Twitter-এর খেল খতম, Meta আনছে নতুন মাইক্রোব্লগিং অ্যাপ, ডেটা সুরক্ষা নিয়ে চিন্তা থাকবেনা

বাড়বে ধনকুবের এলন মাস্কের চিন্তা! এবার Twitter-এর মতই একটি অ্যাপ আনতে চলেছে Meta, যা হবে সম্পূর্ণ ডিসেন্ট্রিলাইজড্।

সেলিব্রিটি-তারকাদের পোস্টের কারণে হোক কিংবা ধনকুবের এলন মাস্কের হাতে ক্ষমতা হস্তান্তর – ইউজারদের পছন্দ ছাড়াও এইসব বিভিন্ন কারণে সবসময় চর্চায় থাকে Twitter। এই মাইক্রোব্লগিং সাইটটির সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিদ্বন্দ্বিতার কথাও কারও অজানা নয়! তবে এবার Twitter-কে টেক্কা দিতে Facebook (পড়ুন Meta) সরাসরি মাঠে নামছে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি জানা গিয়েছে যে, Facebook, Instagram তথা WhatsApp-এর মূল মালিক সংস্থা Meta এবার একটি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে। এই প্রোডাক্ট (বা প্ল্যাটফর্ম) সম্পর্কে এই মুহূর্তে তেমন কোনো তথ্য প্রকাশিত হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি অনেকটাই Twitter-এর মত হতে পারে। উল্লেখ্য, এলন মাস্ক, Twitter কেনার পর থেকেই মানুষের মনে এই প্ল্যাটফর্মটিকে ঘিরে অস্বস্তির উদ্রেক হয়েছে, আর প্রযুক্তি কোম্পানিগুলি এরই সুবিধা নিতে চায়।

নতুন টেক্সট-বেসড সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করছে Meta

টুইটারকে টেক্কা দিতে এবং ভারতবাসীকে সম্পূর্ণ দেশী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অনুভব দিতে, ২০২০ সালে অর্থাৎ আজ থেকে ৩ বছর আগে ‘কু’ (Koo) নামের একটি অনুরূপ প্ল্যাটফর্ম তৈরি করেছিল মোদী সরকার। কিন্তু এই নয়া প্ল্যাটফর্মটি খানিকটা জনপ্রিয়তা পেলেও, কখনোই টুইটারের সমকক্ষ হয়ে উঠতে পারেনি। সেক্ষেত্রে এখন ফেসবুকের মূল কোম্পানি মেটা এই গেমে প্রবেশ করেছে, যেমনটা শুরুতেই বলেছি। মেটা, বর্তমানে একটি নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করছে যার ইউজাররা টেক্সট-বেসড আপডেট পোস্ট করতে সক্ষম হবেন। এই অ্যাপটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ইতিমধ্যে এর স্বল্প কিছু তথ্য পি৯২ (P92) কোডনেমের সাথে নেটদুনিয়ায় ফাঁস হয়েছে, যেখানে বলা হচ্ছে ইউজাররা তাদের ইনস্টাগ্রাম ক্রেডেনশিয়ালের সাহায্যে অ্যাপটিতে লগইন করতে পারবেন।

Meta ঠিক কী ভাবছে?

মেটার নতুন অ্যাপ সম্পর্কে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, তবে এবার তারা নিজেও এই নতুন অ্যাপের কথা প্রকাশ্যে এনেছে। সম্প্রতি কোম্পানিটি, সংবাদমাধ্যম প্ল্যাটফর্মারকে একচেটিয়াভাবে বলেছে যে তারা টেক্সট আপডেট শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র বিকেন্দ্রীভূত (ডিসেন্ট্রিলাইজড্) সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করছে। কারণ সংস্থাটি, ক্রিয়েটর এবং জনসাধারণ উভয়কেই নিজ নিজ আগ্রহ শেয়ার করার অবাধ জায়গা করে দিতে চায়। রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে মেটার তরফে কোনো ট্রিম ফ্রেম তৈরি করা হয়নি, তবে সংস্থার আইনি এবং নিয়ন্ত্রক দলগুলি ইতিমধ্যে কাজ শুরু করেছে; এমনকি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। 

বলে রাখি, মেটার এই প্রজেক্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল যে সংস্থাটি তার নেটওয়ার্ক ডিসেন্ট্রিলাইজড্ করে রাখবে। এতে, ডেটা কোনো একজায়গায় বা সার্ভারে সংরক্ষণ করা কিংবা নিয়ন্ত্রণ করা হবেনা। সেক্ষেত্রে মেটার এই পদক্ষেপ, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য বেশ চাপ সৃষ্টি করতে পারে।