Apple iPhone 14 সিরিজের ডিসপ্লে সহ পারফরম্যান্স তথ্য ফাঁস, ProMotion স্ক্রিন থাকবে না নতুন Max ভ্যারিয়েন্টে

টেক জায়ান্ট Apple -এর আপকামিং আইফোন সিরিজের ফিচার-বিবরণী ফাঁস হল অনলাইনে। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে, চলতি বছরের চতুর্থ কোয়ার্টারে iPhone 14 সিরিজের অধীনে দু’প্রকার ডিসপ্লে সাইজের সাথে মোট চারটি মডেল আত্মপ্রকাশ করবে। এছাড়া, সংস্থাটির ১৪তম আইফোন প্রজন্ম অন্তর্গত iPhone 14 এবং 14 Pro মডেলের ‘কম্পিউটার-এডেড ডিজাইন বা সংক্ষেপে CAD রেন্ডার প্রকাশ্যে এসেছে, যেখানে প্রো এবং নন-প্রো মডেলগুলির ডিসপ্লে ফিচার এবং ক্যামেরা মডিউলের ডিজাইন একে অপরের থেকে অনেকটাই আলাদা হবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, প্রসেসর ভার্সনের ক্ষেত্রেও হয়তো ভিন্নতা থাকবে। এছাড়া, প্রো মডেলগুলির বাহ্যিক ডিজাইনের নতুনত্ব দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

এই তথ্য ফাঁস কান্ডের নেপথ্যে আছেন জনপ্রিয় টিপস্টার শ্যাডো (Shadow)। যিনি ২০২২ সালের আপকামিং আইফোন ১৪ সিরিজের চারটি মডেলের ডিসপ্লে সাইজ আগাম ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুসারে, প্রো মডেলগুলি LTPO ডিসপ্লে সহ আসবে, যা স্ক্রীনের রিফ্রেশ রেট ১ হার্টজ থেকে ১২০ হার্টজের মধ্যে রাখতে দেবে। যদিও, নন-প্রো মডেলগুলিতে স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। আসুন Apple iPhone 14 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং অন্যান্য বিবরণ দেখে নেওয়া যাক।

Apple iPhone 14 সিরিজ স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অ্যাপল আইফোন ১৪ সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করতে পারে। রিপোর্ট অনুসারে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল আইফোন ১৪ -এ একটি ৬.০৬ ইঞ্চির ফ্লেক্সিবল OLED ডিসপ্লে দেখা যাবে। আর, সাম্প্রতিক CAD রেন্ডারগুলি থেকে জানা যাচ্ছে যে, এই ভ্যানিলা মডেলটি ওয়াইড নচ সহ আসবে। যাতে ফেস আইডি সেন্সর এবং সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে।

অন্যদিকে, আইফোন ১৪ প্রো মডেলে নচের পরিবর্তে হোল পাঞ্চ কাটআউট এবং একটি পিল-আকৃতির কাটআউট দেখা যাবে। টিপস্টার শ্যাডো এক্ষেত্রে দাবি করেছে যে, উক্ত ডিভাইসে একটি ৬.০৬ ইঞ্চি ফ্লেক্সিবল OLED LTPO ডিসপ্লে থাকবে। যার মানে, আইফোন ১৪ প্রো প্রোমোশন রিফ্রেশ রেট ডিসপ্লে টেকনোলজি সহ আসবে। তদুপরি, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে তুলনায় বড় ডিসপ্লে অর্থাৎ একটি ৬.৬৮ ইঞ্চির ফ্লেক্সিবল OLED LTPO ডিসপ্লে থাকতে পারে। উভয় মডেলই প্রোমোশন ডিসপ্লে টেকনোলোজি সাপোর্ট করবে।

ডিসপ্লে ফিচারের পাশাপাশি, টিপস্টার আরো জানিয়েছেন যে আইফোন ১৪ সিরিজের অধীনে লঞ্চ হওয়া চারটি আইফোনেই ৬ জিবি র‌্যাম বর্তমান থাকবে। এছাড়া, তিনি একটি পূর্ববর্তী রিপোর্টে দাবি করেছিলেন যে আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স এ১৫ বায়োনিক চিপসেট সহ আসবে। আর, আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্সে ব্যবহার করা হবে এ১৬ বায়োনিক প্রসেসর।

আর ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, নন-প্রো মডেলগুলিতে ট্রুটোন (TrueTone) ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। অন্যদিকে, প্রো মডেলগুলিতে, LiDAR সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এছাড়া, টেকপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে যে, আইফোন ১৪ প্রো -এর মুখ্য সেন্সরটি ৪৮ মেগাপিক্সেলের হবে।

যদিও উপরিউক্ত তথ্যাদির সত্যতা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। তাই গুজব কতটা সত্যি আর কতটা প্রকৃতপক্ষেই ‘গসিপ’ তা জানতে আমাদের আরো কয়েকমাস অপেক্ষারত থাকতে হবে।