আইফোন সহ Apple ডিভাইস ব্যবহারকারীরা সাবধান, এক্ষুনি করুন সিস্টেম আপডেট

iPhone ব্যবহারকারীদের জন্য iOS 14 এর নতুন আপডেট নিয়ে এলো Apple। এই নতুন সফটওয়্যার আপডেটটির ভার্সন iOS 14.2। এছাড়া অ্যাপল ওয়াচ, আইপ্যাড ও ম্যাকবুকের জন্যও তারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে। এই আপডেট গুলিতে তারা মূলত তিনটি ‘zero-day vulnerabilities’ এর সমস্যাকে দূর করে নিজেদের সিকিউরিটি সিস্টেমকে মজবুত করেছে। আপনি যদি Apple ডিভাইস ব্যবহারকারী হন, তাহলে আপনার উচিত এক্ষুনি সিস্টেমটিকে আপডেট করা।

Google এর প্রোজেক্ট-জিরো সিকিউরিটি টিম অ্যাপলের আইওএস ১৪ প্ল্যাটফর্মের সিকিউরিটি সংক্রান্ত এই সমস্যাগুলিকে খুঁজে বের করে। তারা এ বিষয়ে Apple কে অবহিত করে। এরপরেই অ্যাপল এই সমস্ত সমস্যাগুলি ফিক্স করতে উদ্যোগী হয়। তাদের সাম্প্রতিক সফটওয়্যার আপডেটটি তারই ফলশ্রুতি।

আইফোনের সাথে সাথেই ষষ্ঠ জেনারেশন আইপড, আইপ্যাড মিনি, আইপ্যাড এয়ার এবং অন্যান্য অ্যাপল ওয়াচেও উপরিউক্ত দুর্বলতাগুলি লক্ষ্য করা গিয়েছিল। যারা এই সমস্যার শিকার তাদের নিজেদের ডিভাইসে সাম্প্রতিক সফটওয়্যার আপডেটটি ইনস্টল করতে হবে। অন্যদিকে পুরোনো আইফোন ব্যবহারকারীরা আইওএস ১২.৪.৯ ব্যবহার করতে পারেন। সেখানে এই সিকিউরিটি সমস্যার অনেকটাই সুরাহা হয়েছে। এছাড়া আইপ্যাড ওএস ১৪.২, ওয়াচ ওএস ৫.৩.৯, ওয়াচ ওএস ৬.২.৯, ওয়াচ ওএস ৭.১ প্রভৃতি সাম্প্রতিকতম আপডেটে এই সিকিউরিটি সমস্যা থেকে রেহাই মিলতে পারে।

গুগলের প্রোজেক্ট-জিরো সিকিউরিটি টিম মূলত তিনটি সমস্যা কে চিহ্নিত করে। যেগুলির কোডনেম CVE-2020-27930, CVE-2020-27950 এবং CVE-2020-27932। এই তিনটি সিকিউরিটি দুর্বলতার মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক অ্যাটাকার এবং ম্যালওয়্যারগুলি আমাদের অ্যাপেল ডিভাইসটিকে কাবু করে ফেলতে পারে। আইওএস ১৪.২ এবং সদ্য আসা অন্যান্য আপডেটগুলি আমাদের ডিভাইসের সিকিউরিটি ব্যবস্থাকে আগের থেকে সুরক্ষিত করবে বলেই মনে করা হচ্ছে।