কত দাম iPhone 14 সিরিজ, Apple Watch, AirPods Pro এর, দেখে নিন প্রাইস চার্ট

সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টেক জায়েন্ট Apple (অ্যাপল) গতকাল অর্থাৎ বুধবার রাতে ‘Far Out’ (ফার আউট) ইভেন্টে লেটেস্ট iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ করেছে। পাশাপাশি কোম্পানি এনেছে নতুন কয়েকটি Apple Watch (অ্যাপল ওয়াচ) মডেল এবং নতুন AirPods Pro 2 (এয়ারপডস প্রো ২) ইয়ারবাডসও। এক্ষেত্রে পূর্ব জল্পনা মতই, Apple-এর বহু প্রত্যাশিত নেক্সট-জেন স্মার্টফোন সিরিজের অধীনে চারটি মডেল বাজারে এসেছে – iPhone 14 (আইফোন ১৪), iPhone 14 Plus (আইফোন ১৪ প্লাস), iPhone 14 Pro (আইফোন ১৪ প্রো) এবং iPhone 14 Pro Max (আইফোন ১৪ প্রো ম্যাক্স)। ফিচারের কথা বললে, নতুন iPhone-গুলি স্যাটেলাইট এমার্জেন্সি কমিউনিকেশন টেকনোলজি, OLED (ওলেড) ডিসপ্লে, উন্নত ক্যামেরা ইত্যাদি অপশনের সাথে এসেছে। আবার নতুন AirPods Pro 2-তে দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সলেশন ফিচার, ৩০ ঘন্টার ব্যাটারি লাইফ, স্পেশিয়াল অডিওর মত স্পেসিফিকেশন, যেখানে ব্রান্ডের নতুন স্মার্টওয়াচগুলিতে বডি টেম্পারেচার সেন্সর জাতীয় কিছু নতুনত্ব মিলবে। এমত পরিস্থিতিতে, আপনি যদি এই লেটেস্ট iPhone-গুলির পাশাপাশি লঞ্চ হওয়া অন্যান্য নতুন Apple প্রোডাক্টগুলি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বেশ কাজে আসবে। কেননা আজ আমরা মার্কিনি সংস্থাটির আনকোরা প্রোডাক্টগুলি কিনতে হলে ভারতীয়দের কত টাকা খরচ করতে হবে, সে সম্পর্কে বিশদে জানাতে চলেছি।

ভারতে আইফোন ১৪ সিরিজের দাম (iPhone 14 Series price in India)

নতুন আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল্য প্রো মডেলগুলির তুলনায় কম। এগুলির দাম শুরু হচ্ছে যথাক্রমে ৭৯,৯০০ টাকা এবং ৮৯,৯০০ টাকা থেকে। আগামীকাল, অর্থাৎ ৯ সেপ্টেম্বর থেকে আইফোন ১৪-এর প্রি-অর্ডার শুরু হচ্ছে, ১৬ সেপ্টেম্বর থেকে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে। অন্যদিকে, আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমেরিকায় আইফোন ১৪-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে, যেখানে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার (প্রায় ৭১,৬০০ টাকা)।

এদিকে, ভারতে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে যথাক্রমে ১,২৯,৯০০ টাকা এবং ১,৩৯,৯০০ টাকা থেকে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এদের নূন্যতম দাম যথাক্রমে ৯৯৯ ডলার (প্রায় ৭৯,৫৫৫ টাকা) ও ১,০৯৯ ডলার (প্রায় ৮৭,৫৩০ টাকা) থেকে। যাইহোক এই মডেলগুলির প্রি-অর্ডারও ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ১৬ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা এই স্মার্টফোনগুলি কিনতে পারবেন। উল্লেখ্য, এই হ্যান্ডসেটগুলি ডিপ পার্পল, গোল্ড, সিলভার এবং স্পেস ব্ল্যাক কালারে মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হবে। অ্যাপল অনলাইন স্টোর এবং অ্যাপল অথোরাইজড রিসেলারের কাছ থেকে ক্রেতারা এই মডেলগুলি কিনতে পারবেন।

ভারতে অ্যাপল ওয়াচ আল্ট্রার দাম (Apple Watch Ultra price in India)

গতকাল অ্যাপল কোম্পানি অ্যাপল ওয়াচ সিরিজ ৮ (Apple Watch Series 8), অ্যাপল ওয়াচ আল্ট্রা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই (Apple Watch SE)-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। এক্ষেত্রে সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া অ্যাপল ওয়াচ আল্ট্রার দাম রাখা হয়েছে ৮৯,৯০০ টাকা। স্মার্টওয়াচটি ২৩ সেপ্টেম্বর থেকে ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, সংযুক্ত আরব আমিরশাহী, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৪০টিরও বেশি দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। বলে রাখি, আধুনিক হাতঘড়িটির প্রি-অর্ডার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এর দাম (Apple Watch Series 8 price in India)

স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম কেসসমেত আসা অ্যাপল ওয়াচ সিরিজ ৮ কিনতে হলে ভারতীয় ক্রেতাদের কমপক্ষে ৪৫,৯০০ টাকা খরচ করতে হবে। আবার, এর স্টেইনলেস স্টিল ভার্সনটির জন্য ইউজারদেরকে খসাতে হবে ৭৪,৯০০ টাকা; এবং একদম সেরা মডেলটি কিনতে হলে গ্রাহকদেরকে ৭৯,৯০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হতে পারে।

ভারতে অ্যাপল ওয়াচ এসই (২য় জেন)-এর দাম (Apple Watch SE (2nd Gen) price in India)

ভারতে দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ এসই-র প্রারম্ভিক মূল্য ধার্য হয়েছে ২৯,৯০০ টাকা। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে একটি সিঙ্গেল অ্যালুমিনিয়াম কেস এবং তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে এই ঘড়ি।

ভারতে এয়ারপডস প্রো (২য় জেন)-এর দাম (AirPods Pro (2nd Gen) price in India)

এয়ারপডস প্রো (সেকেন্ড জেনারেশন)-এর দাম ভারতে ২৬,৯০০ টাকা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এর দাম ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা)। এক্ষেত্রে অ্যাপল জানিয়েছে যে, নতুন এয়ারপডসগুলির প্রি-অর্ডার ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা এই ডিভাইসটি কেনার সুযোগ পাবেন। তবে ভারতে এই এয়ারপডসের বিক্রি শুরুর কোনো দিনক্ষণ এখনও সংস্থার তরফে জানা যায়নি।