নতুন প্রসেসরের সাথে হাজির Xiaomi Mi Notebook Pro 2021, RedmiBook Pro 2021 Enhanced Edition, দাম জেনে নিন

এই বছরের শুরুর দিকে, চীনা টেক জায়ান্ট Xiaomi (শাওমি) ঘরোয়া বাজারে Mi Notebook Pro 2021 সিরিজ লঞ্চ করেছিল। একইভাবে সাব ব্র্যান্ড, Redmi-ও নিয়ে এসেছিল RedmiBook Pro 2021 ল্যাপটপ সিরিজ। তবে কয়েক মাস যেতে না যেতেই এখন এই ল্যাপটপগুলিকে নতুন নাম এবং প্রসেসরের সাথে আপডেট করে আনা হয়েছে। নতুন এই ল্যাপটপ সিরিজের নাম দেওয়া হয়েছে যথাক্রমে Mi Notebook Pro 2021 Enhanced Edition 2021 (এমআই নোটবুক প্রো ২০২১ এনহ্যান্স এডিশন) এবং RedmiBook Pro 2021 Enhanced Edition (রেডমিবুক প্রো ২০২১ এনহ্যান্স এডিশন ২০২১), যাদের আবার Pro 14 এবং Pro 15 ভ্যারিয়েন্ট রয়েছে। আসুন নতুন ল্যাপটপগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Xiaomi Mi Notebook Pro 2021 এবং RedmiBook Pro 2021 Enhanced Edition-এর ফিচার

নতুন এমআই নোটবুক প্রো এবং রেডমিবুক প্রো ২০২১ সিরিজের এনহ্যান্স এডিশন ল্যাপটপগুলি, আগের মতোই ১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি স্ক্রিন সাইজে চালু হয়েছে। তবে আগের এবং এখনকার মডেলের মধ্যে প্রধান পার্থক্য হল প্রসেসর। নতুন দুটি ল্যাপটপ লাইনআপ এখন ইন্টেল কোর i5-11320H এবং ইন্টেল কোর i7-11390H প্রসেসর সহ এসেছে। যেখানে পূর্ববর্তী ল্যাপটপ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ইন্টেল-কোর i5-11300H এবং ইন্টেল-কোর i7-11370H চিপসেট ছিল।

Xiaomi Mi Notebook Pro 2021 এবং RedmiBook Pro Enhanced Edition-এর দাম

১. Mi Notebook Pro 14 2021 Enhanced Edition লাইনআপের i5-11320H মডেলটির দাম পড়বে ৮১৫ ডলার (প্রায় ৬০,৫৯৭ টাকার কাছাকাছি), এতে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। একইভাবে ১৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ এবং MX450 গ্রাফিক্স কার্ড সম্বলিত i5-11320H মডেলটি কিনতে গেলে ৯২৩ ডলার (প্রায় ৬৮,৬২৭ টাকা) দাম পড়বে। একই স্টোরেজ এবং গ্রাফিক্স কার্ডযুক্ত i7-11390H সংস্করণের দাম রাখা হয়েছে ১,০৭৬ ডলার (প্রায় ৮০,০০০ টাকা)।

২. Mi Notebook Pro 15 2021 Enhanced Edition লাইনআপের i5-11320H প্রসেসর, ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের দাম ধার্য করা হয়েছে ১,০০০ ডলার (প্রায় ৭৪,৩৫২ টাকা)। অন্যদিকে ১৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ বা MX450 গ্রাফিক্স কার্ডযুক্ত i5-11320H মডেল এবং i7-11390H গ্রাফিক্স মডেল কিনতে গেলে যথাক্রমে ১,০৭৭ ডলার (প্রায় ৮০,০৭৮ টাকা) এবং ১,২৩০ ডলার (প্রায় ৯১,৪৫৩ টাকা) দাম লাগবে।

৩. RedmiBook Pro 14 2021 Enhanced Edition রেঞ্জের বেস i5-11320H মডেলে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে; এটির দাম ৭২৩ ডলার (আনুমানিক ৫৩,৭৫৩ টাকা)। একইভাবে ১৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ এবং MX450 সাপোর্ট সম্বলিত i5-11320H মডেলটি ৮১৫ ডলারে (প্রায় ৬০,৫৯৭ টাকা) বিক্রি হবে। একই স্টোরজের সহযোগে i7-11390H মডেল কেনা যাবে ​৯২৩ ডলারের (প্রায় ৬৮,৬২৭ টাকা) বিনিময়ে।

৪. শাওমির নতুন ল্যাপটপগুলির মধ্যে RedmiBook Pro 14 2021 Enhanced Edition লাইনআপের সাধারণ ১৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ যুক্ত i5-11320H মডেলটি ৭৬৯ ডলার (ভারতীয় মূল্যে ৫৭,১৭৭ টাকা) দিয়ে খরিদ করা যাবে। আবার এর MX450 ফিচার অফারকারী সংস্করণের জন্য লাগবে ৮৪৬ ডলার (প্রায় ৬২,৯০২ টাকা)। রেঞ্জের সর্বশেষ মডেল অর্থাৎ i7-11390H ল্যাপটপে ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ এবং MX450 কার্ড মিলবে; এটির দাম পড়বে ৯৬৯ ডলার (প্রায় ৭২,০৪৮ টাকা)।

এই প্রসঙ্গে বলে রাখি, উল্লিখিত সমস্ত ল্যাপটপ মডেল ইতিমধ্যেই চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। তবে এগুলি বিশ্বের অন্যান্য বাজারে মুক্তি পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সেক্ষেত্রে হয়তো শাওমি তার অন্যান্য প্রোডাক্টের মত এই এমআই বা রেডমি ল্যাপটপগুলিকে নাম বদলে বা রিব্র্যান্ডেড সংস্করণরূপে ভারত বা অন্যান্য দেশে লঞ্চ করতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন