Apple iPhone: আর কখনো কেনা যাবে না এই জনপ্রিয় এবং চমৎকার iPhone মডেল, সংস্থার বড় সিদ্ধান্ত

একাধিক নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করার পাশাপাশি বিভিন্ন প্রোডাক্টকে ডিসকন্টিনিউ অর্থাৎ মার্কেট থেকে সরিয়ে ফেলে কিংবা ভিন্টেজ বা অবসোলিট প্রোডাক্ট হিসেবে ঘোষণা করে সর্বদাই খবরের শিরোনামে থাকে বিশ্বখ্যাত টেক জায়েন্ট Apple (অ্যাপল)। সেক্ষেত্রে এই জাতীয় একটি পদক্ষেপ নিয়ে সংস্থাটি ফের চর্চায় এসেছে। আসলে সম্প্রতি Apple Peek Performance ইভেন্টে লঞ্চ হয়েছে সবচেয়ে সস্তা 5G কানেক্টিভিটি সহ আসা iPhone SE (2022) যার দাম শুরু হয়েছে প্রায় ৪৫,০০০ টাকা থেকে। আদতে iPhone SE (2022) হল iPhone SE (2020)-এর আপগ্রেডেড ভার্সন। ফলে অনেক গ্রাহকই এই আশায় ছিলেন যে, নতুন মডেল লঞ্চ হওয়ার ফলে হয়তো পুরোনো iPhone SE 2020-এর দাম খানিকটা কমে যাবে। কিন্তু সেই আশায় জল ঢেলে সম্প্রতি কোম্পানিটি iPhone SE 2020 মডেলটিকে ডিসকন্টিনিউ করার কথা ঘোষণা করেছে।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, অ্যাপল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই আইফোন এসই ২০২০ মডেলটিকে সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ সোজা কথায় বললে, এখন আর গ্রাহকরা অ্যাপলের অফিসিয়াল সাইট থেকে আইফোন এসই ২০২০ কিনতে পারবেন না। তবে ক্রেতারা চাইলে এখনও এই আইফোন মডেলটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন, কারণ এই মুহূর্তে এই মডেলটি ফ্লিপকার্টে বিক্রয়ের জন্য উপলব্ধ। সেক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হবে না, সংস্থা কর্তৃক পূর্বনির্ধারিত দামেই ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ইউজাররা।

iPhone SE 2020-এর দাম

দামের কথা বললে, ভারতে আইফোন এসই ২০২০-এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ৩৪,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ৪৪,৯৯৯ টাকা লাগবে।

iPhone SE (2022)-এর দাম ও ফিচার

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি লঞ্চ হওয়া 5G কানেক্টিভিটিসহ আসা সবচেয়ে সস্তা iPhone SE (2022)-এর দাম শুরু হয়েছে ৪৩,৯০০ টাকা থেকে। এটি ৬৪ জিবি, ১২৮ জিবি, এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটি তিনটি কালারে মার্কেটে এসেছে – মিডনাইট, স্টারলাইট ও (প্রোডাক্ট) রেড। এতে আছে অ্যাপল এ১৫ বায়োনিক প্রসেসর ও ৪.৭ ইঞ্চি ডিসপ্লে। নবাগত এই আইফোনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও আইওএস ১৫ অপারেটিং সিস্টেম সহ এসেছে। আগামী ১১ মার্চ থেকে ভারতে iPhone SE (2022)-এর প্রি-অর্ডার শুরু হবে এবং ১৮ মার্চ থেকে ফোনটি বিক্রয়ের জন্য উপলব্ধ হবে।