১০ হাজার টাকার কমে Redmi, Realme, Samsung ফোন, চলছে Amazon Smartphone Upgrade সেল

গত মাসের ন্যায় চলতি মাসেও Smartphone Upgrade Sale নিয়ে হাজির হল Amazon। সীমিত সময়ের এই সেলে বেশ কয়েকটি সেরা বাজেট রেঞ্জের স্মার্টফোনকে ১০,০০০ টাকারও কমে পকেটস্থ করে নেওয়া যাবে। আবার ডিসকাউন্টের সাথে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই এবং SBI কার্ড অফার উপলব্ধ আছে। অতএব, আপনি যদি আপনার পুরোনো হ্যান্ডসেটকে আপগ্রেড করতে চান, তবে এর থেকে উত্তম সুযোগ আর পাবেন না। আসুন অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড সেলে কোন কোন স্মার্টফোনের ওপর কি কি অফার দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক।

Amazone Upgrade Sale এর অফার

Tecno Spark 7T: অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড সেল-এ ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসা টেকনো স্পার্ক ৭টি স্মার্টফোনটিকে মাত্র ৮,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে। এর সাথে ৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। ফলে গ্রাহকেরা যদি তাদের পুরোনো হ্যান্ডসেটের বদলে এই পুরো এক্সচেঞ্জ ভ্যালুটি পেয়ে যেতে সক্ষম হন, তাহলে এই ফোনটিকে কিনতে মাত্র ৪৯৯ টাকা খসাতে হবে। অন্যদিকে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকদের ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া, নো-কস্ট ইএমআইয়ের সুবিধাও উপলব্ধ থাকছে।

Realme narzo 30A: এই সেলে রিয়েলমি নারজো ৩০এ স্মার্টফোনটির ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটিকে এখন, ৮,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাচ্ছে। আর যেহেতু এই মডেলটির সাথে ৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে, সেহেতু গ্রাহকেরা যদি এই পুরো এক্সচেঞ্জ অ্যামাউন্টটি পেয়ে যান, তবে তাদের মাত্র ৪৯৯ টাকা দিতে হবে ফোনটিকে কেনার জন্য। এরই সাথে, SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে থাকছে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া, এই হ্যান্ডসেটটিকে কেনার ক্ষেত্রেও পাওয়া যাবে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।

Samsung Galaxy M01 Core: স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর এখন মাত্র ৬,১৯৯ টাকায় কেনা সম্ভব। এটি স্মার্টফোনটির ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম। খরিদ্দারীর সময়ে এটির সাথে ৫,৮৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেয়ে যাবেন গ্রাহকেরা। ফলে পুরো এক্সচেঞ্জ অফারটির লাভ ওঠাতে পারলে কেবল ৩৪৯ টাকায় এই ফোনটিকে কিনে নেওয়া যাবে। অন্যদিকে, শপিং -এর সময়ে SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে দেওয়া হবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। জানিয়ে রাখি, নো-কস্ট ইএমআই অফারও এতে সামিল করা হয়েছে।

Redmi 9A: ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যুক্ত রেডমি ৯এ স্মার্টফোনটির দাম Amazon Smartphone Upgrade সেলে ৬,৭৯৯ টাকা রাখা হয়েছে। এই ফোনটির সাথে ৬,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে, মডেলটির বিক্রয় মূল্যের থেকে পুরো এক্সচেঞ্জ অ্যামাউন্টটিকে বাদ দেওয়া হলে, এটিকে মাত্র ৩৪৯ টাকার বিনিময়ে কেনা যাবে। এরই সাথে পেমেন্টের সময় SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতাদের দেওয়া হবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া, কিস্তিতে টাকা দিতে চাইলে নো-কস্ট ইএমআই অপশনও পাওয়া যাবে।

Samsung Galaxy M11: অ্যামাজনের এই সেলে, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে আসা স্যামসাং গ্যালাক্সি এম ১১ স্মার্টফোনটির বিক্রয় মূল্য, ৮,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। ফোনটির সাথে ৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এই অফারের দরুন গ্রাহকেরা যদি পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যেতে সক্ষম হন তাহলে, উক্ত স্যামসাং ফোনটিকে মাত্র ৪৯৯ টাকা ব্যয় করে কিনে নেওয়া যাবে। অন্যদিকে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে পাওয়া যাবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আর অন্যান্য হ্যান্ডসেটের মতো এটিতেও নো-কস্ট ইএমআইয়ের সুবিধা উপলব্ধ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন