Realme Y6 কে দেখা গেল কোম্পানির ওয়েবসাইটে, শীঘ্রই ভারতে লঞ্চ হবে

ভারতে Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টিং। আর সেই লিস্টিংয়ের স্ক্রিনশট পোস্ট করে জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা চমকপ্রদ তথ্য সামনে আনলেন। নতুন অ্যালফাবেট ব্যবহার করে Realme ভারতে একদম নয়া স্মার্টফোন আনছে।

Realme Y6 স্মার্টফোন ভারতে আসছে

ভারতে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে রিয়েলমি ওয়াই ৬ নামে একটি স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। ফলে বলার অপেক্ষা রাখে না যে Realme খুব শীঘ্রই ভারতে এই নতুন স্মার্টফোন লঞ্চ করবে।

Realme Y সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে Realme Y6 বাজেট রেঞ্জেই আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এটি কেমন স্পেসিফিকেশন বা ফিচারের সাথে লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়৷ তবে এই ফোনে আমরা Realme C সিরিজের মত মিডিয়াটেক প্রসেসরের ব্যবহার দেখতে পারি।

প্রসঙ্গত, ভারতে রিয়েলমির নেক্সট প্রোডাক্ট Realme Narzo 30 এবং Realme Narzo 30 5G। দু’টি স্মার্টফোনই ২৪ জুন লঞ্চ হচ্ছে৷ ইতিমধ্যেই মালয়েশিয়ায় পা রেখেছে Realme Narzo 30, আবার ইউরোপে লঞ্চ হয়েছে Realme Narzo 30 5G।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন