স্ন্যাপড্রাগন নয়, মিডিয়াটেক প্রসেসর সহ আসছে OnePlus স্মার্টফোন

OnePlus-এর স্মার্টফোন মানেই Qualcomm-এর Snapdragon চিপসেট, আমরাও যেমন লিখতে অভ্যস্ত হয়ে পড়েছি, ঠিক তেমনি আপনারাও বোধহয় একই কথা শুনতে অভ্যস্ত পড়েছেন। কিন্তু যদি বলি, OnePlus তার আপকামিং স্মার্টফোনে Qualcomm-এর পরিবর্তে MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করবে। তাহলে খবরটা কিন্তু চমকানোর মতোই। এই নিয়ে জল্পনার সূত্রপাত আজ, এমনটা কিন্তু নয়। মার্চে প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল Android Central তার প্রতিবেদনে বলেছিল, চাইনিজ স্মার্টফোন কোম্পানিটি Mediatek Dimensity 1200 প্রসেসর সহ OnePlus Nord 2 চালু করার লক্ষ্য নিয়েছে। এখন, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন-ও একই দাবি করেছে।

ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবো (Weibo)-তে পোস্ট করে বলছে, ওয়ানপ্লাস মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরের সাথে একটি নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। যদিও ডিভাইসটির কী নাম হবে বা এতে কেমন ফিচার থাকবে পোস্টে তা উল্লেখ করা হয়নি।

কিন্তু, পুরোনো রিপোর্ট জুড়লে বলা যায়, ফোনটি অরিজিনাল ওয়ানপ্লাস নর্ড-এর সাক্সেসর ওয়ানপ্লাস নর্ড ২ হতে পারে। তবে, ওয়ানপ্লাস নর্ড ২-এর  স্পেসিফিকেশন বা ফিচার এখনও অজানা। যদিও, খুব শীঘ্রই স্মার্টফোনটি নিয়ে আরও তথ্য সামনে আসবে বলে আমরা আশা করছি।

অন্যদিকে, অরিজিনাল Nord ছাড়াও OnePlus, Nord N10 5G-এর উত্তরসূরীর ওপর কাজ করছে। Nord N10 5G-এর সাক্সেসর, Nord N1 5G নামে লঞ্চ হবে বলে এতদিন আমরা জানতাম। যদিও, Nord N10 5G-এর সাক্সেসর Nord CE 5G নামে বাজারে আসার কথা সম্প্রতি এক টিপস্টার জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন