Apple ডিভাইস ব্যবহারকারীরা সাবধান! এক্ষুনি নিষ্ক্রিয় করুন AirDrop ফিচার

অ্যাপল (Apple) ডিভাইস ব্যবহারকারীদের কাছে এয়ারড্রপ (AirDrop) একটি অত্যাবশ্যকীয় ফিচার। এর মাধ্যমে দুটি অ্যাপল ডিভাইসের মধ্যে সম্পূর্ণ অবাধে ডেটার আদান-প্রদান সম্ভব। অবগতির জন্য জানিয়ে রাখি যে এয়ারড্রপ (AirDrop) একটি ওয়্যারলেস পরিষেবা। তাই অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে এর যথেষ্ট চাহিদা রয়েছে। অথচ এ হেন বহুব্যবহৃত একটি পরিষেবা সম্প্রতি হ্যাকারদের দ্বারা আক্রান্ত, যার কারণ ফিচারের অভ্যন্তরীণ দুর্বলতার মধ্যেই নিহিত রয়েছে। বিশেষ জাতীয় বাগ (Bug) সমস্যার জন্যই এয়ারড্রপ ব্যবহারকারীরা হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। এক্ষেত্রে হ্যাকারেরা তাদের মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস সহ ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নিচ্ছেন।

ডার্মস্টাট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (Technical University of Darmstadt) গবেষক দল এয়ারড্রপের বাগ সমস্যার বিষয়টিকে চিহ্নিত করেছেন। তাদের দাবী এই বাগ দুর্বলতার সুযোগে হ্যাকারেরা অ্যাপলের (Apple) ডিভাইসে ঢুকে পড়তে সক্ষম হচ্ছে এবং এভাবেই সম্পূর্ণ অপরিচিত একজন অ্যাটাকার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বেমালুম লোপাট করছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়। মূলত এই কাজের জন্য হ্যাকারদের দরকার পড়ছে একটি ওয়াইফাই (Wi-Fi) যুক্ত ডিভাইস, যার সাহায্যে অবস্থানগত নৈকট্যকে কাজে লাগিয়ে তারা এয়ারড্রপ (AirDrop) ইউজারের ডেটা চুরি করছে।

ব্যাপারটা ভালোভাবে বুঝতে চাইলে এয়ারড্রপ (AirDrop) ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। আসলে ডেটা শেয়ার করার ক্ষেত্রে এয়ারড্রপ পারস্পরিক যাচাইয়ের প্রযুক্তি (Mutual Authentication Mechanism) ব্যবহার করে। এক্ষেত্রে তারা ব্যবহারকারীর ফোন নম্বর এবং ইমেইল আইডি সংগ্রহ করে এবং অ্যাড্রেস বুকের তালিকার সঙ্গে সেটি মিলিয়ে নেয়। ঠিক এখানেই প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকারেরা ডেটা বিনিময়কারীদের ডিভাইস থেকে তাদের গুরুত্বপূর্ণ তথ্য হস্তগত করছে। ফলে আইওএস (iOS) ও ম্যাকওএস (macOS) ইউজারেরা এয়ারড্রপের শেয়ারিং প্যানেল ওপেন করলেই বিপদে পড়ছেন।

কেন এই দুর্বলতা, ঠিক কোথায় ত্রুটি ঘটছে তা অনুসন্ধান করতে গিয়ে গবেষক দল অ্যাপল (Apple) ডিভাইসের হ্যাশ ফাংশন-কে (Hash Functions) দায়ী করেছেন। অ্যাপল ডিভাইসের হ্যাশিং প্রযুক্তি ডেটা আদান-প্রদানকারীদের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। গবেষকদের মতে, প্রাপ্ত হ্যাশ ভ্যালুকে কাজে লাগিয়ে এনকোডেড ডেটা ডিকোড করে খুব সহজেই হ্যাকারেরা ইউজারের প্রয়োজনীয় তথ্য কুক্ষিগত করছে।

গবেষক দল আরো জানিয়েছে যে উপরোক্ত দুর্বলতা সম্পর্কে তারা অনেক আগেই (মে, ২০১৯) অ্যাপলকে (Apple) অবহিত করে। কিন্তু সেসময় অ্যাপলের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে বর্তমানে ১.৫ বিলিয়নের থেকে বেশী সংখ্যক মানুষের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গবেষকদের মতে সিস্টেম সেটিংসে (System Settings) গিয়ে এয়ারড্রপ (AirDrop) প্রযুক্তিকে নিষ্ক্রিয় করে ব্যবহারকারীরা আপাতত নিজস্ব ডেটা সুরক্ষিত রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

20 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

44 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago