সুখবর, Apple iPhone 13 সিরিজ আসছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে, থাকবে ১ টিবি পর্যন্ত মেমোরি

আগামী কয়েকদিনের মধ্যে Apple (অ্যাপল)-এর পরবর্তী iPhone 13 (আইফোন ১৩) সিরিজ বাজারে আসবে; ইতিমধ্যে এই প্রিমিয়াম...
Anwesha Nandi 20 Aug 2021 12:59 PM IST

আগামী কয়েকদিনের মধ্যে Apple (অ্যাপল)-এর পরবর্তী iPhone 13 (আইফোন ১৩) সিরিজ বাজারে আসবে; ইতিমধ্যে এই প্রিমিয়াম স্মার্টফোনগুলির অনেক ফিচার ফাঁস হয়েছে। কিন্তু আসন্ন সিরিজের মুক্তির দিনক্ষণ সম্পর্কে এতদিন স্পষ্ট কিছু জানা যায়নি। এর আগে শোনা যাচ্ছিল যে iPhone 13 সিরিজটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাজারে আসবে, কিন্তু এখন মনে হচ্ছে Apple লঞ্চের তারিখ সামান্য পিছিয়ে দিতে চলেছে। কারণ সূত্রের খবর, মার্কিনি টেক জায়ান্টটি iPhone 13 হ্যান্ডসেটগুলি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে।

সেপ্টেম্বরের শেষ দিকে লঞ্চ হবে iPhone 13 সিরিজ?

ওয়েডবুশ অ্যানালিস্ট ড্যানিয়েল আইভসের মতে, অ্যাপল, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে আইফোন ১৩ লাইনআপ লঞ্চ করার পরিকল্পনা করছে। এক্ষেত্রে সংস্থার সাপ্লাই চেইনগুলি ইতিমধ্যেই পর্যাপ্ত ফোনের ব্যবস্থা করেছে এবং তাঁরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে স্বাভাবিক সময়ে (সম্ভবত সেপ্টেম্বরের ২১ তারিখ) ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলেও ড্যানিয়েল জানিয়েছেন। উল্লেখ্য, অ্যাপল সবসময় সেপ্টেম্বরে অর্থাৎ তৃতীয় প্রান্তিকের শেষেই তার নতুন আইফোন চালু করে। কিন্তু গত বছর করোনার প্রকোপে অ্যাপল তার নিজস্ব ধারা অনুসরণ করতে পারেনি। ফলে এক মাস পরে অক্টোবরে আইফোন ১২ সিরিজের ফোনগুলি লঞ্চ হয়েছিল।

এদিকে আইভস, আসন্ন আইফোন ১৩ সিরিজের লঞ্চের পাশাপাশি এগুলির স্টোরেজ ক্ষমতা নিয়েও কথা বলেছেন। ম্যাকরুমার্সকে তিনি জানিয়েছেন যে আইফোন ১৩ সিরিজটিতে ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকবে, তবে এই সুবিধা শুধুমাত্র প্রো মডেলগুলিতে সীমাবদ্ধ। বর্তমানে, আইফোনের সর্বোচ্চ স্টোরেজ বিকল্প হল ৫১২ জিবি; তাই যদি আইভসের ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে আইফোন ১৩ সিরিজে বর্তমান স্টোরেজের দ্বিগুণ ক্ষমতা মিলতে পারে।

প্রসঙ্গত, ট্রেন্ডফোর্সের পূর্বেকার একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছিল যে আইফোন ১৩ সিরিজে দীর্ঘ ব্যাটারি ক্যাপাসিটি মিলতে পারে এবং এর দাম আইফোন ১২ সিরিজের অনুরূপ হতে পারে। তাছাড়া এই সিরিজ একটি নমনীয় চার্জিং সার্কিটের সাথে আসবে বলেও অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story