iPhone, iPad ব্যবহারকারীরা সাবধান, এই Wi-Fi নেটওয়ার্কে কানেক্ট করলেই অকেজ হবে ফোন

কার্যকর ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সন্ধান করছেন? না এমনিতে ব্যাপারটির মধ্যে কোন অস্বাভাবিকতা নেই, বিশেষত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের ডিভাইসে নির্দ্বিধায় ওয়াই-ফাই অ্যাক্সেস করতে পারেন। কিন্তু আইওএস (iOS) প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যাপল আইফোন (Apple iPhone) এবং আইপ্যাডের (iPad) মালিক-মালকিনদের জন্য রয়েছে আমাদের বিশেষ সতর্কবার্তা। এক্ষেত্রে ডেটা চাহিদা পূরণ করতে গিয়ে আইওএস ব্যবহারকারীদের যে কোন ধরনের ওয়াইফাই নেটওয়ার্কের শরণাপন্ন না হওয়াই উচিত। বিশেষত সেই নেটওয়ার্কের নাম যদি “%p%s%s%s%s%n” হয়, তবে ভুল করেও সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট করবেন না। এর ফলে আপনার সাধের আইফোন বা আইপ্যাডের ওয়াই-ফাই কানেক্টিভিটি চিরকালের মতো বিকল হয়ে যেতে পারে!

আজ্ঞে হ্যাঁ, উপরে যে সমস্যার কথা বলেছি বহু iPhone ব্যবহারকারীকে ইতিমধ্যেই সেই সমস্যায় ভুগতে হচ্ছে। সম্প্রতি আইওএস প্ল্যাটফর্মে একটি নতুন বাগের আবির্ভাব হয়েছে, যার দ্বারা মূলত আইফোন ও আইপ্যাড ডিভাইসগুলি আক্রান্ত হচ্ছে। অন্তর্জালের নিরাপত্তা-সংক্রান্ত গবেষকেরা ইতিমধ্যেই এই বাগ ইস্যুটিকে চিহ্নিত করেছেন। মূলত ওয়াইফাই কানেক্টিভিটির পথ ধরেই আইওএস ডিভাইসগুলিতে এই বাগ সমস্যা মাথা চাড়া দিচ্ছে। ডিভাইসে ওয়াই-ফাই সংযোগ করতে গিয়ে যারা “%p%s%s%s%s%n” নামক নেটওয়ার্কের নির্বাচন করছেন, সাধারণত তারাই সমস্যাটির মুখোমুখি হচ্ছেন। দেখা গেছে উপরোক্ত নেটওয়ার্কের সাথে কানেক্ট করলেই আইফোন ও আইপ্যাডগুলির সামগ্রিক ওয়াই-ফাই ব্যবস্থা কাজ করা বন্ধ করে দিচ্ছে। একইসাথে এর ফলে ডিভাইসের Airdrop ফিচারেও নানান সমস্যা তৈরী হচ্ছে। এমনকি ডিভাইসটিকে নতুন করে রিস্টার্ট করলেও সমস্যা থেকে রেহাই মিলছেনা, উপরন্তু iPhone/iPad-টির Wi-Fi ওয়াই-ফাই সুবিধা সম্পূর্ণ অচল হয়ে পড়ছে।

বাস্তবিকপক্ষে সমস্যাটি গুরুতর মনে হলেও এর থেকে মুক্তির কোন রাস্তা যে একেবারেই নেই, তেমনটা নয়। নয়া বাগ ইস্যুটির দ্বারা আক্রান্ত হলে আপাতত তার থেকে রেহাই পাওয়ার একটি উপায় রয়েছে। এজন্য আইফোন/আইপ্যাড ব্যবহারকারীর কোনরকম অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। ঘরে বসে নিজের ডিভাইসের নেটওয়ার্ক সেটিংস রিসেট করেই তারা এযাত্রায় রক্ষা পেতে পারেন। এজন্য আইফোন/আইপ্যাড ইউজারকে Settings মেনুতে গিয়ে যথাক্রমে General ও Reset বিকল্পে ক্লিক করতে হবে। সবশেষে Reset Network Settings বিকল্প বেছে নিয়ে তিনি বাগ সমস্যা থেকে সাময়িক মুক্তি পেয়ে যাবেন।

“%p%s%s%s%s%n” নেটওয়ার্কটি ঠিক কীভাবে আইফোন/আইপ্যাড ব্যবহারকারীদের ডিভাইসকে ক্ষতিগ্রস্ত করছে, সে সম্পর্কে বিস্তারিত কোন প্রতিবেদন এখনো প্রকাশ্যে আসেনি। তবে সিকিউরিটি গবেষকদের দাবী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অদল-বদল ঘটিয়েই এই বাগ আইওএস ডিভাইসগুলিকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া এর ফলে ডিভাইস মেমোরি করাপশনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

উক্ত বাগ ইস্যু থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে Apple খুব তাড়াতাড়ি উপযুক্ত পদক্ষেপ নেবে বলে আশা করা যায়। বিশেষত ভবিষ্যতে সফটওয়্যার আপডেটগুলির মাধ্যমে সমস্যা থেকে সার্বিক মুক্তি মিলতে পারে। তবে সেজন্য এখনো কিছুটা সময় জরুরী। ততদিন পর্যন্ত অবশ্য উদ্ভট নামের (%p%s%s%s%s%n) ওয়াই-ফাই নেটওয়ার্কটিকে সচেতনভাবে উপেক্ষা করলেই চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন