স্বাধীনতা দিবস উপলক্ষে এবার অফার দিচ্ছে Apple-ও, iPhone 12 ও iPhone 13 কিনুন ৬,০০০ টাকা ছাড়ে

দাম একটু চড়া হওয়া সত্ত্বেও টেক জায়েন্ট Apple (অ্যাপল)-এর iPhone (আইফোন) কমবেশি অনেকেই কিনতে চান। নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ দুর্দান্ত ফিচারের মেলবন্ধনে গঠিত এই ডিভাইসটি আভিজাত্যের পরিচায়কও বটে। তাই বেশির ভাগ প্রযুক্তিপ্রেমীরা এই চমকপ্রদ স্মার্টফোনটিকে সস্তায় পকেটস্থ করার জন্য নানাবিধ সেলের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে থাকেন। সেক্ষেত্রে আপনিও যদি হালফিলে একটি ব্র্যান্ড-নিউ iPhone সস্তায় কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনে রয়েছে একটি দারুণ সুখবর! কারণ ই-কমার্স প্ল্যাটফর্মগুলির বিশেষ সেল শেষ হলেও, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে HDFC (এইচডিএফসি) ব্যাংকের সাথে হাতে হাত মিলিয়ে বর্তমানে iPhone-এ দুর্দান্ত ছাড় দিচ্ছে Apple।

এক্ষেত্রে, এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে অ্যাপলের অনলাইন স্টোর থেকে আইফোন কিনলে ক্রেতারা বেশ খানিকটা (পড়ুন দামের ওপর ৬,০০০ টাকা) ছাড়ে iPhone 12 (আইফোন ১২) এবং iPhone 13 (আইফোন ১৩) মডেল কিনতে সক্ষম হবেন। অন্যদিকে, Amazon (অ্যামাজন) থেকেও এই মুহূর্তে বেশ সস্তায় উক্ত দুটি আইফোন মডেল কেনার সুযোগ মিলবে। যদিও Amazon India-য় ডিসকাউন্ট পেতে আপনাদের কোনো নির্দিষ্ট ব্যাংক কার্ডের প্রয়োজন হবে না। তাহলে চলুন, চলতি সময়ে এই দুটি হ্যান্ডসেট কিনতে হলে ক্রেতাদের কত টাকা ব্যয় করতে হবে, সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে iPhone 12

অ্যাপলের অনলাইন স্টোরে আইফোন ১২-এর (৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট) দাম ৬৫,৯০০ টাকা। তবে এইচডিএফসি ব্যাংকের কার্ড মারফত পেমেন্ট করলে এই স্মার্টফোনটি মাত্র ৫৯,৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। তদুপরি, অ্যাপলের অনলাইন স্টোর থেকে ফোনটি কিনলে ২,২০০ টাকা থেকে ৪৬,৭০০ টাকা পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে, তবে এমন ছাড় পেতে হলে ক্রেতাদের পুরোনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনতে হবে। সেক্ষেত্রে পুরোনো ফোনটি বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছে, তার ওপরই সম্পূর্ণভাবে এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ নির্ভর করবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মুহূর্তে অ্যামাজন থেকে আইফোন ১২ কিনতে হলে খরচ পড়বে ৬০,৯০০ টাকা; তবে সেইসাথে ২৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। আবার, নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন গ্রাহকরা। সেক্ষেত্রে এই মুহূর্তে সস্তায় আইফোন ১২ কেনার প্ল্যান করলে ক্রেতাদের দুটি ওয়েবসাইটই চেক করে দেখতে হবে।

iPhone 13-এও মিলবে দুর্দান্ত ছাড়

একইভাবে, মাত্র ৭৩,৯০০ টাকায় এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে Apple-এর অনলাইন স্টোর থেকে iPhone 13 (১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটির এমনিতে দাম ৭৯,৯০০ টাকা হলেও, এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহারের সুবাদে ৬,০০০ টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। প্রসঙ্গত বলে রাখি, উপরে উল্লিখিত এক্সচেঞ্জ অফারটি এক্ষেত্রেও প্রযোজ্য হবে। অন্যদিকে, Amazon থেকে iPhone 13 কিনতে হলে খরচ পড়বে ৭১,৯০০ টাকা। সেইসাথে নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টের পাশাপাশি ২৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে।