Apple iPhone 14 ও iPhone 14 Max আসছে শক্তিশালী A15 Bionic প্রসেসরের সাথে, ফাঁস আরও তথ্য

চলতি বছরে অ্যাপল (Apple) বাজারে লঞ্চ করবে তাদের আপকামিং iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। যদিও লঞ্চের জন্য এখনও প্রায় মাস ছয়েক তো অপেক্ষা করতেই হবে…

চলতি বছরে অ্যাপল (Apple) বাজারে লঞ্চ করবে তাদের আপকামিং iPhone 14 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। যদিও লঞ্চের জন্য এখনও প্রায় মাস ছয়েক তো অপেক্ষা করতেই হবে অ্যাপলের অনুরাগীদের। তবে তাদের কৌতূহলের আগুনে ঘি ঢালার জন্য ইতিমধ্যেই বিভিন্ন সূত্র মারফৎ এই সিরিজটির সম্পর্কে নানান তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে উল্লেখ করা হয় Apple iPhone 14 লাইনআপের ‘প্রো’ মডেলগুলি ডিজাইন এমনকি স্পেসিফিকেশনের ক্ষেত্রেও বাকি মডেলগুলির থেকে ভিন্ন হবে। আর এখন এক অ্যাপল বিশ্লেষক Apple iPhone 14 সিরিজের নন-প্রো এবং প্রো মডেলগুলির প্রসেসর সংক্রান্ত নতুন তথ্য প্রকাশ করেছেন, যা আগের রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ।

iPhone 14 সিরিজের প্রো মডেল ও নন-প্রো মডেলে থাকবে ভিন্ন প্রসেসর

গত সপ্তাহেই জানা গেছে যে, আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স মডেল দুটি অ্যাপল এ১৫ বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হবে, তবে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলগুলি অঘোষিত অ্যাপল এ১৬ বায়োনিক সহ আসবে। আর এখন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বিভিন্ন চিপের ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেছেন যে, আইফোনের নন-প্রো এবং প্রো মডেলের মধ্যে চিপসেটগুলির পার্থক্য সম্ভবত মার্কিন প্রযুক্তি সংস্থটির একটি মার্কেটিং বা অর্থ-ভিত্তিক সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, মিং-চি কুও দাবি করেছেন তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর চিপসেট সরবরাহ করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে অনুমান করা হচ্ছে অ্যাপল আইফোনের নন-প্রো এবং প্রো মডেলগুলির মধ্যে আরও পার্থক্য তৈরি করার চেষ্টা করছে বা এটি নন-প্রো মডেলগুলিতে পুরানো প্রজন্মের চিপগুলি ব্যবহার করে খরচ কম রাখার চেষ্টা করছে।

এছাড়াও জানানো হয়েছে যে, Apple iPhone 14 সিরিজের সমস্ত মডেলে ৬ জিবি র‍্যাম দেওয়া হবে, তবে নন-প্রো মডেলগুলিতে এলপিডিডিআর৪এক্স র‍্যাম থাকবে। অন্যদিকে, প্রো মডেলগুলিতে এলপিডিডিআর৫ র‍্যাম থাকবে, যা একটি মডেলগুলির মধ্যে প্রযুক্তিগত পার্থক্য তৈরি করবে এবং অপারেশনাল গতিকেও প্রভাবিত করবে।

জানিয়ে রাখি, অ্যাপল চলতি বছর iPhone 14 সিরিজের অধীনে মোট চারটি মডেল লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে Apple iPhone 14, 14 Max, 14 Pro, এবং 14 Pro Max। যেখানে iPhone 14 এবং 14 Pro মডেলে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকবে, আবার 14 Max এবং 14 Pro Max-এ অপেক্ষাকৃত বড় ৬.৭ ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে।