Android ফোন ব্যবহার করেন? এই ছয়টি সেটিংস এক্ষুনি পরিবর্তন করুন

বর্তমান ডিজিটাল যুগে অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন এখন মানুষের হাতে হাতে এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য এটির ভূমিকা অনস্বীকার্য। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে হাতে শুধু একটি Android স্মার্টফোন নিয়ে ঘুরলেই হবে না, সেটিকে যথাযথভাবে সেটআপ করাও একান্ত আবশ্যক। এই সেটআপ করার সময় বেশ কয়েকটি বিষয়ের ওপর আমাদের নজর দিতে হবে, কেননা iOS ডিভাইসগুলির তুলনায় Android স্মার্টফোনে আরও অনেক বেশি কাস্টমাইজেশন ফিচার ব্যবহার করার সুযোগ রয়েছে। আর এই ফিচার ডিভাইসের সুরক্ষা এবং সামগ্রিক কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। ফিচারগুলি সাধারণত অটো-এনাবেলড হয়, এবং ডিভাইসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নীচে আপনার Android স্মার্টফোনের এমনই কিছু ফিচারের তালিকা দেওয়া হল, যেগুলির সেটিংস আপনার এই মুহূর্তে পরিবর্তন করা উচিত।

অ্যাড পার্সোনালাইজেশন টার্ন অফ করা

আপনার পছন্দ বা আগ্রহের উপর ভিত্তি করে আরও পার্সোনালাইজড অ্যাড দেখানোর জন্য গুগল (Google) আপনার অনলাইন ক্রিয়াকলাপগুলিকে ট্র্যাক করার চেষ্টা করে। আপনি যদি একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাহলে লক্ষ্য করে দেখবেন যে আপনার ফোনে যে সমস্ত অ্যাডগুলি প্রদর্শিত হচ্ছে, সেগুলি আপনার সার্চ এবং ইন্টারেস্টের ওপর ভিত্তি করেই আসছে। অর্থাৎ এখান থেকে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, গুগল আপনার যাবতীয় ক্রিয়াকলাপের ট্র্যাক রাখছে। আপাতদৃষ্টিতে এগুলিকে বেশ কার্যকর প্রযুক্তি বলে মনে হলেও, এটা মাথায় রাখতে হবে যে, আপনার পার্সোনাল সার্চ অর্থাৎ আপনার ব্যক্তিগত জিনিসের ওপর কিন্তু নজর রাখা হচ্ছে। তাই আপনি যদি পার্সোনালাইজড অ্যাডগুলি থেকে অপ্ট আউট করতে চান, তবে নীচে উল্লিখিত স্টেপগুলি ধাপে ধাপে অনুসরণ করুন:
Settings-এ যান > Google > Ads >“Opt out of Ads Personalization”-এ ট্যাপ করুন।

লক স্ক্রিন থেকে সেনসিটিভ ইনফরমেশন হাইড করা

Android 5.0 চালু হওয়ার সাথে সাথে গুগল একটি ফিচার যুক্ত করেছে, যার সাহায্যে ইউজাররা লক স্ক্রিন থেকেই সরাসরি নোটিফিকেশনগুলির সাথে ইন্টার‍্যাক্ট করতে পারেন। যদিও ফিচারটিকে অনেক ব্যবহারকারীই বেশ দরকারি এবং সুবিধাজনক বলে মনে করেন, তবে আপনার প্রাইভেসির ক্ষেত্রে কিন্তু এটি সমস্যার সৃষ্টি করতে পারে। যদি আপনার ফোনে এই ফিচারটি এনাবেল করা থাকে, তাহলে আপনার ফোন লক থাকা সত্ত্বেও যে কেউ আপনার স্মার্টফোনের সেনসিটিভ মেসেজ এবং অন্যান্য নোটিফিকেশনগুলির সাথে ইন্টার‍্যাক্ট করতে পারবেন৷ তাই আপনার লক স্ক্রিন থেকে সেন্সিটিভ ইনফরমেশন হাইড করার জন্য নীচে উল্লিখিত ধাপগুলি পরপর অনুসরণ করুন:
Settings-এ যান > App & Notifications > Notifications এবং “Sensitive notifications”-এ গিয়ে অফ করুন।

অটোমেটিক অ্যাপ শর্টকাট ডিজেবল করা

একটি ডিফল্ট সেটিং হিসেবে যখনই আপনি Play Store থেকে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো অ্যাপ ডাউনলোড করেন, তখন সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে একটি হোম স্ক্রিন শর্টকাট তৈরি করে। তবে আপনার স্মার্টফোনে ইনস্টল করা প্রতিটি অ্যাপ নিশ্চয়ই হোম স্ক্রিনে রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। এই ফিচারটি বিশেষভাবে তখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যখন কোনো ফোন সেটআপ করার সময় ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা অ্যাপগুলি ডাউনলোড করে এবং আপনার হোম স্ক্রিনটি অ্যাপে পরিপূর্ণ হয়ে যায়। তাই আপনি যদি অটোমেটিক অ্যাপ শর্টকাট ডিজেবল করতে চান, তাহলে প্রথমে হোম স্ক্রিনে দীর্ঘক্ষণ প্রেস করুন > Home Settings-এ ট্যাপ করুন > Home screen অপশনে Add আইকনের পাশে ডিজেবল করুন।

অ্যাপের পারমিশনগুলি চেঞ্জ করুন

নির্দিষ্ট কিছু ফাংশন সম্পাদনের উদ্দেশ্যে বেশ কিছু অ্যাপ আপনার সেন্সিটিভ ডিটেলসের অ্যাক্সেসের জন্য পারমিশন চায়। বেশিরভাগ ক্ষেত্রেই এই পারমিশনগুলি Bluetooth, Contacts, Camera, Microphone এবং Location-এর সাথে সম্পর্কিত হয়। যেহেতু পারমিশন ছাড়া অ্যাপগুলি সঠিকভাবে কাজ করতে পারে না, তাই বেশিরভাগ ইউজারই কেবল অ্যাপের ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য সেন্সিটিভ ডিটেলসের অ্যাক্সেস মঞ্জুর করেন। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এমন হয় যে, কয়েকটি অ্যাপ হয়তো সেরকমভাবে ব্যবহার করাই হয় না, তারপরও আপনি তাদের পারমিশন দিয়ে রেখেছেন বলে তারা কিন্তু ক্রমাগত আপনার সেন্সিটিভ ডিটেলসের ট্র্যাক করছে। তাই নির্দিষ্ট কিছু অ্যাপের পারমিশন পরিবর্তন করার জন্য আপনি প্রথমে Settings-এ যান > App & Notifications > এবার আপনি অ্যাপগুলির উপর ট্যাপ করুন এবং যেগুলির ক্ষেত্রে অ্যাপ পারমিশন পরিবর্তন করতে চাইছেন সেগুলি অপসারণ করুন।

ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজের অ্যাক্সেস অ্যাডজাস্ট করা

আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে কনটেন্ট লোড এবং রেগুলার আপডেটের জন্য মোবাইল ডেটা ব্যবহার করে থাকে, যাতে আপনি অ্যাপটি অ্যাক্সেস করার সময় আপনার সময় নষ্ট না হয়। এই ফিচারটি সাধারণভাবে কোনো অ্যাপে নতুন কনটেন্ট লোড করার সময়কে হ্রাস করে। যদিও ফিচারটি বেশ কার্যকর এবং আপনার স্মার্টফোনের স্পিড খানিকটা বাড়াতে সহায়তা করে, তবে এর ফলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ডেটা ক্ষয় হতে পারে। আপনার ফোনে খুব কম সংখ্যক অ্যাপ থাকলে হয়তো আপনার সেভাবে গায়ে লাগবে না, কিন্তু যখন একরাশ অ্যাপে আপনার ফোন ভর্তি হয়ে যাবে, তখন সারাদিনে কোনো কাজ না করা সত্ত্বেও আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে কনটেন্ট আপডেটের দরুন এমনি এমনিই আপনার ফোনের ডেটা শেষ হয়ে যাচ্ছে। তবে সৌভাগ্যবশত আপনি অ্যাপ-বাই-অ্যাপ বেসিসে ব্যাকগ্রাউন্ড ডেটা ইউসেজের অ্যাক্সেস অ্যাডজাস্ট করতে পারেন। এই কাজ করার জন্য আপনি নীচে উল্লিখিত পদ্ধতিগুলি ধাপে ধাপে অনুসরণ করুন:
প্রথমে Settings-এ যান > Apps > কোনো একটি অ্যাপ Select করন, এবং তারপর Settings-এ যান > Mobile data এবং Wi-Fi > Background data।

Wi-Fi এবং Bluetooth scanning

Android স্মার্টফোনগুলিতে বেশ কয়েকটি ফিচার রয়েছে, যা আপনার অজান্তেই বেশ খানিকটা করে ব্যাটারি ক্ষয় করতে থাকে। Wi-Fi scanning এবং Bluetooth scanning হল এরকম দুটি ফিচার। এই ফিচারগুলি Wi-Fi এবং Bluetooth ডিজেবল থাকা সত্ত্বেও Android স্মার্টফোনের কাছাকাছি থাকা Wi-Fi নেটওয়ার্ক এবং Bluetooth ডিভাইসগুলি খোঁজার জন্য স্ক্যান করা চালিয়ে যেতে থাকে। এই স্ক্যানিং ফিচারটি বন্ধ করার জন্য নীচে উল্লিখিত স্টেপগুলি পরপর অনুসরণ করুন:
প্রথমে Settings-এ যান > Location > Wi-Fi scanning এবং Settings > Location > Bluetooth scanning, এবং Wi-Fi scanning ও Bluetooth scanning-কে টার্ন অফ করুন।