পাওয়ারফুল M3 চিপের সাথে লঞ্চ হল Apple iMac 2023, ভারতে কত দাম দেখে নিন

আজ অর্থাৎ ৩১শে অক্টোবর Apple, iMac 2023 ডেস্কটপ পিসি লঞ্চ করল। এটি ২৪-ইঞ্চির LED-ব্যাকলিট ডিসপ্লে প্যানেল, ছয়টি স্পীকার সিস্টেম, HD ওয়েব ক্যামেরা, ওয়াই-ফাই ৬ই কানেক্টিভিটি…

আজ অর্থাৎ ৩১শে অক্টোবর Apple, iMac 2023 ডেস্কটপ পিসি লঞ্চ করল। এটি ২৪-ইঞ্চির LED-ব্যাকলিট ডিসপ্লে প্যানেল, ছয়টি স্পীকার সিস্টেম, HD ওয়েব ক্যামেরা, ওয়াই-ফাই ৬ই কানেক্টিভিটি বিকল্প এবং লেটেস্ট M3 চিপসেট সহ এসেছে। প্রসঙ্গত, আলোচ্য মডেলটিকে ১৪-ইঞ্চি এবং ১৬-ইঞ্চির Macbook Pro -এর সাথেই আজ ঘোষণা করা হয়েছে। চলুন নয়া Apple iMac 2023 -এর দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Apple iMac 2023 এর স্পেসিফিকেশন ও ফিচার

এম৩ প্রসেসরের সাথে লঞ্চ হওয়া নতুন অ্যাপল আইম্যাক ২০২৩ ডেস্কটপ সংস্করণটি এম১ চিপ চালিত পূর্বসূরী মডেলের চেয়ে ২ গুণ এবং বিদ্যমান ২৭-ইঞ্চির ইন্টেল-বেসড মডেলগুলির তুলনায় ২.৫ গুণ পর্যন্ত ফাস্ট পারফরম্যান্স প্রদান করে। জানিয়ে রাখি, এই নয়া মডেলে ব্যবহৃত এম৩ প্রসেসরটি – ৮-কোর সিপিইউ, সর্বোচ্চ ১০- কোর জিপিইউ, এবং ২৪ জিবি পর্যন্ত ইউনিফাইড মেমরি সাপোর্ট করে, যা মাল্টিটাস্কিং, কনটেন্ট ক্রিয়েশন ও গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা প্রদানে সমর্থ।

নতুন আইম্যাক ডিভাইসটি ২৪-ইঞ্চির LED-ব্যাকলিট ৪.৫কে রেটিনা ডিসপ্লে সহ এসেছে, যা ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। আবার ভিডিও চ্যাটিংয়ের জন্য এতে ১০৮০পিক্সেল রেজোলিউশন সমর্থিত একটি ফেসটাইম এইচডি ক্যামেরা রয়েছে। এদিকে অডিও বিভাগের কথা বললে, আলোচ্য ডেস্কটপে ছয়টি স্পীকার সিস্টেম, এবং ডিরেকশনাল বিমফর্মিং যুক্ত থ্রি-অ্যারে মাইক্রোফোন বর্তমান।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে Apple iMac 2023 -এ সামিল রয়েছে – ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, দুটি থান্ডারবোল্ট / ইউএসবি ৪ পোর্ট (ডিসপ্লেপোর্ট সমর্থন সহ), থান্ডারবোল্ট ৩ (৪০ Gbps পর্যন্ত স্পিড), ইউএসবি ৪ (৪০ Gbps পর্যন্ত স্পিড), ইউএসবি ৩.১ জেন ২ (১০ Gbps পর্যন্ত স্পিড), দুটি ইউএসবি ৩ পোর্ট (১০ Gbps পর্যন্ত স্পিড), একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি গিগাবিট ইথারনেট পোর্ট। এছাড়া এটি – থান্ডারবোল্ট ২, এইচডিএমআই, ডিভিআই, এবং ভিজিএ পোর্টের সাথেও সামঞ্জস্যপূর্ণ।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ম্যাকওএস সোনোমা অপারেটিং সিস্টেম চালিত এই ডেস্কটপ মডেলে – পার্সোনালাইজড উইজেট, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য উন্নীত সাফারি (Safari) ফিচার এবং আরও ভাল গেমিং পারফরম্যান্সের জন্য নতুন স্ক্রিন সেভার ও গেম মোড অফার করা হচ্ছে। পরিশেষে ডিজাইনের দিক থেকে নয়া Apple iMac 2023, রিসাইকেল্ড বা পুনর্ব্যবহৃত উপাদানসমূহ দিয়ে নির্মিত।

Apple iMac 2023 ডেস্কটপের দাম

অ্যাপল আইম্যাক ২০২৩ মডেলের ৮-কোর জিপিইউ ভ্যারিয়েন্টের দাম ১,২৯৯ ডলার (ভারতে মূল্য ১,৩৪,৯০০ টাকা)। এটিকে – ব্লু , গ্রীন, পিঙ্ক এবং সিলভার কালারে পাওয়া যাবে। আবার ১০-কোর জিপিইউ বিকল্পকে ১,৪৯৯ ডলার (ভারতে দাম ১,৫৪,৯০০ টাকা) প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছে। এটি – ব্লু, গ্রীন, পিঙ্ক, সিলভার, ইয়ালো, অরেঞ্জ এবং পার্পেল কালারে এসেছে।

লভ্যতার কথা বললে, নবাগত Apple iMac 2023 মডেলটি আজ থেকে বিভিন্ন আঞ্চলিক বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ৭ই নভেম্বর থেকে ক্রেতারা এটিকে কিনতে পারবেন।