সবচেয়ে কম দাম, Apple MacBook Air M1 কেনা যাচ্ছে অবিশ্বাস্য দামে

আপনি যদি দুর্দান্ত ছাড়ে Apple MacBook Air M1 কিনতে চান, তাহলে আপনার জন্য বছরের প্রায় শেষলগ্নে এসে গেছে এক দারুণ সুবর্ণ সুযোগ। মোট ১৩,৪০০ টাকা ডিসকাউন্টে এই শক্তিশালী ল্যাপটপটি বিক্রি হচ্ছে। উল্লেখ্য যে, MacBook Air M1 গত বছর ৯২,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন অফিসিয়াল Apple রিসেলার, The Imagine store ডিভাইসটিতে ৭,৪০০ টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে MacBook-টির দাম ৮৫,৫০০ টাকায় নেমে এসেছে।

এছাড়াও, আগ্রহী গ্রাহকরা ব্যাংক অফারের সুবিধা নিতে পারেন। এইচডিএফসি ব্যাংকের কার্ডধারীরা ল্যাপটপটি কেনার সময় ৬,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক অফারটি ইএমআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। এইচডিএফসি ব্যাংকের ক্যাশব্যাক অফার এবং ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সহায়তায় মাত্র ৭৯,৫০০ টাকায় ম্যাকবুক এয়ার এম১ বাড়ি নিয়ে যাওয়া যাবে।

আপনাদেরকে জানিয়ে রাখি যে, এই বছর বিভিন্ন সেলে ম্যাকবুক এয়ার এম১-এর ওপর বিপুল ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এত কম দামে (মাত্র ৭৯,৫০০ টাকায়) ল্যাপটপটি পকেটস্থ করার সুযোগ ক্রেতাদের কাছে আগে কখনো আসেনি। এর আগে গত অক্টোবরে Amazon-এ এই ডিভাইসটিতে সর্বোচ্চ প্রায় ১২,০০০ টাকা ছাড় দেওয়া হয়েছিল, যার ফলে ডিভাইসটির দাম ৮০,৯০০ টাকায় নেমে এসেছিল। তাই আপনার যদি এই ম্যাকবুকটি কেনার প্ল্যান থাকে, তাহলে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করা একেবারেই উচিত হবে না।

এবার যে ল্যাপটপটিকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছে, সেই ম্যাকবুক এয়ার এম১-এর স্পেসিফিকেশনের ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক। ম্যাকবুক এয়ার-এ রয়েছে Apple M1 চিপ, যা ৮-কোর সিপিইউ এবং ৮-কোর জিপিইউ এবং ৮ জিবি মেমোরি এবং ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ ক্যাপাসিটি সহ এসেছে। এই ল্যাপটপে আছে True Tone এবং Backlit Magic কীবোর্ডের সাথে একটি রেটিনা ডিসপ্লে ও ফোর্স টাচ ট্র্যাকপ্যাড। ম্যাকবুক এয়ার এম১-এর Touch ID-টি পাওয়ার অন বাটনে ইন্টিগ্রেট করা রয়েছে। এতে Wi-Fi 6 সাপোর্ট করে এবং দুটি থান্ডারবোল্ট পোর্ট সহ এসেছে। ম্যাকবুক এয়ার এম১-এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এটির ব্যাটারি, যা ১৮ ঘন্টা পর্যন্ত ডিভাইসটিকে চালু রাখতে সক্ষম।

MacBook Air M1-এ ২৫৬০x১৬০০ পিক্সেল রেজোলিউশনের ১৩.৩ ইঞ্চি এলইডি-ব্যাকলিট ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ৪০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। এটি বেশ হালকা, ওজন মাত্র ১.২৯ কিলোগ্রাম।