Facebook: আগামী সপ্তাহে নতুন নামে আত্মপ্রকাশ করতে চলেছে ফেসবুক

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, Facebook তাদের নাম পরিবর্তন করতে চলেছে। মূলত ভার্চুয়াল দুনিয়া, Metaverse কে জনপ্রিয় করে তুলতেই সংস্থার এই পদক্ষেপ। আগামী সপ্তাহেই নতুন নামে আত্মপ্রকাশ করবে Facebook। সংবাদ সংস্থা দা ভার্জ এমনই দাবি করেছে।

দা ভার্জ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের সিইও, মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা কোম্পানির অ্যানুয়াল কানেক্ট কনফারেন্সে (annual connect conference) নাম পরিবর্তনের বিষয়ে জানাবেন। যদিও ফেসবুকের নতুন নাম কি হতে পারে, তা নিয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। এমনকি ফেসবুকের তরফেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আসলে Facebook এখন সোশ্যাল মিডিয়া অ্যাপ ছাড়াও আরো বেশি কিছু তে পরিণত হয়েছে। কোম্পানির মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্মগুলিও আজ ব্যাপক জনপ্রিয়। WhatsApp, Instagram, Oculus সহ অন্যান্য প্ল্যাটফর্ম বিশ্বের অধিকাংশ মানুষের ডিভাইসে জায়গা করে নিয়েছে। পাশাপাশি Facebook আগামী দিনে Metaverse প্রোজেক্ট লঞ্চ করতে চলেছে। সম্ভবত এইসব কারনেই ‘ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাপ’ ট্যাগ থেকে বেরিয়ে আসতে চাইছে সংস্থাটি।

উল্লেখ্য, মেটাভার্সের স্বপ্নকে সাকার করতে ফেসবুক ইতিমধ্যেই ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত দেশগুলি থেকে ১০,০০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে মেটাভার্সের মতো ভার্চুয়াল দুনিয়া প্রস্তুত সম্ভব হলে তা সামাজিক এবং অর্থনৈতিক পরিসরে বহু নতুন সুযোগের জন্ম দেবে বলে ফেসবুক মনে করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন