প্রায় ৩১,০০০ টাকা ছাড়ে কেনা যাবে Apple MacBook Air M1, Flipkart দিচ্ছে এই সোনায় সোহাগা অফার

ল্যাপটপ হোক কিংবা স্মার্টফোন, আধখাওয়া আপেলের লোগোযুক্ত ডিভাইসগুলির চাহিদাই যে বিশ্বব্যাপী ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি – সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ ঠিকই ধরেছেন, বলছি বিশ্বখ্যাত টেক জায়েন্ট Apple (অ্যাপল) কোম্পানির কথা। ল্যাপটপসহ সংস্থার যাবতীয় ডিভাইসগুলি বেশ ব্যয়বহুল হলেও অধিকাংশ ক্রেতাই সেগুলি কেনার স্বপ্ন দেখে থাকেন। আর বর্তমানে করোনা পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন লার্নিং সহ বিভিন্ন জরুরি কাজের জন্য এখন ল্যাপটপের চাহিদা বিপুল পরিমাণ বেড়েছে। এই পরিস্থিতিতে অনেক গ্রাহকই একটি ঝাঁ-চকচকে নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন। আর সেটি যদি আবার অ্যাপল কোম্পানির হয়, তাহলে তো সোনায় সোহাগা!

ল্যাপটপের ক্ষেত্রে সংস্থার MacBook Air M1 (ম্যাকবুক এয়ার এম১) মার্কেটে বিপুল জনপ্রিয় একটি অত্যন্ত হালকা ল্যাপটপ। সেক্ষেত্রে আপনিও কি এই নজরকাড়া ডিজাইন ও একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা ল্যাপটপটিকে ঘরে আনার কথা ভাবছেন, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে ডিভাইসটির চড়া দাম? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কারণ সম্প্রতি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট), এই MacBook Air M1-এর ওপর বিশাল ছাড় দিচ্ছে। উপরন্তু, এক্সচেঞ্জ অফারের সুবাদে আপনি আরও সস্তায় এই ডিভাইসটি কিনতে সক্ষম হবেন। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে, কী অফারে এবং কত দামে মিলবে এই দুর্দান্ত ল্যাপটপ? আসুন সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

২০২০ সালে ৯২,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল ম্যাকবুক এয়ার এম১। তবে এখন ফ্লিপকার্ট থেকে এই ল্যাপটপটি ৮৪,৯৯০ টাকায় কেনা যাবে। অর্থাৎ, ক্রেতারা এই ডিভাইসটি কেনার ক্ষেত্রে ৭,৯১০ টাকা ছাড় পাবেন। তবে এখানেই শেষ নয়, এই ল্যাপটপটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২৩,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট, যার ফলে আরও কম দামে ডিভাইসটি কেনার সুযোগ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে যে ল্যাপটপটি এক্সচেঞ্জ করা হচ্ছে, তার বর্তমান অবস্থা তথা স্পেসিফিকেশনের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। তবে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেলে এই ডিভাইসটি কিনতে ক্রেতাদের ৬১,৮৯০ টাকা ব্যয় করতে হবে।

কী কারণে ২০২২ সালে Apple MacBook Air M1 কেনার সিদ্ধান্ত যথার্থই যুক্তিযুক্ত?

আর্ম-বেসড সিলিকন প্রসেসর লঞ্চ করার মাধ্যমে অ্যাপল ২০২০ সালে তার ম্যাকবুক লাইনআপটিকে পুনরায় সাজিয়ে তোলে। আর এই ডিভাইসটির এম১ চিপসেট ব্যবহারকারীদের অত্যন্ত দ্রুত ও সাবলীল ইউজার এক্সপেরিয়েন্স প্রদানে সক্ষম এবং ইন্টেল-চালিত ডিভাইসগুলির তুলনায় এটি যে অনেক বেশি কার্যক্ষম, সেকথা বলাই বাহুল্য। বছর দুয়েক আগের পুরোনো মডেল হলেও ম্যাকবুক এয়ার এম১ এখনও মার্কেটের প্রথম সারির ল্যাপটপগুলির মধ্যে সেরা জায়গাটি নিজের দখলে রেখেছে। তাই এই দুর্দান্ত ডিভাইসটিকে যদি বেশ খানিকটা সস্তায় আপনি ঘরে আনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আর দেরি করবেন না, আজই ফ্লিপকার্ট থেকে এটি অর্ডার করে ফেলুন।