হাতের অ্যান্ড্রয়েড ফোনই হয়ে উঠবে গাড়ির চাবি; প্রস্তুতি শুরু Google এর

সময়ের সাথে তাল মিলিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যত বিকশিত হয়েছে, ততই হাতের মুঠোফোন হয়ে উঠেছে সব পেয়েছির দেশ! তবে শোনা যাচ্ছে এবার থেকে ঘড়ি, টর্চ, টিভি, মিউজিক প্লেয়ার, ক্যামেরা ইত্যাদির পাশাপাশি, গাড়ীর চাবির (Car Keys) বিকল্প হিসেবেও ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন। হ্যাঁ ঠিকই পড়েছেন! সাম্প্রতিক রিপোর্ট বলছে, অ্যান্ড্রয়েড ওএস নির্মাতা গুগল (Google) এখন সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার সংস্থাগুলির মধ্যে ঐক্য স্থাপন করার চেষ্টা করছে। দুই ধরণের প্রযুক্তির এই মেলবন্ধনের ফলেই অ্যান্ড্রয়েড ফোনগুলি আগামী দিনে গাড়ির চাবিতে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। গুগলের মতে, সংস্থার Pixel 3 স্মার্টফোনের সাথে চালু হওয়া ‘Titan M’ চিপ, অ্যান্ড্রয়েড ডিভাইসে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে ‘টেম্পার রেজিস্ট্যান্ট কী স্টোরেজ’ রাখার অনুমতি দেয়। সেক্ষেত্রে এই চিপ ভিত্তিক সিস্টেমটিকেই আগামী দিনে উন্নত করে অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফোনে ডিজিটাল কী, মোবাইল ড্রাইভারের লাইসেন্স, ন্যাশনাল আইডি, ই-পাসপোর্ট এবং ই-মানি (eMoney) জাতীয় সমস্ত তথ্যের বিকল্প বহন করা যাবে।

জানা গিয়েছে, টেক জায়ান্ট সংস্থাটি হার্ডওয়্যার সংস্থাগুলির সাথে হাত মিলিয়ে এমন একটি চিপ বিকাশ করছে, যাতে সংবেদনশীল তথ্য সুরক্ষিতভাবে অন্তর্নিহিত থাকবে। আবার, এই বিষয়ে একটি ব্লগ পোস্টে গুগল বলেছে যে, এখন বেশিরভাগ আধুনিক ফোনেই সিকিওর এলিমেন্ট (SE) নামক বিচ্ছিন্ন টেম্পার-রেসিট্যান্ট হার্ডওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে। এই SE, গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহারের ক্ষেত্রে এক নতুন দিক খুলে দিতে পারে বলেই সংস্থার বিশ্বাস। তবে একবার SE-ভিত্তিক নতুন সিস্টেমের ফিচার প্রবর্তিত হলে তা স্মার্টফোনের পাশাপাশি সংস্থার WearOS চালিত ডিভাইসগুলিতে কিংবা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যান্ড্রয়েড টিভির মত ডিভাইসেও উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, সফ্টওয়্যার এবং হার্ডওয়্যারের এই জোটটিকে গুগল ‘অ্যান্ড্রয়েড রেডি এসই (SE) অ্যালায়েন্স’ নাম দিয়েছে। অন্যদিকে এই SE বিক্রেতারা ওপেন-সোর্স, ভ্যালিডেটেড এবং ব্যবহারের জন্য প্রস্তুত এসই অ্যাপলেটের একটি সেট তৈরি করার জন্য গুগলের সাথে হাত মিলিয়েছে বলে শোনা যাচ্ছে। এই পার্টনারশিপের ফলে আজ, গুগল, এসই-র জন্য স্ট্রংবক্স (StrongBox)-এর জেনারেল অ্যাভেইলেবেলিটি (GA) ভার্সন চালু করেছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে যে NXP সেমিকন্ডাক্টরস, এসটি মাইক্রোইলেকট্রনিক্স, Kigen এবং Thales-এর সাথে সামঞ্জস্য রাখা এই এলিমেন্টটিই স্মার্টফোনকে মোবাইল ড্রাইভারের লাইসেন্স, পরিচয় শংসাপত্র এবং গাড়ির ডিজিটাল চাবি করে তুলবে।

যদিও এই সিস্টেম কার্যকরী করতে গুগল বা অন্যান্য সংস্থাগুলির এখনও কিছুটা সময় লাগবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এক্ষেত্রে গুগলের ব্লগ পোস্টে, ডিভাইসে OEM-এ অ্যান্ড্রয়েড এসই ব্যবহারের জন্য গৃহীত পদক্ষেপগুলির বিবরণ রয়েছে। তবে পাঠকদের এই প্রসঙ্গে বলে রাখি, এই ধরণের চিন্তা ভাবনা নতুন নয়; এর আগে গুগলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী অ্যাপল (Apple)-ও তার আইফোনগুলিকে গাড়ির চাবি হিসেবে ব্যবহারযোগ্য করে তোলার কথা জানিয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

12 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

19 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

53 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

2 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago