Apple Car Crash: এই ফিচারের দৌলতে গাড়ি দুর্ঘটনার পরেও বেঁচে ফিরল মহিলা, আপনার ফোনেও রয়েছে

সম্প্রতি আইফোন ১৪ (iPhone 14) মডেলে থাকা ক্র্যাশ ডিটেকশন মোড এবং স্যাটেলাইট ইমার্জেন্সি এসওএস (SOS) পরিষেবার দৌলতে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এক দম্পতি ৩০০ ফুট গহীন পাহাড়ি খাদে পরেও প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পেরেছিলেন। এর ২ সপ্তাহ কাটতে না কাটতেই পুনরায় আরেক ক্যালিফোর্নিয়া নিবাসীর হাড় হিম করা গাড়ি দুর্ঘটনার খবর সামনে আসল। আর এবার রক্ষাকর্তা কিন্তু অ্যাপলের স্যাটেলাইট কানেক্টিভিটি ভিত্তিক ক্র্যাশ ডিটেকশন বা ইমার্জেন্সি SOS ফিচার ছিল না, বরং আইফোনে থাকা ‘ফাইন্ড মাই আইফোন’ (Find My iPhone) ফিচারটি গাড়ি দুর্ঘটনার শিকার হওয়া মহিলাকে বাঁচাতে সাহায্য করেছে৷ যদি সেই মহিলার আইফোনে উক্ত ফিচারটি না থাকতো, তবে হয়তো পরিণাম আরো প্রাণঘাতী ও ভয়াবহ হতে পারতো।

Apple এর Find My iPhone ফিচারের সহায়তায় প্রাণে বাঁচলেন এক মহিলা

২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষ্যে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে আয়োজিত একটি পারিবারিক সমাবেশ থেকে ফিরছিলেন এক মহিলা। কিন্তু মাঝ রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হয় তাকে। কেননা আকস্মিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে বেরিয়ে গিয়েছিল এবং সোজা পার্শ্ববর্তী পাহাড়ের ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। আহতের পরিবার দীর্ঘ সময় পর্যন্ত তার বাড়িতে পৌঁছনোর কোনো খবর না পাওয়ায় তৎক্ষণাৎ খোঁজখবর শুরু করে এবং ‘ফাইন্ড মাই আইফোন’ ফিচারের সাহায্য সেই মহিলার অবস্থান ট্র্যাক করে। এই ফিচারটি, ম্যাপে দেখায় যে গাড়িটি হাইওয়ের আশেপাশে কোথাও আছে। যারপর অবিলম্বে সেই মহিলাকে উদ্ধার করার জন্য পরিবারের লোক ৯১১ নম্বরে ফোন করে রেসকিউ টিমকে খবর দেন।

সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সম্প্রতি বেশ কয়েকটি ছবি সহ ফেসবুকে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। যার মাধ্যমে বাস্তব জীবনে ঘটে যাওয়া এই ভয়ানক দুর্ঘটনার সম্পর্কে আমরা জানতে পেরেছি। ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতি অনুসারে, মহিলাটি গুরুতর জখম অবস্থায় প্রায় সারা রাত গাড়িতেই ছিলেন। পরের দিন সকালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছনো মাত্রই কাজ শুরু করে দেয়। গাড়িটি অনেক গভীর খাদে আটকে থাকায় রোপ সিস্টেমের সাহায্যে দমকলকর্মীরা নিচে নামেন এবং ভিক্টিমকে উদ্ধার করেন। সারারাত আহত অবস্থায় গাড়ির মধ্যে আটকে থাকার দরুন সেই মহিলা যথেষ্ট বিধ্বস্ত ছিলেন বলেও জানা গেছে। যাইহোক, এরূপ দুর্ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় বেশি থাকে। কিন্তু ঘটনাচক্রে মহিলাটির আইফোনে ফাইন্ড মাই ফিচার উপস্থিত থাকায় এযাত্রায় তিনি প্রাণে বেঁচে যেতে পেরেছেন। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ফোনেও ফাইন্ড মাই ফিচার উপস্থিত।