Ambrane Dots Tune: ২৯ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল নতুন ইয়ারফোন

জনপ্রিয় ভারতীয় মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড, Ambrane, চলতি বছরের শুরুতেই বাজারে দুটি ইয়ারফোন লঞ্চ করেছিল। নিজেদের প্রোডাক্ট সম্প্রসারণ করার লক্ষ্যে সংস্থাটি আরও একটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন নিয়ে এল, যার নাম Ambrane Dots Tune। বাজেট রেঞ্জের এই ইয়ারফোনটি চার্জিং কেস সমেত ২৯ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সংস্থার দাবি, গান শুনলে এটি একবার চার্জে সাড়ে ৬ ঘন্টা পর্যন্ত চলবে। চলুন দেখে নেওয়া যাক Ambrane Dots Tune এর দাম ও স্পেসিফিকেশন ।

Ambrane Dots Tune দাম ও লভ্যতা

বাজেট রেঞ্জের নয়া অ্যামব্রেন ডটস টিউন এর দাম নির্ধারিত হয়েছে ২১৯৯ টাকা। ব্ল্যাক, পিংক এবং হোয়াইট এই তিনটি স্পোর্টিং কালারের সাথে পাওয়া যাবে এই ইয়ারফোনটি। ক্রেতারা ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং টাটা ক্লিক থেকে কিনতে পারেন অ্যামব্রেন ডটস টিউন ইয়ারবাডটি।

Ambrane Dots Tune ফিচার ও স্পেসিফিকেশন

অ্যামব্রেন ডটস টিউন ইয়ারবাডের ফিচারের কথায় বলতে গেলে প্রথমেই বলতে হবে, দুর্দান্ত সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য এতে রয়েছে ১০ এমএম ড্রাইভার। হ্যান্ড ফ্রি কলিং এর জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে দুটি মাইক্রোফোন। অ্যামব্রেন ডটস টিউন মডেলে সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট পাওয়া যাবে। সিলিকন টিপসের সাথে হাফ ইন- ইয়ার ডিজাইনের জন্য এটি খুব সহজেই কানের মধ্যে আটকে থাকবে এবং সারাদিন এটি পরে থাকলেও কোনোরকম অস্বাচ্ছন্দ্যতা অনুভব হবে না।
নয়া এই ইয়ারসেটটি ভি৫.১ ব্লুটুথ সাপোর্ট টেকনোলজির সাথে এসেছে, যা ১০ মিটারের ব্যবধান পর্যন্ত ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করবে। ইয়ারবাডটিতে রয়েছে মাল্টি-ফাংশনাল বোতাম। ফলে মাত্র একটি ট্যাপেই মিউজিক বা কলের মধ্যে সুইচ করা সম্ভব। এটি আইপিএক্স৪ রেটিং প্রাপ্ত হওয়াতে, ঘাম এবং জল থেকে সুরক্ষা প্রদান করবে।

অ্যামব্রেন ইন্ডিয়ার ডিরেক্টর সচীন রেইলহান (Sachin Railhan) জানিয়েছে, মিলেনিয়াম জেনারেশনের স্টাইল এবং প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে আমাদের ট্রু ওয়্যারলেস ইয়ারবাডের তালিকায় নতুন একটি প্রোডাক্ট যুক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই নয়া ইয়ারবাডটি তরুণ প্রজন্মের লাইফ স্টাইলে ভারসাম্য বজায় রাখার জন্য সব ধরনের প্রয়োজনীয়তা রক্ষা করতে সক্ষম ।

প্রসঙ্গত উল্লেখ্য, Ambrane Dots Tune এর পূর্বসূরী ডটস৩৩ মডেলটি ১৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিত। এছাড়া, অ্যামব্রেন নিও ডটস৩৩ ছিল একেবারেই বাজেট রেঞ্জের একটি ইয়ারফোন, যা কখনোই প্লে টাইমের সঙ্গে কোনও সমঝোতা করেনি।