সতর্কতা জারি করল Apple, এই ভুল কাজে নিজের বিপদ নিজে ঢেকে আনবেন

দামি গ্যাজেট ব্যবহারের শখ কম-বেশি প্রায় প্রত্যেকেরই থাকে। কিন্তু একটি ‘লাক্সারি’ গ্যাজেট কিনলে তা সাবধানতার সাথে রক্ষনাবেক্ষন করার দায়িত্বও নিতে হয়। এক্ষেত্রে এমন অনেকেই আছেন…

দামি গ্যাজেট ব্যবহারের শখ কম-বেশি প্রায় প্রত্যেকেরই থাকে। কিন্তু একটি ‘লাক্সারি’ গ্যাজেট কিনলে তা সাবধানতার সাথে রক্ষনাবেক্ষন করার দায়িত্বও নিতে হয়। এক্ষেত্রে এমন অনেকেই আছেন যারা অধিক টাকা খরচ করে একটি প্রিমিয়াম ফোন / স্মার্টওয়াচ কিনে তো নেন, কিন্তু তার সাথে প্রয়োজনীয় বৈধ অ্যাক্সেসরিজের দাম বেশি থাকায় পকেটের চাপ কমাতে থার্ড-পার্টি নির্মিত সস্তার অ্যাক্সেসরিজ ব্যবহার করেন। যেমন আজকাল অ্যাপল (Apple) প্রোডাক্টগুলির জন্য নকল অ্যাক্সেসরিজ ও চার্জার খুব সস্তায় বিক্রি হতে দেখা যাচ্ছে বাজারে। অনেকেই দামে কম বলে এগুলি কিনে নিচ্ছেন। কিন্তু এমনটা করায় অজান্তে তারা ডেকে আনছে বিপদ। যেকারণে আমেরিকা ভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল (Apple) সম্প্রতি, বাজারে বিদ্যমান নকল Apple Watch চার্জার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে। পাশাপাশি নিরাপদ চার্জিং সম্পর্কিত একটি নির্দেশিকাও শেয়ার করা হয়েছে।

অ্যাপল তাদের সাম্প্রতিক নির্দেশিকায়, অননুমোদিত চার্জার ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করেছে। একইসাথে, নকল চার্জার ব্যবহার করার ফলে কোন কোন সমস্যা উদ্ভুত হতে পারে সেই কথাও জনিয়েছে। এক্ষেত্রে – চার্জিং স্পিড কমে যাওয়া, ব্যাটারির আয়ু হ্রাস হওয়া, শর্ট সার্কিট হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা ব্যাপক। তাই কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্টটি Apple Watch ব্যবহারকারীদের শুধুমাত্র সংস্থা নির্মিত চার্জার দিয়েই ডিভাইস চার্জ করার পরামর্শ দিচ্ছে। অথবা বিকল্প হিসাবে অ্যাপল এমএফআই (Apple MFi) দ্বারা সার্টিফাইড চার্জার ব্যবহার করা যেতে পারে, যাতে প্রমাণীকরণ হিসাবে ‘মেড ফর অ্যাপল ওয়াচ’ ব্যাজ থাকবে। বৈধ চার্জার ব্যবহার করতে বারংবার জোর দেওয়ার কারণ, এই ধরণের সার্টিফায়েড চার্জারগুলি একাধিক সেফটি ও পারফরম্যান্স স্ট্যান্ডার্ডের মধ্যে দিয়ে যায়। মূলত ব্যবহারকারী ও ডিভাইসের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এরূপ পরীক্ষা পরিচালনা করা হয়।

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা কীভাবে একটি সার্টিফাইড চার্জার সনাক্ত করবেন সে সম্পর্কিত বিস্তারিত তথ্যও উল্লেখ আছে নির্দেশিকায়। বলা হচ্ছে – “অ্যাপল দ্বারা নির্মিত এই চার্জিং অ্যাডাপটাগুলি সাদা রঙের হয়। কিছু অ্যাপল ওয়াচ চার্জারের চার্জিং কেবলে নির্দিষ্ট একটি টেক্সট এবং রেগুলেটরি চিহ্ন বিদ্যমান থাকে। তবে নকল চার্জারগুলি – সম্পূর্ণ ভিন্ন রঙ, টেক্সট বা ডিজাইনের হতে পারে। আবার এই ধরণের চার্জার কানেক্টরে ‘মেড ফর অ্যাপল ওয়াচ’ লেখাও থাকে না।”

উল্লেখিত তথ্যাদির উপর ভিত্তি করেও যদি আপনারা অ্যাপল নির্মিত বা এমএফআই প্রত্যয়িত চার্জার সনাক্ত করতে না পারেন, তবে অ্যাপল তাদের ওয়্যারেবল ডিভাইসের জন্য নিয়ে আসা বৈধ চার্জারগুলির মডেল নম্বরের তালিকাও শেয়ার করেছে তা দেখে নিতে পারেন। মডেল নম্বরগুলি নিম্নরূপ –

A1570,
A1598,
A1647,
A1714,
A1768,
A1923,
A2055,
A2056,
A2086,
A2255,
A2256,
A2257,
A2458,
A2515,
A2652,
A2879

এছাড়া আপনারা ম্যাক ল্যাপটপ ব্যবহার করেও নিজেদের অ্যাপল ওয়াচ চার্জারের ম্যানুফ্যাকচারার তথ্য জানতে পারবেন। এর জন্য নিচে দেওয়া ধাপসমূহ অনুসরণ করুন:-

  • আপনাদের ব্যবহৃত অ্যাপল ওয়াচ চার্জারটি বৈধ কিনা জানতে প্রথমেই এর চার্জিং কেবলটি ম্যাকের সাথে সংযুক্ত করুন।
  • এর পর অ্যাপল মেনুতে নেভিগেট করুন।
  • এবার ‘সিস্টেম প্রেফারেন্স’ বিকল্প বেছে নিন।
  • এই বিকল্পের অধীনে থাকা ‘জেনারেল’ অপশনে গিয়ে ‘অ্যাবাউট’ -এ ক্লিক করুন।
  • এরপর ‘সিস্টেম রিপোর্ট’ এর অধীনে আসা ‘ইউএসবি’ বিকল্পে ক্লিক করুন। এখানে ওয়াচ চার্জারে ক্লিক করে বিশদ দেখতে পারবেন। বৈধ অ্যাপল চার্জারগুলির পাশে ম্যানুফ্যাকচারার হিসাবে ‘Apple Inc’ লেখা থাকবে।