুলনামূলকভাবে সিলিং ফ্যানই ভরসা। এ দেশের প্রায় প্রত্যেকটি বাড়িতেই সারাদিন ধরে মাথার ওপর বনবন করে ঘুরে চলেছে সিলিং ফ্যান। তাই কন্ডিশনার, কুলারের মতো মেশিন থাকা সত্ত্বেও এই জিনিসটিকে ভুলে থাকা কিন্তু একেবারেই সম্ভব নয়।

তবে সিলিং ফ্যান ব্যবহারের ক্ষেত্রে একটা মুশকিল হল, ফ্যানের স্পিড কম কিংবা বেশি করার জন্য বারবার স্যুইচ বোর্ডের কাছে উঠে যেতে হয়, যা অনেক সময়ই মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এই সমস্যা দূর করতে বিগত কয়েক বছরে মার্কেটে এমন কিছু সিলিং ফ্যানের আবির্ভাব ঘটেছে, যেগুলিকে রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায়। অর্থাৎ, আপনি শুয়ে শুয়েই ফ্যান অন বা অফ, অথবা ফ্যানের স্পিড কমাতে কিংবা বাড়াতে পারবেন; আপনার বিছানা ছেড়ে ওঠার আর কোনো প্রয়োজন হবে না।

স্পষ্টতই আরামপ্রিয় মানুষরা নিঃসন্দেহে এই ধরনের ফ্যানগুলিকে খুবই পছন্দ করবেন। আপনিও কি এই দলে আছেন নাকি? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কারণ এখানে আমরা এরকমই দুটি রিমোট কন্ট্রোলড সিলিং ফ্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেগুলি তিন হাজার টাকারও কম দামে ঘরে আনা যেতে পারে। অর্থাৎ, সাশ্রয়ী মূল্যে আরামসে ঠান্ডা হাওয়া খেতে হলে আপনি এই ফ্যানগুলি কেনার কথা ভেবে দেখতে পারেন। তাহলে চলুন, এই সিলিং ফ্যান দুটির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

১. Atomberg Efficio Energy Saving 5 Star Rated 900 mm BLDC Motor with Remote 3 Blade Ceiling Fan (White): এই ফ্যানটি বর্তমানে ই-কমার্স সাইটগুলিতে ২,৯১৬ টাকায় উপলব্ধ। ফ্যানটির সাথে একটি রিমোট দেওয়া হয়, যেটির সাহায্যে এটিকে কন্ট্রোল করা যায়। এতে ৩টি ব্লেড বিদ্যমান হবে।

২. Paras Green PG. Sunny – Solar DC Remote Control CeilingFan, 35 (White) 1200 mm Energy Saving 3 Blade Ceiling Fan: রিমোট কন্ট্রোল দ্বারা চালিত এই ফ্যানটি ই-কমার্স সাইট থেকে কিনতে হলে খরচ পড়বে ২,৬৩৩ টাকা। এতেও ৩টি ব্লেড থাকবে এবং এর পাওয়ার কনজাম্পশন হবে ৩৫ ওয়াট। একইভাবে এতে ৩৭৫ আরপিএমের মোটর স্পিড মিলবে।