Taliban Supercar: আফগান প্রযুক্তিতে প্রথম গাড়ি তৈরি করে চমকে দিল তালিবান, দেখুন ছবি

তালিবান বলতেই এক ভয়ানক জঙ্গি সংগঠনের কথাই মাথায় আসে প্রত্যেকের। এই সংগঠনের ভয়ে থরহরিকম্প গোটা বিশ্ব। আমেরিকা, ভারত, ইংল্যান্ড, জার্মানি, রাশিয়ার মত শক্তিধর দেশরাও খানিকটা সমঝে চলে এদের। এইতো কয়েক মাস আগেই আফগানিস্তানের মত গোটা একটি দেশ পুনরায় নিজেদের দখলে নিয়েছে ভয়ংকর এই জঙ্গি সংগঠন। সেই বিভীষিকাময় ছবি দেখে শিউরে উঠেছে সুমেরু থেকে কুমেরু। তবে এবার তাদের এক অন্য দিক সামনে এল। তালিবান শাসনে থাকা আফগানিস্তান এই প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি তাদের প্রথম সুপারকার জনসমক্ষে আনলো।

তালিবান সরকারের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর সৌজন্যে Mada 9 নামের এই সুপারকারের প্রোটোটাইপ ভার্সনের ছবি সামনে এসেছে। এটি সম্পূর্ণ তৈরি হতে সময় লাগবে আরো বছর পাঁচেক। গাড়িটি উৎপাদনের পুরো প্রক্রিয়াটি সামলাচ্ছে এনটপ নামে একটি সংস্থার ৩০ জন ইঞ্জিনিয়ারদের একটি দল। এছাড়াও এই কাজে তাদের সাহায্য করছে কাবুলের আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশন ইনস্টিটিউট (ATVI)।

Mada 9 প্রাণভোমরা হিসেবে লাগানো রয়েছে মডিফায়েড Toyota Corolla ইঞ্জিন। যদিও ইঞ্জিনটির সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে এটিভিআই-এর প্রধান গুলাম হায়দার সাহামত এক বিবৃতি দিয়ে জানিয়েছেন যে এই গাড়িটির ইঞ্জিনের টিউনিং এমন এক বিশেষ পদ্ধতিতে করা হয়েছে যে যখন কেউ এর গতিবেগ বৃদ্ধি করতে চাইবে তখন ইঞ্জিন থেকে পর্যাপ্ত শক্তি অনুভব করবে। পরবর্তীকালে Mada 9 সুপারকারের বৈদ্যুতিক সংস্করণও বাজারে আনার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Talibans Unveils First Indigenously Built Supercar

এনটপের সদর দপ্তরে গাড়িটির এই প্রোটোটাইপ সংস্করণের উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন তালিবানদের উচ্চশিক্ষা মন্ত্রী আব্দুল বাকি হাক্কানী। তিনি গর্বের সঙ্গে দাবী করেন যে এই গাড়িটি সেই দেশের সাধারণ জনগণকে দেওয়া তালিবানি সাম্রাজ্যের প্রতিশ্রুতির ধারা বহন করে। এর পাশাপাশি এনটপ সংস্থার শীর্ষ কর্তা মোহম্মদ রিজা আহমদী এই সুপারকার সম্পর্কে বলেন, “এই গাড়িটি জনগণের আহরণ করা জ্ঞানকেই সবার কাছে পৌঁছে দিচ্ছে, যা আদতে সমগ্র বিশ্বের বুকে আফগানিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করবে।”

গাড়িটির লঞ্চের দিনক্ষণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। যদিও মোহম্মদ রিজা দাবি করেন যে এটি প্রথমে আফগানিস্তানের মাটিতেই যাত্রা শুরু করবে এবং পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়বে। Mada 9-কে ইতিমধ্যেই সে দেশের বিভিন্ন রাস্তায় টেস্টিং করতে দেখা হয়েছে। যদিও মডেলটির সেই ধরনের কোন ছবি পাওয়া না গেলেও একমাত্র এর পার্কিং করা অবস্থায় একটি ছবি ধরা পড়েছে। তালিবান মুখপত্রের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে এই ছবিটি।