৪০ শতাংশ পর্যন্ত ছাড়, Redmi 9A, OnePlus Nord 2 সহ এই স্মার্টফোনগুলি বছর শেষে কম দামে পাওয়া যাচ্ছে
আজ বড়োদিন। সেই উপলক্ষে ক্রেতাদের খুশি করতে বছরের প্রায় শেষের দিকে এসে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-ও বড়োসড়ো খুশির খবর নিয়ে হাজির হল। আসলে সংস্থাটি এই বছরের শেষ সেল হিসেবে Amazon Smartphone and TV upgrade sale নিয়ে এসেছে। এই সেলে বহু সংখ্যক লেটেস্ট স্মার্টফোন, অ্যাক্সেসরিজ এবং টিভিতে দুর্দান্ত ডিল এবং অফার পাওয়া যাবে, যদিও এই প্রতিবেদনে আমরা মূলত স্মার্টফোনে উপলব্ধ অফারগুলির ওপরই বিশেষভাবে আলোকপাত করব। এই ইয়ার-এন্ড সেলটি আজ ২৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সেলে ক্রেতারা Redmi 9A, Redmi Note 10S, Xiaomi 11 Lite NE 5G, Samsung Galaxy M Series, Samsung Galaxy S20 FE 5G, Realme Narzo 50A, OnePlus Nord CE-এর মতো একাধিক জনপ্রিয় স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
এছাড়া অ্যামাজন স্মার্টফোন এন্ড টিভি আপগ্রেড সেলে অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা ১,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। সেইসাথে গ্রাহকরা তাদের পছন্দের স্মার্টফোন ও টিভি কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ অফার এবং ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও পাবেন। এই সেলে Amazon Prime মেম্বারদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধাও থাকবে, এবং সংস্থার মতে, এর সুবাদে Prime মেম্বাররা ২০,০০০ টাকা পর্যন্ত সেভ করতে সক্ষম হবেন। এছাড়া, অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং এইচডিএফসি ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডে অতিরিক্ত ৩ মাস নো-কস্ট ইএমআই। তাহলে চলুন, এই সেলে স্মার্টফোনের ওপর উপলব্ধ বেশ কয়েকটি অফারের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।
OnePlus
অ্যামাজন-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সেলে OnePlus Nord 2 এবং Nord CE আকর্ষণীয় ছাড়ে উপলব্ধ হবে। এছাড়া ক্রেতারা অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড, আইসিআইসিআই এবং কোটাক ডেবিট কার্ড ব্যবহার করে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। সেইসাথে নির্বাচিত কিছু স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার এবং নির্বাচিত কিছু ব্যাংক কার্ডে তিন মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও মিলবে। অন্যদিকে অ্যামাজন, আইসিআইসিআই এবং কোটাক ব্যাংক কার্ডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে OnePlus 9 সিরিজ ৮,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এবং নির্বাচিত কিছু স্মার্টফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে অতিরিক্ত ৫,০০০ টাকা ছাড় দেওয়া হবে।
স্মার্ট টিভির কথা বললে, সেল চলাকালীন ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত OnePlus টিভিগুলির দাম শুরু হচ্ছে ১৫,৪৫৫ টাকা থেকে। এই দামের মধ্যে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে উপলব্ধ ছাড়ও অন্তর্ভুক্ত থাকবে।
Xiaomi
অ্যামাজন Redmi 9A এবং Redmi Note 10S সহ সর্বাধিক বিক্রিত Xiaomi স্মার্টফোনগুলিতে আকর্ষণীয় ডিল অফার করছে। স্মার্টফোনগুলি অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা অতিরিক্ত ব্যাংক অফার সহ পেয়ে যাবেন। নতুন লঞ্চ হওয়া Xiaomi 11 Lite NE 5G আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে ২,৫০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট লাভ করা যাবে, ফলে গ্রাহকরা এটি ২৪,৫০০ টাকায় কিনতে পারবেন। আবার ক্রেতারা Mi 11X Pro, Mi 11X-এর মতো ফ্ল্যাগশিপ Mi ফোনে ২,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।
আবার সেলে ১৪,৯৯৯ টাকা থেকে শুরু করে Xiaomi-র ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত একাধিক বেস্টসেলিং টেলিভিশনগুলি বিক্রি হবে।
iQOO
এই সেলে Amazon, iQOO স্মার্টফোনগুলিতেও দুর্দান্ত ছাড় দিচ্ছে। সেল চলাকালীন মাত্র ১৫,৪৯০ টাকায় iQOO Z3 পাওয়া যাবে। এই ছাড়ের সাথে কুপন এবং ব্যাংক ডিসকাউন্ট সহ ৩,০০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, iQOO Z5 কিনতে গেলে গ্রাহকদের ১৯,৪৯০ টাকা ব্যয় করতে হবে, যার মধ্যে কুপন এবং ব্যাংক ডিসকাউন্ট সহ ৩,০০০ টাকা অন্তর্ভুক্ত। তাই বছর শেষে একটি নতুন ডিভাইস ঘরে আনতে Amazon-এর এই সেল গ্রাহকদের বিশেষভাবে সহায়তা করবে।