চাপ বাড়লো চীনের উপর, ২১ জুলাই থেকে অ্যামাজন দেখাবে কোন প্রোডাক্ট কোন দেশে তৈরী

এবার প্রোডাক্টের “কান্ট্রি অফ অরিজিন” দেখাবে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী ২১শে জুলাই থেকে কিছু কিছু প্রোডাক্টের উৎস দেখতে পাবেন ভারতের Amazon ইউজাররা। সংস্থার তরফে সেলারদের ইমেইল পাঠিয়ে আগামী ১০ই আগস্টের মধ্যে সমস্ত নতুন এবং এক্সিস্টিং প্রোডাক্টের উৎস দেশ সম্পর্কে তথ্য আপডেট করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ভারত সরকারের বাণিজ্য মন্ত্রক আগামী ২১শে আগস্টের মধ্যে সমস্ত ই-কমার্স রিটেলারদের অনলাইন প্লাটফর্মে বিক্রি হওয়া প্রতিটি প্রোডাক্টের “কান্ট্রি অফ অরিজিন” অর্থাৎ উৎস সম্পর্কে তথ্য উল্লেখ করতে বলেছিল। এর ফলে বিদেশি পণ্য বিক্রি কমবে বলেই মনে করা হচ্ছে। বেশ কয়েকদিন আগে থেকেই অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী, ফ্লিপকার্ট সরকারি নির্দেশ মেনে প্রোডাক্টের উৎস দেখাতে শুরু করেছে। আর এক জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম স্ন্যাপডিল-ও প্রোডাক্টের “কান্ট্রি অফ অরিজিন” উল্লেখ করেছে।

অ্যামাজন ইন্ডিয়া দাবি করেছে, তার প্ল্যাটফর্মে প্রায় ৫০ মিলিয়নের বেশি প্রোডাক্ট রয়েছে। সূত্রের খবর, সংস্থাটি সেলারদের ইমেইল পাঠিয়ে তাদের অ্যাপ এবং ওয়েবসাইটে তালিকাভুক্ত সমস্ত প্রোডাক্টের উৎস উল্লেখ করতে বলেছে। এই নির্দেশটি অ্যামাজনের অংশীদার ক্লাউডটেল ইন্ডিয়া এবং অ্যাপারিও রিটেইলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সেলারদের ইমেল, অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস এবং এমনকি অ্যামাজনের গ্রাহকদের যোগাযোগ নম্বর সহ প্রোডাক্ট আমদানিকারীর যোগাযোগের বিশদ সরবরাহ করতে বলা হয়েছে। সেলারদের সতর্ক করা হয়েছে, যদি ১০ই আগস্টের মধ্যে তারা এই তথ্য আপডেট না করে তবে তাদের প্রোডাক্টের তালিকা স্থগিত করা হবে।