ল্যাপটপের সাথে চার্জ হবে আরও তিনটি স্মার্টফোন, Anker Powerport Atmos Slim পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ হল

জনপ্রিয় ইলেকট্রনিক কনজিউমার ব্র্যান্ড Anker এবার ভারতে লঞ্চ করল তাদের নতুন পাওয়ার ব্যাঙ্ক, যার নাম , Powerport Atmos ।।। slim। ৬৫ ওয়াট চার্জিং সাপোর্টের এই পাওয়ার ব্যাঙ্ক প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। সংস্থার দাবি, দ্রুত গতিতে এটি ব্যবহারকারীর ল্যাপটপ এবং স্মার্টফোন চার্জ করতে পারবে। এতে আছে চারটি ইউএসবি টাইপ সি পোর্ট। আসুন Anker Powerport Atmos ।।। slim পাওয়ার ব্যাঙ্কের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Anker Powerport Atmos ।।। slim পাওয়ার ব্যাঙ্কের দাম ও লভ্যতা

ভারতে অ্যাংকার পাওয়ারপোর্ট ।।। স্লিম পাওয়ার ব্যাঙ্কের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। অ্যামাজন এবং ফ্লিপকার্ট উভয় ই-কমার্স সাইট থেকে এটি কিনতে পাওয়া যাবে। এখন অ্যামাজন রিপাবলিক ডে সেলে এটি বিশেষ অফারে পাওয়া যাচ্ছে। পাওয়ার ব্যাঙ্কটির সাথে সংস্থার তরফে দেওয়া হচ্ছে ১৮ মাসের ওয়্যারেন্টি।

Anker Powerport Atmos ।।। slim পাওয়ার ব্যাঙ্কের স্পেসিফিকেশন

অ্যাংকার পাওয়ারপোর্ট ।।। স্লিম পাওয়ার ব্যাঙ্কে চারটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, যার মাধ্যমে একসঙ্গে চারটি ভিন্ন ডিভাইসে চার্জ দেওয়া যাবে। এটি আল্ট্রা স্লিম লুকের এবং আকারে খুবই ছোট। এর ওজন মাত্র ১৪২ গ্রাম। আবার এতে পাওয়া যাবে একাধিক সুরক্ষার স্তর, যা দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে।

আগেই বলেছি পাওয়ার ব্যাঙ্কটিতে চারটি ইউএসবি টাইপ সি পোর্ট উপস্থিত। তার মধ্যে একটি পোর্ট ৪৫ ওয়াট এবং বাকি তিনটি পোর্ট ২০ ওয়াট পাওয়ার সরবরাহ করতে সক্ষম। ব্যবহারকারী তার যেকোনো অ্যাপেলের ডিভাইস যেমন ম্যাকবুক, এয়ার ২১৮, ম্যাকবুক প্রো ছাড়াও, যেসব ডিভাইসে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, সেগুলি Anker Powerport Atmos ।।। slim পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চার্জ দিতে পারবেন।