Apple Event 2022 Live Updates: iPhone SE 3, নতুন iPad Air, Mac আজ লঞ্চ হচ্ছে

00:32 (IST) Mar 09: Apple Peak Performance ইভেন্ট এখানেই শেষ হল। আজকের এই ইভেন্টে iPhone SE, নতুন iPad Air, Mac Studio, Studio display এবং নতুন…

00:32 (IST) Mar 09: Apple Peak Performance ইভেন্ট এখানেই শেষ হল। আজকের এই ইভেন্টে iPhone SE, নতুন iPad Air, Mac Studio, Studio display এবং নতুন কালার সহ iPhone 13 ও iPhone 13 Pro লঞ্চ হয়েছে।

00:24 (IST) Mar 09: Studio display এর সমস্ত ফিচার দেখে নিন। দাম রাখা হয়েছে ১,৫৯৯ ডলার (প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা)।

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

00:18 (IST) Mar 09: দেখে নিন Mac Studio এর পারফরম্যান্স শিট। দাম রাখা হযেছে ৩,৯৯৯ ডলার ( প্রায় ৩ লক্ষ ৭ হাজার টাকা)

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

00:12 (IST) Mar 09: লঞ্চ হল M1 Ultra সহ প্রথম Mac কম্পিউটার, Mac Studio। পাশাপাশি আত্মপ্রকাশ করলো Studio display।

00:5 (IST) Mar 09: ভারতে iPad Air এর ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯০ টাকা এবং সেলুলার মডেলের দাম ৬৮,৯৯০ টাকা।

23:59 (IST) Mar 08: Apple আনলো M1 Ultra চিপ, যাতে আছে ৬৪ কোর জিপিইউ। এটি M1 এর থেকে ৮ গুন দ্রুত বলে দাবি করা হয়েছে।

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

23:58 (IST) Mar 08: iPad Air পাওয়া যাবে পিঙ্ক পার্পেল, ব্লু, স্টারলাইট ও স্পেস গ্রে কালারে এবং দাম শুরু হচ্ছে ৫৯৯ ডলার (প্রায় ৪৬,১০০ টাকা) থেকে। এটি ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

23:51 (IST) Mar 08: নতুন আইপ্যাড এয়ার এর সমস্ত ফিচার দেখে নিন

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

23:51 (IST) Mar 08: নতুন আইপ্যাড এয়ার এসেছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও 5G সাপোর্ট সহ। এটি iPadOS দ্বারা চালিত হবে এবং দ্বিতীয় প্রজন্মের Apple Pencil সাপোর্ট করবে।

23:48 (IST) Mar 08: Apple লঞ্চ করলো M1 chip সহ নতুন iPad Air

23:43 (IST) Mar 08: ভারতে নতুন আইফোনের দাম শুরু হয়েছে ৪৩,৯০০ টাকা থেকে

23:42 (IST) Mar 08: তিনটি কালার ভ্যারিয়েন্টে এসেছে iPhone SE, রয়েছে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে ও 5G সাপোর্ট।

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

23:41 (IST) Mar 08: নতুন iPhone SE তে ব্যবহার করা হয়েছে A15 bionic প্রসেসর

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

23:40 (IST) Mar 08: iPhone SE লঞ্চ হল

23:39 (IST) Mar 08: লঞ্চ হচ্ছে বহু প্রতীক্ষিত নতুন iPhone SE

23:38 (IST) Mar 08: লঞ্চ হল iphone 13 ও iPhone 13 Pro এর নতুন কালার ভ্যারিয়েন্ট

Apple Event 2022 Live Updates, Iphone Se 3 Launch Live Updates

23:30 (IST) Mar 08: স্টিভ জবস থিয়েটারে শুরু হল অ্যাপল পিক পারফরম্যান্স ইভেন্ট

23:25 (IST) Mar 08: আর ৫ মিনিট পর শুরু হচ্ছে অ্যাপল পিক পারফরম্যান্স ইভেন্ট। এই ইভেন্টে iPhone SE 2020-এর আপগ্রেডেড ভার্সন, iPhone SE 3/ iPhone SE (2022), iPad Air 5 ও এম২ চিপ চালিত MacBook Air ল্যাপটপ সহ বিভিন্ন Apple প্রোডাক্ট লঞ্চ হতে পারে।