iPhone 14 Pro ও iPhone 14 Pro Max প্রথমবার ভিন্ন ডিজাইনের ডিসপ্লের সাথে আসছে

Apple আগামী বছরে লঞ্চ করবে iPhone 14 সিরিজ। তবে তার আগে থেকেই এই সিরিজ নিয়ে চর্চা অব্যাহত। নতুন রিপোর্টে ফের দাবি করা হয়েছে, আসন্ন iPhone 14 Pro মডেলগুলি পাঞ্চ-পাঞ্চ ডিসপ্লে সহ আসবে। অর্থাৎ, iPhone 14 Pro (আইফোন ১৪ প্রো) এবং iPhone 14 Pro Max (আইফোন ১৪ প্রো ম্যাক্স) ফোনে iPhone 13-এর সমস্ত মডেলের মত ছোট নচ থাকবে না; পরিবর্তে এগুলি ট্রেন্ডিং ডিসপ্লে ডিজাইন সহ লঞ্চ হবে। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে সংস্থাটি তিনটি নতুন Apple Watch লঞ্চ করবে।

iPhone 14 Pro সিরিজে থাকবে বড় পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লে

কোরিয়ান ওয়েবসাইট দ্য ইলেকের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৪ প্রো মডেলে ৬.০৬ ইঞ্চি এবং প্রো ম্যাক্সে ৬.৭ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। উল্লেখ্য, ইতিমধ্যেই বহু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ডিজাইনের ডিসপ্লে রয়েছে, যার কাট আউটের মধ্যে সেলফি ক্যামেরা অবস্থিত থাকে।

এদিকে রিপোর্টে আরও দাবি করা হয়েছে, অ্যাপল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে OLED প্যানেলের সাথে ইন্টিগ্রেড থাকবে লো টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) এবং থিন-ফিল্ম ট্রানজিস্টর (TFT)। এই প্যানেলগুলি স্যামসাং তৈরি করবে, যাতে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

এছাড়া যেমনটা শুরুতে বলেছি, অ্যাপল, সম্ভবত আগামী বছরে তিনটি নতুন অ্যাপল ওয়াচ (Watch Series 8, Watch SE এবং রগড স্পোর্টস এডিশন) এবং এয়ারপডস প্রো (AirPods Pro)-এর আপগ্রেড ভার্সন আনবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এর মধ্যে এয়ারপডস প্রোতে নতুন চিপ এবং সম্পূর্ণ নতুন ডিজাইন দেখা যেতে পারে।