Samsung Galaxy S23 Ultra নাকি Galaxy S22 Ultra, দামের নিরিখে কোন ফোনটি কেনা লাভজনক

Samsung Galaxy S23 Ultra এবং Samsung Galaxy S22 Ultra ফোনের মধ্যে দাম ও ফিচারগত পার্থক্যগুলি দেখে নিন

গত ১লা ফেব্রুয়ারি ‘Galaxy Unpacked 2023’ ইভেন্ট চলাকালীন আত্মপ্রকাশ করেছিল Samsung Galaxy S23 সিরিজ। নবাগত এই লাইনআপের অধীনে মোট তিনটি ফোন এসেছে – Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra। যার মধ্যে ‘Galaxy S23 Ultra’ হল সিরিজের সর্বাধিক প্রিমিয়াম মডেল। পাশাপাশি আলোচ্য ফ্ল্যাগশিপ ফোনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসার দরুন বিশেষভাবে আমাদের নজর কেড়েছে। ডিজাইনের নিরিখে ডিভাইসটি পূর্বসূরি Galaxy S22 Ultra ফোনের কথা মনে করিয়ে দেয়। যদিও উত্তরসূরিটি, পূর্বসূরির তুলনায় একাধিক নয়া তথা আপগ্রেডেড ফিচার বহন করছে। যেমন এতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস রয়েছে। অন্যদিকে পুরোনো প্রজন্মের মডেলে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট ও অ্যান্ড্রয়েড ১২ ওএস। যদিও সেলফি ক্যামেরার ক্ষেত্রে পূর্বসূরি এগিয়ে থাকছে। আর ব্যাটারি ও সিকিউরিটি ফিচারের দিক থেকে উভয় মডেলই এক সমান সুবিধা অফার করছে। তবে ফোন দুটির প্রারম্ভিক দামের মধ্যে ১৫,০০০ টাকার বেশি ব্যবধান লক্ষ্য করেছি আমরা। তাই বাছাই করা কিছু আপগ্রেডেড ফিচার এবং সংস্থার নতুন সেন্সর ব্যবহারের জন্য এত টাকা খরচ করা যুক্তিসঙ্গত কিনা তা কিন্তু ভেবে দেখার বিষয়। ফলে পূর্বসূরি ও উত্তরসূরির মধ্যে কোনটিকে বেছে নেওয়া সর্বাধিক লাভজনক হবে তা নির্ণয় করার জন্য আজ আমরা Samsung Galaxy S23 Ultra এবং Samsung Galaxy S22 Ultra ফোনের মধ্যে দাম ও ফিচারগত পার্থক্যগুলি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি।

Samsung Galaxy S23 Ultra vs Samsung Galaxy S22 Ultra : ডিসপ্লে, সেন্সর

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৮-ইঞ্চির এজ কোয়াড এইচডি প্লাস ডায়নামিক AMOLED ২এক্স ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১ থেকে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া এই ডিসপ্লে – ১৭৫০ নিট পিক ব্রাইটনেস, ৫-১ পিপিআই পিক্সেল ডেনসিটি, HDR10+ প্রযুক্তি এবং ৮৯.৫% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রটেকশন সহ ৬.৮-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩,০৮৮x১,৪৪০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৫০০ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Samsung Galaxy S23 Ultra vs Samsung Galaxy S22 Ultra : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের কাস্টম ভার্সন ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OnUI 5.1) কাস্টম স্কিনে রান করে। এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট স্টোরেজ বর্তমান।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, স্যামসাংয়ের এই পুরোনো-প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিন দ্বারা চালিত। পূর্বসূরির র‌্যাম ক্যাপাসিটি উত্তরসূরির অনুরূপ থাকছে। আর এতে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বিদ্যমান।

Samsung Galaxy S23 Ultra vs Samsung Galaxy S22 Ultra : ক্যামেরা সেটআপ

ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে Samsung Galaxy S23 Ultra ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার লেন্স ও ৮৫-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩এক্স অপটিক্যাল জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Samsung Galaxy S22 Ultra -ও কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে এসেছে। যদিও সেন্সরগুলির রেজোলিউশন ভিন্ন থাকছে। এর ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ৩এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল লেন্স এবং ১০এক্স জুম সহ ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর। তাছাড়া, ফোনের সামনে ৪০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

Samsung Galaxy S23 Ultra vs Samsung Galaxy S22 Ultra : ব্যাটারি ও চার্জিং ক্যাপাসিটি

কানেক্টিভিটির জন্য স্যামসাংয়ের এই নয়া প্রিমিয়াম সিরিজের ‘আল্ট্রা’ মডেলে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ই, ওয়াই-ফাই ডাইরেক্ট, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ডিভাইসে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং ২.০ সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে এই ব্যাটারি মাত্র ২০ মিনিটে ফোনকে ৬৫% পর্যন্ত চার্জ করতে সক্ষম।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মডেলে – ৫জি, ৪জি, ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি/৬ই, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, বিডিএস, গ্যালিলিও, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি ৩.২ পোর্ট পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড চার্জিং, ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy S23 Ultra vs Samsung Galaxy S22 Ultra : পরিমাপ, রেটিং

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের পরিমাপ ১৬৩.৪x৭৮.১x৮.৯ মিমি এবং ওজন ২৩৪ গ্রাম। এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত।

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ফোনের পরিমাপ ১৬৩.৩x৭৭.৯x৮.৯ মিমি এবং ওজন ২২৮ বা ২২৯ গ্রাম। এটিও IP68 সার্টিফাইড। ফলে ১.৫ মিটারের গভীর জলে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকা সত্ত্বেও ফোনটি ঠিকঠাক ভাবে কাজ করবে।

Samsung Galaxy S23 Ultra vs Samsung Galaxy S22 Ultra : দাম

ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা ফোনের দাম শুরু হচ্ছে ১,২৪,৯৯৯ টাকা থেকে। এই বিক্রয় মূল্য ফোনটির ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া, ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ সহ আসা টপ-অফ-দ্য-লাইন মডেলের দাম যথাক্রমে ১,৩৪,৯৯৯ টাকা ও ১,৫৪,৯৯৯ থাকছে। এটি – ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার কালারে এসেছে। তবে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটিকে অতিরিক্তভাবে আরো চারটি কালার অপশনে পাওয়া যাবে, যথা – রেড, গ্রাফাইট, লাইম এবং স্কাই ব্লু।

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছিল। এক্ষেত্রে, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা রাখা হয়েছে৷ আর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম ১,১৮,৯৯৯ টাকা। এটি – ফ্যান্টম ব্ল্যাক, হোয়াইট, বারগান্ডি, গ্রীন, গ্রাফাইট, রেড, স্কাই ব্লু, বোরা পার্পেল কালার বিকল্পে উপলব্ধ।