Apple iPhone 13 সিরিজে থাকবে না ৩এনএম A15 প্রসেসর

Apple-এর আসন্ন আইফোন সিরিজ, iPhone 13 লঞ্চ হতে এখনো অনেকটা সময় বাকি। কিন্তু এই সিরিজ নিয়ে এখন থেকেই বিভিন্ন তথ্য সামনে আসছে। জনপ্রিয় টিপস্টাররা সোশ্যাল…

Apple-এর আসন্ন আইফোন সিরিজ, iPhone 13 লঞ্চ হতে এখনো অনেকটা সময় বাকি। কিন্তু এই সিরিজ নিয়ে এখন থেকেই বিভিন্ন তথ্য সামনে আসছে। জনপ্রিয় টিপস্টাররা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সিরিজের ফিচার ফাঁস করছেন। সেক্ষেত্রে শোনা যাচ্ছিল যে, আসন্ন Apple iPhone 13, ৩এনএম A15 প্রসেসর দ্বারা চালিত হবে। কিন্তু সম্প্রতি ফোনএরিনার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন আইফোন 13-এ ৩এনএম A15 প্রসেসর থাকবে না। এই প্রতিবেদনটি চিপমেকার TSMC-র সাথে কথোপকথনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী জানা গেছে যে, TSMC ২০২২ সালের দ্বিতীয়ার্ধের আগে ৩এনএম চিপসেট উৎপাদন করা শুরু করবে না। অর্থাৎ, TSMC চিপসেট উৎপাদনের সময়সূচী ত্বরান্বিত করেছে বলে বাজারে যে গুজব রটেছিল, সেটাও মিথ্যা বলে প্রমাণিত হল। এই রোডম্যাপ অনুযায়ী, আইফোন ১৩-এর বদলে আইফোন ১৪-এ ৩এনএম চিপসেট থাকতে পারে। সুতরাং, আপাতত iPhone 13-এ ৫এনএম A15 চিপসেটই থাকবে। ৩এনএম চিপসেট আইফোনের কর্মক্ষমতা এবং পাওয়ার এফিশিয়েন্সি ১১% উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে অ্যাপল তার আসন্ন বিগ ইভেন্টের তারিখ ঘোষণা করেছে, যা আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্লেষক মিং চি কুও দাবি করেছেন, এই স্প্রিং ইভেন্টে, অ্যাপল নতুন আইপ্যাড প্রো লঞ্চ করতে পারে। আশা করা হচ্ছে যে, নতুন আইপ্যাড প্রো-তে একটি মিনি-এলইডি ব্যাকলিট ডিসপ্লে থাকবে।

Reuters-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সমগ্র বিশ্ব যে চিপের ঘাটতির সম্মুখীন হচ্ছে, টিএসএমসি জানিয়েছে যে তারা তা দূর করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এই চিপমেকার কোম্পানি বলেছে যে, তারা এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও সকল সরঞ্জাম যত তাড়াতাড়ি সম্ভব সংগঠিত করে এই সমস্যা সমাধানের জন্য দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, তারা এর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন