Android Battery: ব্যাটারির স্বাস্থ্য কেমন জানাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের

অ্যান্ড্রয়েড (Android) মোবাইলে খুব শীঘ্রই অ্যাপল আইফোন (Apple iPhones) অনুপ্রাণিত একটি বিশেষ ফিচার অন্তর্ভুক্ত করা হতে পারে। আপকামিং এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনে থাকা…

অ্যান্ড্রয়েড (Android) মোবাইলে খুব শীঘ্রই অ্যাপল আইফোন (Apple iPhones) অনুপ্রাণিত একটি বিশেষ ফিচার অন্তর্ভুক্ত করা হতে পারে। আপকামিং এই বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের স্মার্টফোনে থাকা ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন পাঠাবে বলে জানা গেছে। আসলে, সময়ের সাথে সাথে ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির আয়ুকাল হ্রাসপ্রাপ্ত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এরূপ ব্যাটারি ক্ষমতা অবনতি হওয়ার ফলে চার্জ-ধারণ ক্ষমতাও কমতে থাকে। যার দরুন স্মার্টফোনের পাশাপাশি ব্যবহারকারীর কাজকর্মও প্রভাবিত হয়। তবে উল্লেখিত ‘ব্যাটারি হেলথ ইনসাইট’ ফিচার নিয়ে আসা হলে ব্যবহারকারীরা তাদের ডিভাইসের ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কে যেমন সচেতন থাকতে পারবেন, তেমনি পরিস্থিতি অনুযায়ী স্মার্টফোনের ইউসাবিলিটি বা ব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য বিভিন্ন কৌশলও অবলম্বন করতে পারবেন৷

আজকাল অ্যাপলের বেশকয়েকটি ফিচার কপি করতে দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে। এক্ষেত্রে মোবাইল ব্যাটারির স্বাস্থ্য পর্যবেক্ষণ সংক্রান্ত বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায়, এটি নেওয়ার কথা ভাবছে অ্যান্ড্রয়েড। এর আগেও থার্ড-পার্টি অ্যাপগুলির মাধ্যমে এমনটা করা সম্ভব ছিল। তবে প্রদত্ত তথ্য কতটা যথাযথ তা নিয়ে সন্দেহ থেকেই যেত। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের ডিভাইসের ব্যাটারির অবস্থা সম্পর্কে নির্ভুল তথ্য প্রদান করবে বলে দাবি করা হচ্ছে।

ব্যাটারি মনিটরিংয়ের জন্য বিশেষ ফিচার যুক্ত করা হতে পারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে

অ্যান্ড্রয়েড অথারিটির একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের প্রাথমিক স্টেজ থেকেই উল্লেখিত ‘ব্যাটারি হেলথ ট্র্যাকিং’ ফিচারের উপর কাজ চলছিল। এখন এই বৈশিষ্ট্যটির ডেভলপমেন্টের কার্যক্রম অনেকটাই অগ্রসর হয়েছে। তবে বিকাশের কাজ যেহেতু এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, সেহেতু কবে নাগাদ এটি চালু হবে সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, আসন্ন অ্যান্ড্রয়েড ১৫ (Android 15) ওএসের সাথেই হয়তো এই ফিচারটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে।

Google এর ডিসেম্বর ২০২৩ আপডেট

গুগল সম্প্রতি তাদের পিক্সেল স্মার্টফোনগুলির ডিসেম্বর ২০২৩ ফিচার ড্রপ আপডেট রিলিজ করে। এই নয়া আপডেটের জন্য ডেডিকেটেড সাইটে, একটি ব্যাটারি ইনফরমেশন পেজ লক্ষ্যণীয়। এই পেজটি, আপডেট রিসিভ করেছে এমন স্মার্টফোনের ব্যাটারি সাইকেল কাউন্ট এবং ম্যানুফ্যাকচারিং তারিখের মতো প্রয়োজনীয় মেট্রিক অ্যাক্সেস / অনুসন্ধান করার অনুমতি দেয়। শুধু তাই নয়, ব্যবহারকারীরা তাদের গুগল ডিভাইসে থাকা ব্যাটারির সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের উল্লেখও পেয়ে যাবেন এই পেজে।

রিপোর্টে আরো জানানো হয়েছে যে, সদ্য ঘোষিত অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ডিভাইস প্রথম ব্যবহারের তারিখ, চার্জিং স্ট্যাটাস এবং ব্যাটারি স্বাস্থ্য সহ বিভিন্ন মেট্রিক্স সংগ্রহ ও শেয়ার করে। সম্ভবত আপকামিং ফিচারটি বিকাশের কাজে এইসকল তথ্য প্রয়োজন বলেই এমনটা করা হচ্ছে। যদি পরবর্তী সময়ে ব্যাটারি হেলথ ট্র্যাকিং বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড সিস্টেমে ঢোকানো হয়, তবে ব্যবহারকারীরা খুব সহজেই ডিভাইসে ব্যবহৃত ব্যাটারির অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যার দরুন, ডিভাইস প্রথম ব্যবহার করাকালীন ব্যাটারির স্বাস্থ্য কিরকম ছিল ও বর্তমানে তা কেমন আছে সেই তুলনা করা যাবে। এমনটা করলে, কতদিন ব্যাটারি ভালোভাবে কাজ করতে পারবে তার আন্দাজ পাওয়া সম্ভব হবে।

এবিষয়ে টেক বিশ্লেষক মিশাল রহমান (Mishaal Rahman) দাবি করেছেন, ব্যাটারি হেলথ ট্র্যাকিং ফিচার এখনও অ্যান্ড্রয়েড সেটিংস অ্যাপে উপলব্ধ নয়। কিন্তু, সেটিংস সার্ভিস অ্যাপের আসন্ন আপডেটে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হয়তো এই সুবিধা পেতে পারেন।

ফলে এখন দেখার বিষয় অ্যান্ড্রয়েড ১৪ -এর সাথেই আলোচ্য ফিচার দেওয়া হবে, নাকি আপকামিং অ্যান্ড্রয়েড ১৫ ওএসে -এর সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ডিভাইসের মালিকেরা!