iPhone 6 Plus মডেলকে ‘ভিন্টেজ’ প্রোডাক্ট ঘোষণা করল Apple, সংস্থার পদক্ষেপ সম্পর্কে বিশদ জেনে নিন

আপনার কাছে যদি Apple iPhone 6 Plus (অ্যাপল আইফোন ৬ প্লাস) থেকে থাকে, তবে আপনি এখন একটি ভিন্টেজ প্রোডাক্টের মালিক। হ্যাঁ, ঠিকই পড়েছেন! আসলে সম্প্রতি প্রায় সাত বছর আগে লঞ্চ হওয়া iPhone 6 Plus-কে নিজের ভিন্টেজ প্রোডাক্ট লিস্টের আওতায় যুক্ত করেছে Apple। আপনাদের জানিয়ে রাখি, অ্যাপল-এর কোনো প্রোডাক্ট যদি ৫-৭ বছর তৈরি করা না হয়, তখন কোম্পানি সেটিকে ‘ভিন্টেজ প্রোডাক্ট’ হিসেবে ঘোষণা করে। অর্থাৎ কোম্পানি আর iPhone 6 Plus ফোনটি তৈরি করবে না। প্রসঙ্গত উল্লেখ্য, বছর সাতেক আগে iPhone 6-এর পাশাপাশি এই ফোনটি লঞ্চ করেছিল Apple। একসময় সংস্থার আইকনিক আইফোনগুলির মধ্যে ধরা হত এটিকে। তাছাড়া এই ফোনের হাত ধরেই আইফোনে বড়ো ডিসপ্লের ফ্যাশন শুরু হয়েছিল।

Apple অবসোলিট প্রোডাক্ট লিস্ট

ভিন্টেজ প্রোডাক্টের পাশাপাশি অ্যাপলের প্রোডাক্টের আর একটি তালিকা রয়েছে, যার নাম অবসোলিট প্রোডাক্ট (Obsolete Products) লিস্ট। যে প্রোডাক্টগুলি ৭ বছরেরও বেশি সময় ধরে বিক্রি হয়নি, তাদের এই তালিকায় রাখা হয়। এক্ষেত্রে অ্যাপল অবসোলিট প্রোডাক্টগুলির জন্য সমস্ত হার্ডওয়্যার সার্ভিস বন্ধ করে দেয় বটে, তবে ম্যাক (Mac) নোটবুকগুলিকে এই নিয়মের হাত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ডিভাইসগুলির ক্ষেত্রে কোম্পানির তরফ থেকে শুধুমাত্র একটি অ্যাডিশনাল ব্যাটারি-ওনলি রিপেয়ার পিরিয়ড অফার করা হয়। এদিকে সার্ভিস প্রোভাইডাররা অবসোলিট প্রোডাক্টের কোনো পার্টসের অর্ডার নিতে পারবেন না।

যাহোক মূল চর্চায় ফিরে আসি। ২০১৪ সালে স্মার্টফোন মার্কেটে পা রাখে আইফোন ৬ প্লাস। পরবর্তীকালে ২০১৬ সালে ফোনটির প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার পর ৫ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। তাই অ্যাপল-এর নিয়মানুযায়ী ফোনটিকে ভিন্টেজ প্রোডাক্ট হিসেবে ঘোষণা করার সময় হয়ে গেছে। ইতিমধ্যেই iPhone 4, iPhone 4s, iPhone 4s 8GB, iPhone 5, iPhone 5c, iPhone 3G-এর মতো সেটগুলি ভিন্টেজ প্রোডাক্টের তালিকায় শামিল হয়েছে। তবে এখন যাদের কাছে আইফোন ৬ প্লাস রয়েছে, তাদের বলে রাখি সেটগুলির উৎপাদন বন্ধ হয়ে গেলেও অ্যাপল অথোরাইজড সার্ভিস প্রোভাইডাররা আগামী সাত বছর পর্যন্ত আইফোন ৬ প্লাস-এর রিপেয়ার সার্ভিস প্রদান করবে।

iPhone 6 Plus-এর স্পেসিফিকেশন

আগেই বলেছি যে, ২০১৪ সালের সেপ্টেম্বরে iPhone 6-এর সাথে আত্মপ্রকাশ করে iPhone 6 Plus। ৫.৫ ইঞ্চির বড়ো ডিসপ্লে সহ বাজারে এসেছিল ফোনটি। Apple-এর সবচেয়ে বড়ো ডিসপ্লে সর্বপ্রথম এই আইফোনটিতেই দেখা গিয়েছিল। ফলে হ্যান্ডসেটটি খুব দ্রুত আইফোনপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। একইসাথে লঞ্চ হওয়া iPhone 6-এ ৪.৭ ইঞ্চি ডিসপ্লে ছিল। Apple এখন আর ৫.৫ ইঞ্চি ডিসপ্লে সহ কোনো ফোন তৈরি করে না, তবে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে সহ আইফোন এখনও মার্কেটে উপলব্ধ। উল্লেখ্য যে, iPhone SE 2020-তে রয়েছে ৪.৭ ইঞ্চি সাইজের ডিসপ্লে। এছাড়া, iPhone 6 Plus-এ অ্যাপল এ৮ চিপসেট এবং Apple Pay-এর মতো অত্যাধুনিক ফিচার বিদ্যমান। যদিও iPhone 6 সিরিজের আন্তর্জাতিক বাজারে বিপুল চাহিদা ছিল, কিন্তু সময়ের নিয়মে এবার স্মার্টফোন দুনিয়া থেকে বিদায় নিতে চলেছে iPhone 6 Plus।