Flipkart-এর জব্বর অফার, এন্ট্রি-লেভেল Android স্মার্টফোনের দামে মিলছে iPhone!

খুব শীঘ্রই মার্কেটে পরবর্তী প্রজন্মের iPhone লাইনআপ বা নতুন iPhone 14 (আইফোন ১৪) সিরিজ লঞ্চ করবে বিশ্বখ্যাত সংস্থা Apple (অ্যাপল)। সেক্ষেত্রে চিরাচরিত ধারা মেনে, নতুন iPhone লঞ্চের আগে পুরোনো মডেলগুলি বেশ খানিকটা কম দামে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। তাই যাদের একটি iPhone কিনে পরিজনমহলে নিজের স্ট্যাটাস বাড়ানোর পাশাপাশি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়ার ইচ্ছে রয়েছে, তারা এই সময়টিকে কাজে লাগিয়ে নিজেদের শখ সহজেই পূরণ করতে পারবেন। যেমন আগ্রহীরা এখন Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র বিভিন্ন অফারের কারণে iPhone 13 (আইফোন ১৩) বা iPhone 12 কিনতে পারবেন অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জ স্মার্টফোনের দামে। আবার কমপ্যাক্ট iPhone কিনতে চাইলে Flipkart (ফ্লিপকার্ট)-এর সাম্প্রতিক অফার আপনাদের ব্যাপক কাজে আসবে।

Flipkart থেকে অত্যন্ত সস্তায় কেনা যাবে iPhone SE (2020) এবং iPhone SE (2022)

অ্যামাজনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট এই মুহূর্তে ইলেকট্রনিক্স সেল দিচ্ছে, যার ফলে iPhone SE (2020) এবং iPhone SE (2022) মডেল দুটির দামের ওপর বাম্পার ডিসকাউন্ট উপলব্ধ। এছাড়াও এই আইফোন জোড়া কিনতে গেলে এক্সচেঞ্জ অফার, ব্যাংক কার্ড ডিসকাউন্ট ইত্যাদি আরো কিছু বিশেষ অফার মিলবে। কিন্তু iPhone SE (2020) বা iPhone SE (2022) কিনতে হলে ক্রেতাদের ঠিক কত টাকা খরচ করতে হবে? আসুন একটু বিশদে জেনে নেওয়া যাক।

iPhone SE (2020) কেনা যেতে পারে এন্ট্রি-লেভেল অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে

বর্তমানে আইফোন এসই (২০২০)-এর লাল রঙের ৬৪ জিবি স্টোরেজ মডেলটিতে ২৪% ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ফলে এখন এই হ্যান্ডসেটটি কিনতে হলে ক্রেতাদের ৩৯,৯০০ টাকার পরিবর্তে ২৯,৯৯৯ টাকা খরচ করতে হবে। সেইসাথে এতে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও উপলব্ধ রয়েছে। যেমন এসবিআই (SBI)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে আইফোনটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার, পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন ক্রেতারা। সব মিলিয়ে বলতে গেলে, প্রায় ১৫,০০০ টাকারও কম দামে এই আইফোনটি কেনার সুযোগ থাকছে। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থার ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। উল্লেখ্য যে, আইফোন এসই (২০২০) ২০২০ সালের মডেল এবং ডিভাইসটিতে পুরোনো এ১৩ (A13) বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

সস্তায় কেনা যাবে iPhone SE (2022)-ও

যাদের বাজেট বেশ খানিকটা বেশি, তারা আইফোন এসই (২০২২) মডেলটি কেনার কথা ভেবে দেখতে পারেন। চলতি বছরের গোড়ার দিকে অ্যাপল এই ফোনটি লঞ্চ করে। সেক্ষেত্রে এখন স্মার্টফোনটির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে হলে ক্রেতাদের ৪৩,৯০০ টাকার পরিবর্তে ৪১,৯০০ টাকা খরচ করতে হবে। তদুপরি, এসবিআইয়ের ক্রেডিট কার্ড মারফত পেমেন্ট করলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ছাড়াও ১৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন ক্রেতারা। ৫জি (5G) সাপোর্টেড এই আইফোনটিতে শক্তিশালী এ১৫ (A15) চিপসেট ব্যবহৃত হয়েছে যা আইফোন ১৩ সিরিজেও বিদ্যমান; তাছাড়া আসন্ন আইফোন ১৪ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলেও এই চিপসেট দেখা যাবে বলে মনে করা হচ্ছে।