পুরনো সফটওয়্যারে আটকে? Paranoid Android Sapphire সাপোর্ট করবে এইসব ফোন, মিলবে অ্যান্ড্রয়েড ১২-এর অভিজ্ঞতা

বিশ্বে অ্যান্ড্রয়েড নির্ভর কাস্টম রমগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল Paranoid Android। একসময় অ্যান্ড্রয়েডের প্রতিটি ভার্সনের নামকরণ মিষ্টি খাদ্যের নামে করা হত। Paranoid Android-এর প্রতিটি নতুন রিলিজের নামকরণের ক্ষেত্রেও অনেকটা সেই পন্থা অবলম্বন করা হয়। তবে খাদ্য নয়, বেছে নেওয়া হয় একটি আকর্ষণীয় নাম। যেমন Android 12-এর উপর ভিত্তি করে ডেভেলপড Paranoid Android-এর লেটেস্ট ভার্সনের নাম Sapphire। এখন Xiaomi গ্রুপের চারটি ফোনে কাস্টম রমটির নতুন ভার্সনের সাপোর্ট যোগ করা হয়েছে।

Android 12-নির্ভর Paranoid Android Sapphire এখন Poco F1, Xiaomi Mi 8, Xiaomi Mi Mix 2S, এবং Redmi Note 7 Pro হ্যান্ডসেটে অফিসিয়ালি সাপোর্ট করবে। সাধ্যের মধ্যে দাম ও সেই তুলনায় দুর্দান্ত সব ফিচার অফার করার জন্য ফোনগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। এর ফলে কাস্টম রম কমিউনিটিতে হ্যান্ডসেটগুলি সু-পরিচিত।

উক্ত ফোনগুলির ব্যবহারকারীরা ইন্টারফেস বদলাতে চাইলে Paranoid Android Sapphire ইনস্টল করে নিতে পারেন। শাওমি উক্ত হ্যান্ডসেটগুলিতে অনেক আগেই সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে সেগুলি Android 10-এ আটকে। সে ক্ষেত্রে ইন্টারফেসে ফ্রেশ লুক চাইলে ইউজারদের সামনে Paranoid Android Sapphire দারুণ বিকল্প। তার থেকেও বড় কথা এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড বেসড।

Poco F1, Xiaomi Mi 8, Xiaomi Mi Mix 2S, এবং Redmi Note 7 Pro ইউজারেরা Android 12 এক্সপেরিয়েন্স করতে চাইলে আপাতত Paranoid Android Sapphire-এর মতো কাস্টম রম ইনস্টলের অপশনই হাতে পাবেন।