চশমার মধ্যেই AI, শুনবে ভয়েস কমান্ড-ও! চমকে দিয়ে হাজির Oppo Air Glass 3 XR

আবার Oppo Air Glass 3 XR-এ অ্যান্ডেসজিপিটি এআই অ্যাসিস্টেন্ট উপস্থিত। এটি ভয়েস কমান্ড থেকে টাচ কন্ট্রোল প্রভৃতি কাজে সাহায্য করবে।

চলতি MWC 2024 ইভেন্টে Oppo তাদের নতুন প্রোডাক্ট হিসেবে Air Glass 3 XR এর উপর পর্দা সরালো। এটি Oppo Air Glass 2 এর উত্তরসূরী। নয়া এয়ার গ্লাসে এআই ফিচার পাওয়া যাবে। এছাড়া রয়েছে একাধিক নতুন প্রযুক্তি। আসুন Oppo Air Glass 3 XR সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Oppo Air Glass 3 XR এর ডিসপ্লে দেবে ১০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস

ওপ্পো এয়ার গ্লাস ৩ এক্সআর এর ওজন মাত্র ৫০ গ্রাম। এর উচ্চমানের ওয়েভগাইড এর প্রতিসরাঙ্ক ১.৭০, যা পরিষ্কার দৃশ্যমান অফার করবে। আর এতে ১,০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।

আবার Oppo Air Glass 3 XR-এ অ্যান্ডেসজিপিটি এআই অ্যাসিস্টেন্ট উপস্থিত। এটি ভয়েস কমান্ড থেকে টাচ কন্ট্রোল প্রভৃতি কাজে সাহায্য করবে। আবার‌ এর মাধ্যমে মিউজিক নিয়ন্ত্রণ, কল গ্রহণ, নোটিফিকেশন পাওয়া ইত্যাদি কাজ ব্যবহারকারীরা করতে পারবে।

এদিকে পরিষ্কার অডিও সরবরাহ করার জন্য Oppo তাদের Air Glass 3 XR ডিভাইসের চার জায়গায় চারটি মাইক্রোফোন দিয়েছে। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, কোলাহল পূর্ণ এলাকাতেও এর মাধ্যমে পরিষ্কার আওয়াজ পাওয়া যাবে।

উল্লেখ্য, আপাতত Oppo Air Glass 3 XR এর ঝলক দেখানো হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে। এটি কবে বাজারে আসবে তা এখনও জানা যায়নি।