Redmi 10 ভিন্ন ডিজাইন ও ফিচার সহ 17 মার্চ ভারতে আসছে, থাকবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা

প্রখ্যাত টেক ব্র্যান্ড Xiaomi অধীনস্ত Redmi আজ ভারতে তাদের আপকামিং স্মার্টফোন Redmi 10 এর লঞ্চের তারিখ ঘোষণা করলো। আগামী ১৭ই মার্চ আনুষ্ঠানিক ভাবে এই মডেলটির উপর থেকে পর্দা সরানো হবে। একই সাথে, এই নয়া স্মার্টফোনে কিরূপ ফিচার থাকবে, তার ধারণা দিতে ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করে দিয়েছে সংস্থাটি। যার দৌলতে লঞ্চের আগেই ডিভাইসটির বেশ কয়েকটি কী-ফিচার প্রকাশ্যে এসে গেছে। যেমন, Redmi 10, ওয়াটার-ড্রপ স্টাইলের ডিসপ্লে নচ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং স্ন্যাপড্রাগন চিপসেটের সাথে আসবে। প্রসঙ্গত, গত বছর বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করার পর অবশেষে ২০২২ সালের প্রথম কোয়ার্টারে উক্ত ফোনটি ভারতীয় ক্রেতাদের জন্য উপলব্ধ হবে। আর, গত মাসে Redmi 10 2022 নামে ফোনটির একটি আপগ্রেডেড ভার্সনও চালু করা হয়েছিল। যদিও, এই দুটি ফোনের সাথে আপকামিং মডেলের ফিচারগত সাদৃশ্যতা খুবই কম দেখা যাবে। তাহলে চলুন এবার আসন্ন Redmi 10 স্মার্টফোনের লঞ্চের বিবরণ, সম্ভাব্য দাম ও ফিচার প্রসঙ্গে বিশদে জেনে নেওয়া যাক।

Redmi 10 স্মার্টফোন ভারতে লঞ্চ হচ্ছে ১৭ মার্চ

অফিসিয়াল রেডমি ইন্ডিয়া অ্যাকাউন্ট মারফৎ ভারতে রেডমি ১০ স্মার্টফোনের লঞ্চ তারিখ ঘোষণা করা হয়েছে। সাথে ফোনটির লঞ্চ টিজ করার জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট তৈরি করা হয়েছে।

সেক্ষেত্রে, সদ্য লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, আসন্ন ফোনটির ভারতীয় সংস্করণ এবং গত বছর গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা মডেলে উপলব্ধ স্পেসিফিকেশনগুলি আলাদা হতে পারে। আবার গত মাসে লঞ্চ হওয়া রেডমি ১০ ২০২২ নামের আপগ্রেডেড ভার্সনটির সাথে এর তেমন কোনো ফিচারগত সাদৃশ্য থাকবে বলে মনে হচ্ছে না।

Redmi 10 ভারতে দাম (সম্ভাব্য)

ভারতে, রেডমি ১০ স্মার্টফোনের দাম বিদ্যমান Redmi 9 -এর অনুরূপ হবে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে, আসন্ন ফোনটির প্রারম্ভিক মূল্য ৮,৯৯৯ টাকা রাখা হতে পারে। যদিও, বর্তমানে, ২০২০ সালে লঞ্চ হওয়া রেডমি ৯ ফোনের ৪ জিবি র‌্যাম+৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম বেড়ে ৯,৪৯৯ টাকা হয়ে গেছে।

যাইহোক, গত বছর সেপ্টেম্বরে ১২,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সাথে আত্মপ্রকাশ করা Redmi 10 Prime ফোনের থেকে অধিক সাশ্রয়ী হবে রেডমি ১০, এমনটাও মনে করছেন টিপস্টাররা।

Redmi 10 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

মাইক্রোসাইট অনুসারে, রেডমি ১০ ফোনের ভারতীয় সংস্করণে ওয়াটার ড্রপ স্টাইলের ডিসপ্লে নচ দেখা যাবে। যেখানে কিনা, গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রেডমি ১০ এবং রেডমি ১০ ২০২২, উভয় মডেলেই পাঞ্চ-হোল কাটআউট ডিসপ্লে ডিজাইন রয়েছে। আপকামিং ফোনটিতে ৬এনএম প্রসেসিং নোড ভিত্তিক স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি, রেডমি ১০ ও আপগ্রেডেড ভার্সনে দেওয়া হয়েছিল মিডিয়াটেক ডাইমেনসিটি হেলিও জি৮৮ চিপসেট।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Redmi 10 ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে বলে টিজ করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর হবে ৫০ মেগাপিক্সেলের। অন্যদিকে, মূল রেডমি ১০ এবং রেডমি ১০ ২০২২ উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বতর্মান।

তদুপরি, আপকামিং ফোনটির ফিনিশিং -ও বিদ্যমান দুটি মডেলের থেকে ভিন্ন হবে, বলে মনে হচ্ছে। মাইক্রোসাইটে দেখা গেছে যে, শীঘ্রই ভারতে আগত রেডমি ফোনটি টেক্সচার্ড ডিজাইন ও স্মাজ-ফ্রি ফিনিশিং সহ আসবে।

টিজার পোস্ট অনুসারে, Redmi 10 ফোনের ভারতীয় সংস্করণে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। যেখানে কিনা, মূল Redmi 10 এবং Redmi 10 2022 ফোনে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এছাড়া, মাইক্রোসাইটে উল্লেখ আছে যে, ভারতে আগত Redmi 10 ফোনে ‘আল্ট্রা-ফাস্ট’ স্টোরেজ, ‘ম্যাসিভ’ ব্যাটারি এবং ‘ফাস্ট চার্জিং’ সমর্থন করবে। পরিশেষে, ফোনটি একটি ‘গ্র্যান্ড’ ডিসপ্লের সাথে আসবে বলেও টিজ করা হয়েছে।