এই Apple প্রোডাক্ট ভুলেও কিনবেন না, আপডেট সার্ভিস ও রিপেয়ার সব বন্ধ

Apple ডিভাইস নিয়ে যারা ঘাঁটাঘাঁটি করেন তারা জানেন যে সংস্থার পোর্টফোলিওতে ‘রিফারবিশড’ (Refurbished) নামক একটি ক্যাটাগরি আছে। যার অধীনে সেকেন্ড-হ্যান্ড বা ম্যানুফ্যাকচারিং ত্রুটিপূর্ণ ডিভাইস সস্তায় বিক্রি করা হয়। কিন্তু আলোচ্য ক্যাটাগরির পাশাপাশি ‘অবসোলেট’ (obsolete) এবং ‘ভিন্টেজ’ (vintage) নামের আরো দুটি যে বিভাগ আছে সে খবরটা কি রাখেন আপনারা? যদি এই দুটি ক্যাটাগরি সম্পর্কে অবগত না থাকেন, তবে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে ফেলুন। কারণ আপনাদের মধ্যে যারা সস্তায় পুরোনো Apple ডিভাইস কেনার শখ রাখেন তাদের এই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। আসলে উক্ত টেক জায়ান্টটি সম্প্রতি iMac এবং Apple Watch সিরিজের মোট ৯টি ডিভাইসকে ‘অবসোলেট’ এবং ‘ভিন্টেজ’ তালিকাভুক্ত করেছে। যার অর্থ হল তালিকায় সামিল থাকা ডিভাইসগুলি ভবিষ্যতে আর কোনো সফ্টওয়্যার আপডেট, সার্ভিস এবং রিপেয়ারিংয়ের সুবিধা পাবে না। তাই আপনি যদি একটি পুরোনো Apple পিসি বা ওয়্যারেবল কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আগেই এই তালিকাটি চেক করে নিন। প্রসঙ্গত, নতুন প্রোডাক্ট বাজারজাত হওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের পর উক্ত সংস্থাটি তাদের পুরানো ডিভাইসগুলিকে উল্লেখিত দুটি ক্যাটাগরির অধীনে তালিকাভুক্ত করে দেয়।

Vintage ও Obsolete তালিকায় নয়টি প্রোডাক্ট যুক্ত করলো Apple

ম্যাকরুমার্স দ্বারা প্রকাশিত একটি লেটেস্ট রিপোর্ট অনুসারে, অ্যাপল সম্প্ৰতি তাদের Apple Watch Series 2 -কে ‘ভিন্টেজ’ তালিকায় যুক্ত করেছে। এই স্মার্টওয়াচ সিরিজটি ২০১৬ সালে অর্থাৎ ৬ বছর আগে অফিসিয়াল হয়েছিল। অন্যদিকে, ২০১৩ সালে লঞ্চ হওয়া ২১.৫-ইঞ্চি এবং ২৭-ইঞ্চি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টের iMac, ২৭-ইঞ্চি রেটিনা ৫কে (5K) ডিসপ্লের iMac (২০১৪ সালের শেষার্ধে লঞ্চ হয়েছে) মডেল এবং ২০১৪ সালে আত্মপ্রকাশ করা আরেকটি ২১.৫-ইঞ্চি iMac পার্সোনাল কম্পিউটারকে ‘অবসোলেট’ তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত ডিভাইসগুলির সম্পর্কে না হয় জানা গেলো। এবার ভিন্টেজ ও অবসোলেট ক্যাটাগরির অধীনে কেন একটি প্রোডাক্টকে ফেলা হয় সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

Vintage তালিকায় সামিল করার মানে কি?

একটি ভিন্টেজ অ্যাপল প্রোডাক্ট রেগুলার সফ্টওয়্যার আপডেট পাওয়ার থেকে বঞ্চিত থাকে। আরো সোজা ভাষায় বলল, একটি লেটেস্ট লঞ্চ হওয়ার বা ২-৪ বছর পুরোনো আইফোন (iPhone), আইপ্যাড (iPad) বা ম্যাক (Mac) ডিভাইসের জন্য কমপক্ষে পাঁচ বছর সফ্টওয়্যার আপডেট অফার করে থাকে অ্যাপল। কিন্তু “একটি প্রোডাক্টকে যদি ৫ থেকে ৭ বছরের মধ্যে বিক্রির জন্য তৈরি করা না হয়, তবে সেটিকে ভিন্টেজ হিসাবে বিবেচনা করা হয়” বলে জানানো হয়েছে সংস্থা পক্ষ থেকে। ফলে এই ধরনের প্রোডাক্ট আর কোনো ভাবেই সার্ভিসিং বা সফ্টওয়্যার আপডেট পাবে না।

Obsolete তালিকায় যুক্ত হওয়ার অর্থ কী?

অবসোলেট প্রোডাক্টের সংজ্ঞা হল “একটি পণ্যকে তখনই অবসোলেট তালিকায় যুক্ত করা হয়, যখন সংস্থার তরফ থেকে ৭ বছরেরও বেশি সময় আগে সেটির বিক্রয়কার্য স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।” যার অর্থ, এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত ডিভাইসগুলি কোনও প্রকার সফ্টওয়্যার আপডেট পাবে না। পাশাপাশি অবসোলেট তালিকাভুক্ত ডিভাইস মেরামত বা সার্ভিস করার দায়িত্বও আর নেবে না অ্যাপল।