Apple iPhone X: আইফোন এক্স সহ তিনটি অ্যাপল প্রোডাক্টের বিক্রি বন্ধ হচ্ছে শীঘ্রই, দেখে নিন নাম

টেক জায়ান্ট অ্যাপল তাদের তিনটি প্রোডাক্টকে ভিন্টেজ ক্যাটাগরিতে যুক্ত করলো। প্রোডাক্টগুলি হল – আইফোন এক্স, প্রথম প্রজন্মের হোমপ্যাড এবং প্রথম প্রজন্মের এয়ারপড। এক্ষেত্রে একটি প্রোডাক্টকে “ভিন্টেজ” তালিকায় কেন ফেলা হয় তা একটু জানিয়ে দিই। কোনো ডিভাইস লঞ্চ হওয়ার ৫ থেকে ৭ বছর পর যখন বিক্রির জন্য‌ এর বন্টন বন্ধ করে দেওয়া হয়, তখন ওই প্রোডাক্টকে ভিন্টেজ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এই ধরনের প্রোডাক্ট কোনো রেগুলার সফ্টওয়্যার আপডেট পাওয়ার থেকে বঞ্চিত থাকে। এই শর্ত পূরণ করার দরুন উল্লেখিত তিনটি প্রোডাক্ট এখন ভিন্টেজ তালিকাভুক্ত হয়েছে।

তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, সফ্টওয়্যার আপডেট রিলিজ করা না হলেও অ্যাপল স্টোর এবং অনুমোদিত সার্ভিস সেন্টারে তিনটি ভিন্টেজ প্রোডাক্টের জন্য আগামী দুই বছর পর্যন্ত মেরামতের সুবিধা প্রদান করা হবে। তবে মেরামত করা সম্ভব হবে কিনা তা যন্ত্রাংশের প্রাপ্যতার উপর নির্ভর করবে।

এদিকে দুই-তিন বছর পর এই প্রত্যেকটি ডিভাইস আবার “অবসোলেট” ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়ে যাবে। যার অর্থ অ্যাপল প্রোডাক্টগুলির জন্য হার্ডওয়্যার পরিষেবাও বন্ধ করে দেবে।

কোনো প্রোডাক্টকে কখন অবসোলেট তালিকাভুক্ত করা হয়?

যখন অ্যাপলের তরফ থেকে কোনো প্রোডাক্টের বিক্রি ৭-৮ বছর আগে বন্ধ করে দেওয়া হয়, তখন সেটিকে অবসোলেট তালিকায় যুক্ত করা হয়। যার অর্থ, এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত ডিভাইসগুলি কোনও প্রকার সফ্টওয়্যার আপডেট পাবে না। পাশাপাশি অবসোলেট তালিকাভুক্ত ডিভাইস মেরামত বা সার্ভিস করার দায়িত্বও আর নেবে না অ্যাপল। উদাহরণস্বরূপ, আইফোন ৬ প্লাস মডেলের সেল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়। যার দরুন ২০২৪ সালে এসে সংস্থাটি এই হ্যান্ডসেটকে অবসোলেট হিসাবে ঘোষণা করে।

আইফোন এক্স এর ফিচার

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয় আইফোন এক্স। এটি এজ-টু-এজ ৫.৮-ইঞ্চির সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, এ১১ বায়োনিক চিপসেট এবং উন্নত মেশিন লার্নিংয়ের জন্য ডেডিকেটেড নিউরাল ইঞ্জিন সহ এসেছে। এর ডিসপ্লে নচ -এর মধ্যে নিরাপত্তার জন্য ট্রু ডেপ্থ ক্যামেরা চালিত ফেস আইডি ফিচার রয়েছে। ডিভাইসটিতে হোম বাটন অনুপস্থিত।

প্রথম প্রজন্মের হোমপ্যাড এর ফিচার

২০১৮ সালে প্রথম প্রজন্মের হোমপ্যাড ঘোষণা করা হয়েছিল। আর এই ডিভাইসের সাথেই টেক জায়ান্টটি প্রথমবার স্মার্ট স্পিকারের বাজারে এন্ট্রি নেয়। এটি হাই-ফিডেলিটি অডিও অফারের জন্য বিশেষভাবে ডিজাইন করা। হোমপ্যাড – একটি কাস্টম ইঞ্জিনিয়ারড উফার, সাতটি টুইটার এবং এ৮ চিপসেটের সাথে এসেছে। এই চিপ রিয়েল-টাইম অ্যাকোস্টিক মডেলিং এবং অডিও বিম-ফর্মিংয়ের মতো বৈশিষ্ট্যগুলি এনাবল করে। এই অডিও ডিভাইসে সিরি সাপোর্ট করে।

প্রথম প্রজন্মের এয়ারপড ফিচার

পরিশেষে, প্রথম প্রজন্মের এয়ারপড ২০১৬ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল। ফাস্ট ওয়্যারলেস কানেক্টিভিটি এবং অ্যাপল ডিভাইসগুলির সাথে নিরবিচ্ছিন ইন্টিগ্রেশনের সুবিধা অফার করার দরুন এটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ডিভাইসটি ডাব্লিউ১ চিপ দ্বারা চালিত। প্রথম প্রজন্মের এয়ারপড – ইজি পেয়ারিং, ওয়্যারলেস কানেক্টিভিটি, কমপ্যাক্ট ডিজাইন এবং একটি পোর্টেবল চার্জিং কেস অফার করে। আবার অপটিক্যাল সেন্সর এবং মোশন অ্যাক্সিলোমিটার বৈশিষ্ট্যগুলি অটোমেটিক প্লেব্যাক সাপোর্ট করে। সোজা ভাষায় বললে, কান থেকে ইয়ারবাড সরানো হলে মিউজিক বন্ধ বা পজ হয়ে যায়।

Subheccha Das Poddar

Share
Published by
Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago